শিরোনাম
স্পোর্টস ডেস্ক | ১২:৪২ পিএম, ২০২২-০৬-০৮
সময়টা ভালো যাচ্ছিল না ইতালির। ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা বিশ্বকাপ থেকে বাদ পড়েছে আগেই। এরপর আবার তারা ফাইনালিসিমা হেরেছে আর্জেন্টিনার কাছে। নেশনস লিগেও শুরুটা হয়েছিল জার্মানির বিপক্ষে ড্র দিয়ে। অবশেষে জয়ের দেখা পেলো রবার্তো মানচিনির দল। ঘরের মাঠে মঙ্গলবার রাতে ‘এ’ লিগের তিন নম্বর গ্রুপের ম্যাচে হাঙ্গেরিকে ২-১ গোলে হারিয়েছে ইতালি।
জিততে ভুলে যাওয়া ইতালির সবশেষ সাত ম্যাচে এটি কেবল দ্বিতীয় জয়। ড্র করেছে তিন ম্যাচ, হেরেছে দুটিতে।
ইতালির সঙ্গে প্রায় সমান তালে লড়েছে আগের ম্যাচেই ইংল্যান্ডকে হারিয়ে দেওয়া হাঙ্গেরি। ম্যাচে মোট ১৭টি শট নেয় ইতালি, যার ৬টি ছিল লক্ষ্যে। অন্যদিকে হাঙ্গেরি ১২ শটের ৪টি লক্ষ্যে রাখতে পারে। ম্যাচের ৩০ মিনিটের মাথায় দলকে এগিয়ে দেন নিকোলা বারেল্লা। লিওনার্দো স্পিনাজ্জোলার পাস বক্সের বাইরে পেয়ে ডান পায়ের জোরালো শটে দূরের পোস্টের ওপরের কোণা দিয়ে গোলটি করেন ইন্টার মিলানের এই মিডফিল্ডার।
প্রথমার্ধের শেষ সময়ে ৪৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন লরেঞ্জো পেলিগ্রিনি। ডান দিক দিয়ে একজনকে কাটিয়ে বক্সে ঢুকে বাইলাইনের কাছাকাছি থেকে কাটব্যাক করেন পলিতানো। ছুটে গিয়ে ঠিকানা খুঁজে নেন পেলেগ্রিনি। দুই গোলে এগিয়ে যাওয়া ইতালি বিরতির পর কিছুটা খেই হারায়। ৬১ মিনিটে মানচিনির আত্মঘাতী গোলে লড়াইয়ে ফেরে হাঙ্গেরি। তবে আর সুযোগ দেয়নি ইতালি। বরং চাপ ধরে রেখে ২-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে আজ্জুরিরা।
এই জয়ের পর ইংল্যান্ড-জার্মানির গ্রুপে এক নম্বরে উঠে এসেছে ইতালি। হাঙ্গেরি দুই, জার্মানি তিন আর ইংল্যান্ড আছে চার নম্বরে।
স্পোর্টস ডেস্ক : গত বছরের সেপ্টেম্বরে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে মাঠে নেমেছিল আর্জেন্টিনা ও ব্রাজিল। কিন্তু পাঁচ ম...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : ফুটবলের সেই সোনালি দিন নেই। তারপরও আবাহনী-মোহামেডান যখন পরস্পরের প্রতিপক্ষ, না চাইতেও কিছুটা উত্...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের কিংবদন্তি ব্যাটার জহির আব্বাস আছেন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। দিন চারেক আগে করোনায় আক...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : ফিটনেস টেস্ট পাস করে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের স্কোয়াডে ঢুকে গেলেন অভিজ্ঞ পেসার কেমার রোচ...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : জাতীয় দলের হয়ে অভিষেকের পর থেকে এখন পর্যন্ত পরাজয়ের স্বাদ কেমন তা জানেন না আর্জেন্টিনার গোলরক্ষক ...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজে নামার আগে হতাশা নিয়েই পাকিস্তান সফর শেষ করলো ওয়েস্ট ইন্ডিজ। ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2022 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited