চট্টগ্রাম   মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪  

শিরোনাম

জালিয়াপালং ইউপি চেয়ারম্যানের স্বাক্ষর জালিয়াতির অভিযোগ

আমাদের ডেস্ক :    |    ০৮:১০ পিএম, ২০২১-০৬-০৮

জালিয়াপালং ইউপি চেয়ারম্যানের স্বাক্ষর জালিয়াতির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
উখিয়া উপজেলার সোনারপাড়া উচ্চ বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক মিলন কুমার বড়ুয়া এবং স্কুলের এডহক কমিটির সভাপতি আবু তাহেরসহ আরও ৩ জনের বিরুদ্ধে উখিয়ার ১নং জালিয়াপালং ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আমিন চৌধুরীর স্বাক্ষর জালিয়াতি করার অভিযোগ পাওয়া গেছে।

জানা যায়, সোনারপাড়া উচ্চ বিদ্যালয়ের সাথে ব্যক্তি মালিকানাধীন জমির ওয়ারিশদের নিয়ে খেলারমাঠের দক্ষিণ পূর্বাংশের ২০ শতক জমির বিরোধ চলে আসছিলো দীর্ঘদিন ধরে। সেটি নিয়ে স্থানীয় এলাকার জনৈক মৃত আব্দুল জলিলের ওয়ারিশগণ চলতি বছর বিগত মাসের ২৫ মে বিজ্ঞ উখিয়া সহকারী জজ আদালত কক্সবাজারে উপস্থিত হয়ে অপর ৪৬৯/২০২১ ইংরেজি মামলা দায়ের করেন ।  সেই বিরোধীয় জমিতে স্কুলের কমিটি জোরপূর্বক ভৌতকাঠামো নির্মাণ করতে চাইলে উক্ত মামলায় বাদীপক্ষের লোকজন নিষেধাজ্ঞার আবেদন করেন। সেই আবেদনের প্রেক্ষিতে বিজ্ঞ সহকারী জজ আদালত কক্সবাজারের বিচারক সায়মা আফরিন হিমা বিগত মাসের ২৭ মে উখিয়ার ইউএনও—এসিল্যান্ড এবং স্কুলের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক ও এডহক কমিটির সদস্য ছাড়াও সংশ্লিষ্ট ঠিকাদার এবং ইঞ্জিনিয়ারসহ মোট ৯ জনকে ১০দিনের মধ্যে কারণ দর্শানোর জন্য একটি আদেশ দেন।
সেই আদেশের দশম দিনে গত ৬ জুন রবিবার স্কুল কমিটির সভাপতি আবু তাহের, শিক্ষক প্রতিনিধি মকবুল হোসেন সরকার, সদস্য আব্দুল মোস্তাফা ও প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মিলন কুমার বড়–য়া তাদের আইনজীবির মাধ্যমে লিখিত জবাব প্রদান করেন। জবাবের কপি বাদী পক্ষ তাদের আইনজীবী মারফতে সংগ্রহ করেন। 
সেখানে দেখা যায়, জনৈক আব্দুল জলিলের ২ পুত্র এবং ২ কন্যা সন্তান  জালিয়াপালং ইউনিয়নে বর্তমানে জীবিত আছে বলে স্থানীয় ইউপি চেয়ারম্যান নুরুল আমিন চৌধুরীর স্বাক্ষরিত একটি ওয়ারিশ সনদের সন্ধান মিলে। সেটা নিয়ে সেই আব্দুল জলিলের মূল ওয়ারিশগণ বাস্তব ঘটনা অনুসন্ধান করলে স্কুলের কমিটি ও শিক্ষকদের বিরুদ্ধে ভয়াবহ স্বাক্ষর জালিয়াতির নানা অভিযোগ উঠে। 
মামলার বাদী পক্ষের শামশুল আলম অভিযোগ করে বলেন, এই ওয়ারিশ সনদের বিষয়ে আমাদের সন্দেহ হলে সাথে সাথে চেয়ারম্যান নুরুল আমিনের
সাথে যোগাযোগ করে সেটি তাঁর কাছে পাঠায়। তখন তিনি আমাদের বলেন, এই ধরণের কোন ওয়ারিশ সনদ আমি দেয়নি এবং যেই স্বাক্ষর আমার স্থালে দেয়া হয়েছে সেটা আমার নহে।

যে চারজন—ইসহাক আহমদ, গুরা মিয়া, জহুরা খাতুন, রহিমা খাতুনের নামীয় ৭—৩—২০২১ ইংরেজি তারিখের যে ওয়ারিশ আব্দুল জলিলের বলে তারা আমার নাম দিয়ে ভূয়া ওয়ারিশ সনদ লিখেছে তাদের আমি জীবনেও দেখিনি এবং কারো থেকে শুনিনি যে তারা দুনিয়াতে এসেছে এবং জীবিত আছে। এটা বড় একটা ষড়যন্ত্র আমার বিরুদ্ধে।
এ বিষয়ে  চেয়ারম্যান নুরুল আমিন চৌধুরীর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন,  আমি আব্দুল জলিলের নামে সোনারপাড়া উচ্চ বিদ্যালয়ের কর্তৃপক্ষকে এ রকম কোন ওয়ারিশ সনদ দেয়নি। আমার স্বাক্ষর জালিয়াতি করে ভূয়া কাগজ করায় আমি সহজে ছাড় দিব না। পরিষদের পক্ষ থেকে মামলা করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। এছাড়া এ বিষয়ে পত্রিকায় বিবৃতিও দেওয়া হবে। আমি জালিয়াতির মূল হোতা বাবুল আবছারকে খুঁজছি।
অপরদিকে স্কুলের প্রধান শিক্ষক মিলন কুমার বড়ুয়া এবং আবু তাহেরসহ সকলে মিলে স্কুলের নাম পরিবর্তনের বিষয়ে আজিজিয়া স্কুল থেকে সোনারপাড়া স্কুলের নাম করণ সভার একটি সভায় ২০—০৮—১৯৮৫ সালের ভূয়া একটি রেজুলেশন রাতারাতি বানিয়ে ৪/৫ জন মৃত ব্যক্তিদের স্বাক্ষরও বানিয়ে আরো একটি কাগজ জমা দেন বলেও মামলার বাদী পক্ষের লোকজন অভিযোগ করেছেন।
তারা আরও বলেন, সোনারপাড়া জুনিয়র স্কুলের সরকারী গেজেট প্রকাশিত হয় ০৩—০৭—১৯৭৪ ইংরেজিতে। আর তার নাম পরিবর্তন করেছে ২০—৮—১৯৮৫ সালে এসে। তেমনি একটি রেজুলেশনের কাগজে দেখা যায়, আব্দুল আজিজ, আব্দুল মন্নান, সফিউল আলম মাস্টার, জাকের হোসন মাস্টার, এজাহার নবী মাস্টার, লোকমান হাকিম, শফিউল করিম, নুর মোহাম্মদ চৌধুরীর স্বাক্ষর সম্বলিত যে রেজুলেশন আদালতে জমা দিয়েছে সেখানে উল্লেখিত লোকদের ২—৩ জন ছাড়া সকলে মৃত বলে বাদী পক্ষের লোকজন জানান। এদের স্বাক্ষর তারা সম্পূর্ণ জালিয়াতি করে আদালতে জমা দিয়েছে।
চেয়ারম্যানের স্বাক্ষর জালিয়াতির বিষয়ে মুঠোফোনে সোনার পাড়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিলন কুমার বড়়ুয়া বলেন, আপনি চেয়ারম্যানের সাথে যোগাযোগ করেন। আর এটি জালিয়াতি হলে বিজ্ঞ আদালত বিষয়টি খতিয়ে দেখবেন।
স্কুলের এডহক কমিটির সভাপতি আবু তাহের বলেন, চেয়ারম্যানের স্বাক্ষর জালিয়াতির করার কোন সুযোগ নেই। ওই স্বাক্ষর চেয়ারম্যানের।

রিটেলেড নিউজ

চকরিয়ায় জাল দলিলে ভাইয়ের সম্পত্তি আত্মসাৎ, স্বামীর সম্পত্তি ফিরে পেতে বিধবার আকুতি 

চকরিয়ায় জাল দলিলে ভাইয়ের সম্পত্তি আত্মসাৎ, স্বামীর সম্পত্তি ফিরে পেতে বিধবার আকুতি 

চকরিয়া প্রতিনিধি: :  কক্সবাজার, প্রতিনিধি :  কক্সবাজারের চকরিয়ায় মোহাম্মদ আব্দুল গাফফার এবং মোহাম্মদ সাহাবুদ্দিন ...বিস্তারিত


টেকনাফে মাদরাসা পড়ুয়া শিশু অপহরণের শিকার

টেকনাফে মাদরাসা পড়ুয়া শিশু অপহরণের শিকার

আমাদের ডেস্ক : : কক্সবাজারের টেকনাফে ‘পূর্বশত্রুতার জেরে’ দিনে-দুপুরে ‘দুর্ঘটনায় মায়ের মাথা ফাটার’ কথা জা...বিস্তারিত


টেকনাফের খালের উপর কাউন্সিলার মুজিবের  অবৈধ মার্কেট'নির্মান

টেকনাফের খালের উপর কাউন্সিলার মুজিবের  অবৈধ মার্কেট'নির্মান

টেকনাফ প্রতিনিধি : : বঙ্গোপসাগরের মিশ্রিত নাফনদের প্রধানমুখ কক্সবাজারের টেকনাফের কায়ুখখালী খাল দখল করে মার্কেট নির্...বিস্তারিত


মিয়ানমারে সংঘাত, টেকনাফ সীমান্তে গোলাগুলির শব্দ

মিয়ানমারে সংঘাত, টেকনাফ সীমান্তে গোলাগুলির শব্দ

আমাদের ডেস্ক : : মিয়ানমারের রাখাইন রাজ্যে দেশটির সশস্ত্র বাহিনীর সঙ্গে বিদ্রোহী আরাকান আর্মির (এএ) সংঘাতের কারণে ...বিস্তারিত


প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় কক্সবাজার পৌরসভা ও ব্র্যাক’র সমঝোতা স্মারক স্বাক্ষর

প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় কক্সবাজার পৌরসভা ও ব্র্যাক’র সমঝোতা স্মারক স্বাক্ষর

আমাদের ডেস্ক : : কক্সবাজার পৌরসভার সাথে সমন্বিতভাবে নগরের প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় একটি নতুন প্রকল্প বাস্...বিস্তারিত


তারুণ্যের মেলায় কক্সবাজারের তরুণরা নাগরিক ইস্যুতে তুলে ধরলেন প্রত্যাশা

তারুণ্যের মেলায় কক্সবাজারের তরুণরা নাগরিক ইস্যুতে তুলে ধরলেন প্রত্যাশা

আমাদের ডেস্ক : : কক্সবাজারের তরুণরা কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধিসহ সরকারি সেবাসমূহ আরও সহজে পেতে চান। একই সাথে ...বিস্তারিত



সর্বপঠিত খবর

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

আমাদের ডেস্ক : : ডেস্ক রিপোর্ট :: চট্টগ্রামস্থ  লোহাগাড়ার  কৃতি সন্তান প্রিয়ম চক্রবর্তী ক্যালিফোর্নিয়ায় ...বিস্তারিত


সদরের পি এম খালী ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী কেফায়ত উল্লাহর ঈদ শুভেচ্ছা

সদরের পি এম খালী ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী কেফায়ত উল্লাহর ঈদ শুভেচ্ছা

আমাদের ডেস্ক : : সদরের পি এম খালী ইউনিয়নের বর্তমান জনপ্রিয় চেয়ারম্যান আব্দুর রহিম মাস্টারের ভাগিনা পিএমখালী ব...বিস্তারিত



সর্বশেষ খবর