শিরোনাম
সুব্রত আপন, স্টাফ রিপোর্টার: | ১০:২৯ এএম, ২০২৩-১২-০১
বার্তা পরিবেশকঃ
" ঈদগাঁওতে সন্ত্রাসী হামলায় ব্যবসায়ী আহত- থানায় এজহার দায়ের" শিরোনামে প্রকাশিত ৩০ নভেম্বর ২০২৩ ইং তারিখে কক্সবাজারের কিছু স্থানীয় দৈনিক পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টালে প্রকাশিত সংবাদটি আমাদের দৃষ্টিগোচর হয়েছে।
উক্ত সংবাদটি মিথ্যা ভিত্তিহীন ও ষড়যন্ত্রমুলক বিব্রত করে মিত্যা মামলা করার উদ্দেশ্য প্রনোদিত । আমরা উক্ত সংবাদের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আইনের প্রতিশ্রদ্ধাশীল থেকে প্রকৃত ঘটনা তদন্তের মাধ্যমে উদঘাটন করে দোষীদের শাস্তি দাবি জানাই।
প্রকৃত ঘটনা হলো- আব্দুর রশিদ গং লোভী প্রকৃতির মানুষ। পরের অনিষ্ট সাধন এবং জায়গা জবরদখল করে সম্পদ অর্জন করা তাদের অভ্যাস। তারা দেশের প্রচলিত আইন কানুন এবং গ্রাম আদালতের বিচার অমান্য করে সর্বদাই। আমি একজন ঈদগাঁও বাসস্ট্যান্ডের তরুণ ও প্রতিষ্ঠিত ব্যবসায়ি । আব্দুর রশিদ গং আমার প্রতিবেশী এবং আত্মীয় হয়। আমার পিতা ঈদগাঁও বাস স্টেশনে অবস্থিত আরফাত শপিং কমপ্লেক্স এর অংশীদারী মালিক। উক্ত মার্কেটে আমরা ভোগদখলে আছি এবং মার্কেটের জমি আমার পিতার নামে বিএস নামজারী খতিয়ান প্রচারিত আছে। আব্দুর রশিদ গং দীর্ঘদিন থেকে আমাদের মার্কেটের কিছু জায়গা জবরদখলের অপচেষ্টায় লিপ্ত আছে।
গত ২৯ নভেম্বর সকাল অনুমানিক ১১.০০ ঘটি কার সময় আমি আমার পিতা সহ পূর্বের সিধান্ত মোতাবেক মিস্ত্রী নিয়ে বিল্ডিংএর চারতলায় আমাদের সীমায় দেওয়াল নির্মান করছিলাম। ঠিক ঐ সময়ে বিবাদীরা আমাদেরকে কাজে বাধা দিয়ে অকথ্য ভাষায় গালি-গালাজ করতে থাকলে আমি প্রতিবাদ করি। তারা এক পর্যায়ে আমার উপর কিপ্ত হয়ে লোহার রড নিয়ে হত্যার উদ্দেশ্যে আমার শরীরের বিভিন্ন স্থানে পিটিয়ে থেতলানো ও রক্তাক্ত করে। আমাকে উদ্ধারে আমার পিতা এগিয়ে আসলে তারা আমার পিতাকেও একই ভাবে লোহার রড দিয়ে পিটাই । আমাদের চিৎকারে আশে পাশের লোকজন এগিয়ে এসে আমাদেরকে রক্ষা করে।
তখন তারা আবার আমাকে হুমকি দিয়া বলে যে, আমাদের উক্ত মার্কেটের জায়গা জবর দখল অবশ্যই করে নেবে। আমরাবাধা দিলে বা উক্ত ব্যাপারে আইনের আশ্রয় নিলে তাহারা আমাকে এবং আমার পরিবারকে মিথ্যা মামলায় জড়িয়ে জেলে নিবে এমন কি প্রয়োজনে হত্যা করবে।
এ সময় উপস্থিত লোকজন আমাদেরকে জরুরি চিকিৎসা সেবা নিতে কক্সবাজার সদর হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে জান। সম্পূর্ণ চিকিৎসা শেষ না হলেও আব্দুর রশিদ গং যে কোন সময় আমাদের উক্ত মার্কেট জবর দখল করে বড় ধরণের ক্ষতি করে ফেলতে পারে বিধায় আইনের প্রতি শ্রাদ্ধাশীল হয়ে এবং আইনের আশ্রয় চেয়ে একই দিন রাত্রে আমাদের ঈদগাঁও থানায় একটি অভিযোগ দায়ের করি। উক্ত ঘটনার যথেষ্ট পরিমাণ স্বাক্ষী এবং প্রমাণ আমাদের রয়েছে ।
তাই স্থানীয় প্রশাসন ও জনসাধারণের নিকট এ সব নিউজে বিব্রত না হওয়ার অনুরোধ জানাচ্ছি।
প্রতিবাদকারী
মোহাম্মদ তারেক
০১ নং ওয়ার্ড, জাগির পাড়া, ঈদগাঁও, কক্সবাজার।
আমাদের ডেস্ক : : কোটাবিরোধী আন্দোলনের নামে সংঘটিত সহিংসতা, নাশকতা, অগ্নিসংযোগ, লুটপাট ও সন্ত্রাসী কর্মকাণ্ডে হতাহ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : প্রেস বিজ্ঞপ্তি ঃ কক্সবাজারের সু পরিচিত মানবিক ব্যক্তি হাজী মন্জুর আলমের নিজের একটি ...বিস্তারিত
চকরিয়া প্রতিনিধি: : কক্সবাজার, প্রতিনিধি : কক্সবাজারের চকরিয়ায় মোহাম্মদ আব্দুল গাফফার এবং মোহাম্মদ সাহাবুদ্দিন ...বিস্তারিত
আমাদের ডেস্ক : : কক্সবাজারের টেকনাফে ‘পূর্বশত্রুতার জেরে’ দিনে-দুপুরে ‘দুর্ঘটনায় মায়ের মাথা ফাটার’ কথা জা...বিস্তারিত
টেকনাফ প্রতিনিধি : : বঙ্গোপসাগরের মিশ্রিত নাফনদের প্রধানমুখ কক্সবাজারের টেকনাফের কায়ুখখালী খাল দখল করে মার্কেট নির্...বিস্তারিত
আমাদের ডেস্ক : : মিয়ানমারের রাখাইন রাজ্যে দেশটির সশস্ত্র বাহিনীর সঙ্গে বিদ্রোহী আরাকান আর্মির (এএ) সংঘাতের কারণে ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2024 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited