শিরোনাম
স্পোর্টস ডেস্ক | ১১:৫৯ এএম, ২০২২-০৩-২৭
সেন্ট জর্জ টেস্টের মাত্র তৃতীয় দিন শেষ হলো। আরও বাকি পুরোপুরি দুটি দিন। এর মধ্যে দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের সামনে কেবল ১০ রানের লিড নিতে পেরেছে ইংল্যান্ড। আর উইকেট? বাকি আছে কেবল ২টি। এই ২ উইকেটে কতদুর কী করতে পারে সেটাই দেখার। তবে, তা যে খুব বেশি হবে না এবং ইংল্যান্ডের যে পরাজয় নিশ্চিত তা বলাই যায় এখন।
প্রথম ইনিংসে ইংলিশদের করা ২০৪ রানের জবাবে তৃতীয় দিন শুরুতে ২৯৭ রান করে অলআউট হয় স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। জশুয়া ডা সিলভা একাই করেন অপরাতজিত ১০০ রান। ৯৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ১০১ রান তুলতেই ৮ উইকেট হারিয়েছে ইংলিশরা। ১০৩ রান নিয়ে তৃতীয় দিন শেষ করে তারা।
অ্যাসেজের ব্যর্থতা থেকে মাথা তুলে দাঁড়ানোর উদ্দেশ্যেই মূলতঃ নতুন চেহারার টেস্ট দল নিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজে খেলতে নামে ইংল্যান্ড। যদিও বোঝা যাচ্ছে, ধাক্কা সহজে সামলে ওঠার নয়। ক্যারিবীয়দের বিরুদ্ধে সিরিজের প্রথম দু'টি টেস্ট ড্র করতে সক্ষম হলেও তৃতীয় টেস্টে নিশ্চিত হারের মুখে ইংলিশরা।
গ্রেনাডায় প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও চূড়ান্ত ব্যাটিং বিপর্যয়ে পড়ে ইংল্যান্ড। প্রথম ইনিংসে দুই টেলএন্ডার মান বাঁচিয়েছিলেন ব্রিটিশদের। ১০ ও ১১ নম্বরে ব্যাট করতে নেমে জ্যাক লিচ ও সাকিব মাহমুদের ৯০ রানের পার্টনারশিপের সুবাদেই ২০০ রানের গণ্ডি টপকেছিলেন জো রুটরা। তবে দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের অবস্থা আরও করুণ।
ইংল্যান্ডের ২০৪ রানের জবাবে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় দিনের শেষে তাদের প্রথম ইনিংসে ৮ উইকেটের বিনিময়ে ২৩২ রান তুলেছিল। জোশুয়া ডা সিলভা ৫৪ ও কেমার রোচ ২৫ রানে অপরাজিত ছিলেন। এরপর তৃতীয় দিন খেলতে নেমে ওয়েস্ট ইন্ডিজ তাদের প্রথম ইনিংস শেষ করে ২৯৭ রানে। দুর্দান্ত শতরান করেন জোশুয়া। তিনি ১০টি বাউন্ডারির সাহায্যে ১০০ রান করে অপরাজিত থাকেন।
প্রথম ইনিংসেই ইংলিশদের সামনে ৯৩ রানের লিড নেয় ওয়েস্ট ইন্ডিজ। পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ইংল্যান্ড পড়েছে মহা বিপর্যয়ে। ভয়ানক ব্যাটিং ভরাডুবির পর তৃতীয় দিনের শেষে ইংল্যান্ড তাদের দ্বিতীয় ইনিংসে ৮ উইকেটের বিনিময়ে তুলেছে ১০৩ রান। সুতরাং, প্রথম ইনিংসে পিছিয়ে থাকা স্কোর পার হয়ে ব্রিটিশরা এগিয়ে রয়েছে মাত্র ১০ রানে। হাতে রয়েছে ২টি উইকেট। এ অবস্থায় ওয়েস্ট ইন্ডিজের সামনে জয়ের জন্য কত রানের টার্গেট দেয় ইংল্যান্ড, সেটাই হবে দেখার।
দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের হয়ে অ্যালেক্স লিস ৩১, জ্যাক ক্রাউলি ৮, জো রুট ৫, ড্যান লরেন্স ০, বেন স্টোকস ৪, জনি বেয়ারস্টো ২২, বেন ফোকস ২ ও ক্রেগ ওভার্টন ১ রান করে আউট হন। ক্রিস ওকস ৯ ও জ্যাক লিচ ১ রানে অপরাজিত রয়েছেন। ক্যারিবীয় বোলার কাইল মায়ার্সই যা আগুন ঝরালেন। ১৩ ওভার বল করে ৭টি মেডেনসহ মাত্র ৯ রানের বিনিময়ে ৫টি উইকেট নিয়েছেন। ১টি করে উইকেট নিয়েছেন সিলস ও জোসেফ।
স্পোর্টস ডেস্ক : দুবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন তারা। আবার ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা বরাবরই বিশ্বের...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : শ্বাসরুদ্ধকর সেমিফাইনাল জিতে নারী হকি বিশ্বকাপের ফাইনালে উঠে গেছে আর্জেন্টিনা। জার্মানির বিপক্...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : অবশেষে সত্যি হলো গুঞ্জন। আনুষ্ঠানিকভাবে রবার্ট লেওয়ানডস্কিকে দলে নেওয়ার ঘোষণা দিলো স্প্যানিশ জ...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : নিউজিল্যান্ডের সংগ্রহ ৩৬০ রান। জবাবে ৩৫৯ রান করে ফেলেছিল আয়ারল্যান্ড। নিউজিল্যান্ডের জয় মাত্র ১ ...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : এক সময় জিম্বাবুয়েকে ধরা হতো ক্রিকেটকের অন্যতম পরামশক্তি। অ্যান্ডি ফ্লাওয়ার, গ্র্যান্ট ফ্লাওয়ার ...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : গত বছরের সেপ্টেম্বরে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে মাঠে নেমেছিল আর্জেন্টিনা ও ব্রাজিল। কিন্তু পাঁচ ম...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2023 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited