চট্টগ্রাম   মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪  

শিরোনাম

এস আই নুর-ই খোদা‘র গ্রেপ্তারের পর বেরিয়ে আসছে চাঞ্চল্যকর তথ্য

বিশেষ সম্পাদকীয়    |    ০৯:২০ পিএম, ২০২১-০৩-০৪

এস আই নুর-ই খোদা‘র গ্রেপ্তারের পর বেরিয়ে আসছে চাঞ্চল্যকর তথ্য

সালাহ উদ্দিন সালামঃ
অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ হত্যাকান্ডের পর কক্সবাজার জেলা পুলিশের সকল (ঊর্ধতন কর্মকর্তা থেকে সুইপার পর্যন্ত) সদস্যকে একযোগে বদলী করার পর নতুন দায়িত্বপ্রাপ্তরা পুলিশী সেবা দিয়ে মানুষের মন জয় করে আসছিলেন। কিন্তু নুর-ই খোদা সিদ্দিকী নামের একজন উপ-পরিদর্শক (এসআই) একযোগে বদলীর মাত্র কয়েকদিন আগে কক্সবাজারে যোগ দেওয়ার কারণে তাকে গণবদলির শিকার হতে হয়নি।

অবশ্য কয়েকদিন আগে যোগদানের পরই মহা ঘুঁষখোর পুলিশ অফিসার নুর-ই খোদা সিদ্দিকী অনৈতিক উপায়ে টাকা হাতানোর সব কৌশল রপ্ত করতে সক্ষম হয়েছিলেন এবং সব পথ-ঘাটও আয়ত্তে নিয়েছিলেন। কক্সবাজার জেলায় তার প্রথম কর্মস্থল হয়েছিল চকরিয়া থানায়। সেই হিসেবে কক্সবাজার জেলায় একমাত্র পুরোনো পুলিশ হিসেবে থেকে গিয়েছিলেন। এর আগে ব্রাহ্মণবাড়িয়া জেলা গোয়েন্দা পুলিশে (ডিবি) কর্মরত ছিলেন তিনি।

নতুন দায়িত্বপ্রাপ্তরা কোন ধরণের টাকার লেনদেন ছাড়াই যথাযথ পুলিশী সেবা দিয়ে আপমর মানুষের মন জয় করে আসছিলেন। কিন্তু পুরোনো চরিত্রই ধারণ করেছিলেন কক্সবাজার শহরের কুতুবদিয়া পাড়ায় বসতবাড়িতে ঢুকে রোজিনা খাতুন নামের এক নারীর মাথায় পিস্তল ঠেকিয়ে তিন লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় আলোচিত হওয়া কক্সবাজার শহর পুলিশ ফাঁড়ির সবেমাত্র দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা এই নুর-ই খোদা সিদ্দিকী।

খোঁজ নিয়ে জানা গেছে, কক্সবাজার জেলার পুলিশ সুপার থেকে শুরু করে জেলার সবকটি সার্কেল এবং থানায় নতুন কর্মকর্তাসহ পুলিশ কনষ্টেবল এখানে যোগ দেওয়ার পর ইতোমধ্যে পাঁচমাস অতিবাহিত করেছেন। কিন্তু কোন পুলিশ সদস্যের বিরুদ্ধে এইসময়ে কোথাও কোন দুর্নাম শোনা না গেলেও সর্ববৃহৎ ইয়াবার চালান এবং বস্তাভর্তি টাকা জব্দ করে সারাদেশে পুলিশের ভাবমূর্তি অনন্য উচ্চতায় নিয়ে যেতে সক্ষম হয়েছিলেন বর্তমান জেলা পুলিশ সুপার মো. হাসানুজ্জামানের নেতৃত্বে কক্সবাজার জেলা পুলিশ। অব্যবহিত এই সময়ে পুলিশের সুনামও ছিল বেশ। 
কিন্তু গত পহেলা মার্চ কক্সবাজার শহর পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত উপ-পরিদর্শক (এসআই) নুর-ই খোদা সিদ্দিকী, দুই কনষ্টেবল আমিনুল মোমিন ও মামুন মোল্লা টাকা ছিনতাইয়ের ঘটনায় নিজেদের জড়িয়ে পুলিশের ভাবমূর্তি ফের প্রশ্নের মুখে ঠেলে দিয়েছেন বলে নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের একাধিক কর্মকর্তা জানিয়েছেন।

নানা অভিযোগ কানে যাওয়ার পর কক্সবাজার জেলা পুলিশ সুপার মো. হাসানুজ্জামান চকরিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) নুর-ই খোদা সিদ্দিকীকে মাত্র একসপ্তাহ আগে চকরিয়া থানা থেকে কক্সবাজার শহর পুলিশ ফাঁড়িতে বদলী করেন। সেখানে যোগ দিয়েই শুরু করে সেই পুরোনো অভ্যাস। গণমাধ্যমে বিষয়টি বেশ আলোচিত হওয়ার পর চকরিয়ার বিভিন্ন ভুক্তভোগীও মুখ খুলতে শুরু করেছেন মহা ঘুঁষখোর পুলিশ অফিসার এই নুর-ই খোদা সিদ্দিকীর ব্যাপারে
চকরিয়ার লক্ষ্যারচর ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের আইয়ুব মো. ইকবাল অভিযোগ করেছেন, জায়গার বিরোধ নিয়ে এলাকায় তার ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে ২০২০ সালের ৭ অক্টোবর। হামলায় তার একটি দাঁত ঝরে পড়াসহ সর্বশরীরে রক্তাক্ত জখমও হয়। এ ঘটনায় তিনি বাদী হয়ে থানায় সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলা রুজু করতে এজাহার দেওয়ার পর তদন্তের দায়িত্ব পান এসআই নুর-ই খোদা সিদ্দিকী। এর পর সরজমিন ঘটনাস্থল পরিদর্শন করে মামলা রুজু করে দেওয়ার কথা বলে দুই দফায় ১৫ হাজার টাকা হাতিয়ে নেন এই পুলিশ কর্মকর্তা। এমনকি আমার প্রতিপক্ষ সন্ত্রাসীদের সাথে আঁতাতের মাধ্যমে উল্টো আমিসহ পরিবার সদস্যদের বিরুদ্ধে মামলা রুজু করতে সহায়তা দেন তিনি। এতে আমি নিজেসহ পরিবার সদস্যরা হয়রানির মুখে পড়ি।

ভুক্তভোগী আইয়ুব মো. ইকবাল আরো অভিযোগ করেছেন, পাল্টা মামলায় আসামী হয়ে যাওয়ার পর তিনি থানায় যেতে না পারার কারণে তাঁর স্ত্রী আশরাফুন্নেছা সরাসরি থানায় গিয়ে ওসির কাছে এসব বিষয় খুলে বলেন। কিন্তু কোন কাজ হয়নি। এর পর থেকে নুর-ই খোদার হুমকি-ধামকিতে তটস্থ হয়ে পড়ি আমরা।

নাম প্রকাশ না করার শর্তে খুটাখালীর এক যুবলীগ নেতা  বলেন, ‘আমার নিকটাত্মীয়ের একটি মামলার তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করার বিপরীতে এসআই নুর-ই খোদা সিদ্দিকী হাতিয়েছেন নগদ ৭০ হাজার টাকা। কিন্তু টাকা নেওয়ার পরও সে মামলার প্রতিবেদন না দিয়ে বকাঝঁকা করতে থাকেন। শেষপর্যন্ত বিষয়টি সিনিয়র এক নেতার দৃষ্টিগোচর করলে চকরিয়া থেকে বদলী হওয়ার কয়েকদিন আগে সেই প্রতিবেদন দাখিল করেন।

ডুলাহাজারা ইউনিয়নের একজন বীর মুক্তিযোদ্ধার নাতি হচ্ছেন হামিদুল হক। তিনি অভিযোগ করেন, পারিবারিক বিরোধ এবং তার ওপর হামলার ঘটনা নিয়ে আদালতে একটি মামলা করেন। আদালতের নির্দেশে ওসি মহোদয় সেই মামলার তদন্ত কর্মকর্তা নিয়োগ দেন এসআই নুর-ই খোদা সিদ্দিকীকে। তদন্তের দায়িত্বভার নেওয়ার পর থেকে নুর-ই খোদা সিদ্দিকী যাচ্ছেতাই খারাপ আচরণ শুরু করেন। দাবি করেন মোটা অংকের টাকা।


ভুক্তভোগী হামিদুল হক বলেন, ‘শেষপর্যন্ত এই নুর-ই খোদা সিদ্দিকী আমার কাছ থেকে টাকা না পেয়ে মামলার অভিযুক্তদের সাথে আঁতাত করেন। এমনকি অভিযুক্তদের কাছ থেকে নগদ তিন লাখ টাকা নিয়ে উল্টো আমার বিরুদ্ধে প্রতিবেদন দাখিলের সবকিছুই সম্পন্ন করে ফেলেন। এই বিষয়টি জানার পর সরাসরি আমি থানার ওসি শাকের মোহাম্মদ যুবায়ের এর শরনাপন্ন হই। এ সময় বিষয়টি খুলে বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে ওসি মহোদয়কে কিছু কঠোর কথাবার্তা বলি। পরে ওসি মহোদয় বিষয়টি আঁচ করতে পেরে তদন্ত কর্মকর্তা নুর-ই খোদা সিদ্দিকীর দেওয়ার প্রতিবেদন অগ্রবর্তী না করে চকরিয়া সার্কেলের জ্যেষ্ঠ সহকারি পুলিশ সুপার মো. তফিকুল আলমের অনুমতি নিয়ে অভিযোগটি পুনঃ তদন্তের জন্য দায়িত্ব দেন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আশরাফ হোসেনকে।

ভুক্তভোগী হামিদুল হক পুলিশের চকরিয়া সার্কেলের কর্মকর্তা মো. তফিকুল আলম এবং থানার ওসি শাকের মোহাম্মদ যুবায়ের এর নেওয়া তাৎক্ষণিক এই সিদ্ধান্তকে সাধুবাদ জানান। তিনি বলেন, ‘যদি আমার অজান্তে ওই মামলার প্রতিবেদন আদালতে দাখিল হয়ে যেত, তাহলে আমার সহায়-সম্পদসহ মুক্তিযোদ্ধা পরিবারের বিরাট ক্ষতি হয়ে যেত। এজন্য আমি সার্কেল এবং ওসির প্রতি অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি। কারণ তারা পুনঃ তদন্তের সিদ্ধান্ত নেওয়াতে এখন সত্য বিষয়টি তদন্তে উঠে আসবে বলে আমি মনে করি।’

রিটেলেড নিউজ

চকরিয়ায় জাল দলিলে ভাইয়ের সম্পত্তি আত্মসাৎ, স্বামীর সম্পত্তি ফিরে পেতে বিধবার আকুতি 

চকরিয়ায় জাল দলিলে ভাইয়ের সম্পত্তি আত্মসাৎ, স্বামীর সম্পত্তি ফিরে পেতে বিধবার আকুতি 

চকরিয়া প্রতিনিধি: :  কক্সবাজার, প্রতিনিধি :  কক্সবাজারের চকরিয়ায় মোহাম্মদ আব্দুল গাফফার এবং মোহাম্মদ সাহাবুদ্দিন ...বিস্তারিত


টেকনাফে মাদরাসা পড়ুয়া শিশু অপহরণের শিকার

টেকনাফে মাদরাসা পড়ুয়া শিশু অপহরণের শিকার

আমাদের ডেস্ক : : কক্সবাজারের টেকনাফে ‘পূর্বশত্রুতার জেরে’ দিনে-দুপুরে ‘দুর্ঘটনায় মায়ের মাথা ফাটার’ কথা জা...বিস্তারিত


টেকনাফের খালের উপর কাউন্সিলার মুজিবের  অবৈধ মার্কেট'নির্মান

টেকনাফের খালের উপর কাউন্সিলার মুজিবের  অবৈধ মার্কেট'নির্মান

টেকনাফ প্রতিনিধি : : বঙ্গোপসাগরের মিশ্রিত নাফনদের প্রধানমুখ কক্সবাজারের টেকনাফের কায়ুখখালী খাল দখল করে মার্কেট নির্...বিস্তারিত


মিয়ানমারে সংঘাত, টেকনাফ সীমান্তে গোলাগুলির শব্দ

মিয়ানমারে সংঘাত, টেকনাফ সীমান্তে গোলাগুলির শব্দ

আমাদের ডেস্ক : : মিয়ানমারের রাখাইন রাজ্যে দেশটির সশস্ত্র বাহিনীর সঙ্গে বিদ্রোহী আরাকান আর্মির (এএ) সংঘাতের কারণে ...বিস্তারিত


প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় কক্সবাজার পৌরসভা ও ব্র্যাক’র সমঝোতা স্মারক স্বাক্ষর

প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় কক্সবাজার পৌরসভা ও ব্র্যাক’র সমঝোতা স্মারক স্বাক্ষর

আমাদের ডেস্ক : : কক্সবাজার পৌরসভার সাথে সমন্বিতভাবে নগরের প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় একটি নতুন প্রকল্প বাস্...বিস্তারিত


তারুণ্যের মেলায় কক্সবাজারের তরুণরা নাগরিক ইস্যুতে তুলে ধরলেন প্রত্যাশা

তারুণ্যের মেলায় কক্সবাজারের তরুণরা নাগরিক ইস্যুতে তুলে ধরলেন প্রত্যাশা

আমাদের ডেস্ক : : কক্সবাজারের তরুণরা কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধিসহ সরকারি সেবাসমূহ আরও সহজে পেতে চান। একই সাথে ...বিস্তারিত



সর্বপঠিত খবর

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

আমাদের ডেস্ক : : ডেস্ক রিপোর্ট :: চট্টগ্রামস্থ  লোহাগাড়ার  কৃতি সন্তান প্রিয়ম চক্রবর্তী ক্যালিফোর্নিয়ায় ...বিস্তারিত


সদরের পি এম খালী ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী কেফায়ত উল্লাহর ঈদ শুভেচ্ছা

সদরের পি এম খালী ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী কেফায়ত উল্লাহর ঈদ শুভেচ্ছা

আমাদের ডেস্ক : : সদরের পি এম খালী ইউনিয়নের বর্তমান জনপ্রিয় চেয়ারম্যান আব্দুর রহিম মাস্টারের ভাগিনা পিএমখালী ব...বিস্তারিত



সর্বশেষ খবর