শিরোনাম
স্পোর্টস ডেস্ক | ০৩:৫২ পিএম, ২০২২-০৪-২০
ইতিহাস কিভাবে বদলায়! স্যার আলেক্স ফার্গুসনের আমলে ম্যানচেস্টার ইউনাইটেডের সামনে দাঁড়াতেই পারতো না লিভারপুল। আর আজ ইতিহাস বদলে গেছে। এখন দোর্দণ্ড প্রতাপশালী লিভারপুলের সামনে দাঁড়াতে পারছে না ম্যানইউ। ম্যানচেস্টার ইউনাইটেডের সেই জৌলুশ না থাকলেও লিভারপুলের বিপক্ষে তাদের ম্যাচ অন্য আমেজ এনে দেয় দর্শকদের মধ্যে। থাকে টান টান উত্তেজনা। সেই আবহ এবারও ছিল অ্যানফিল্ডে।
কিন্তু ম্যানইউর দর্শকদের কষ্ট বুকে নিয়েই মাঠ ছাড়তে হয়েছে। কারণ, স্বাগতিক লিভারপুলের কাছে একহালি গোল হজম করেছে ম্যানইউ। ৪-০ ব্যবধানে অল রেডদের কাছে হেরেছে রেড ডেভিলরা।লিভারপুলের হয়ে জোড়া গোল করেছেন মোহামেদ সালাহ। ১টি করে গোল এসেছে সাদিও মানে এবং লুইজ ডিয়াজের কাছ থেকে। তবে এই ম্যাচে ম্যানইউর হেয় খেলেননি ক্রিশ্চিয়ানো রোনালদো।
সে সঙ্গে প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে ম্যানচেস্টারের আরেক দল সিটিকে পেছনে ফেলে শীর্ষে উঠে গেছে লিভারপুল। ৩২ ম্যাচে লিভারপুলের পয়েন্ট ৭৬। ৩১ ম্যাচে ম্যানচেস্টার সিটির পয়েন্ট ৭৪। যারা আজ মাঠে নামবে ব্রাইটন অ্যান্ড হোভ আলবিওনের বিপক্ষে। ৩৩ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে ৬ষ্ঠ স্থানে রয়েছে ম্যানইউ। ম্যাচের প্রথম থেকেই আক্রমণাত্মক ভঙ্গিতে খেলা শুরু করে লিভারপুল। ঘরের মাঠে মাত্র পাঁচ মিনিটের মাথায় প্রথম গোলটি করে অল রেডরা। মোহাম্মদ সালাহর ক্রস থেকে ভেসে আসা বলে লুইস ডিয়াজের গোলে এগিয়ে যায় ইয়ুর্গেন ক্লপের দল।
১০ মিনিটের মাথায় ম্যানইউ আরও বেশি সমস্যায় পড়ে যায়, যখন চোটের কারণে পল পগবাকে মাঠ থেকে তুলে নিতে বাধ্য হন কোচ রালফ রাংনিক।
এরপর ২২ মিনিটের মাথায় আবারও ম্যানইউর জালে বল জড়ায় লিভারপুল। এবার গোল করেন মোহাম্মদ সালাহ। অপরদিকে প্রথমার্ধের ৪৫ মিনিটে ইউনাইটেড কোনও শটই নিতে পারেনি লিভারপুলের পোস্টে। পুরো ম্যাচে রেড ডেভিলসরা শট নিয়েছে মাত্র দু’টি। লিভারপুল শট মেরেছে ১৪টি। যার মধ্যে ৩টি পোস্টে লেগে ফিরে আসে।
দ্বিতীয়ার্ধেও দু’টি গোল করে লিভারপুল। দ্বিতীয়ার্ধে প্রথম গোলটি আসে সাদিও মানের বাঁ-পা থেকে। এরপর ম্যাচের ৮৫ মিনিটে সালাহ নিজের দ্বিতীয় এবং দলের চতুর্থ গোল করেন। উল্লেখ্য, চলতি মৌসুমে চিরপ্রতিদ্বন্দ্বী ম্যানইউর বিপক্ষে দুই ম্যাচে ৯ গোল করল লিভারপুল। এমন রেকর্ড এর আগে আর কখনও করতে পারেনি অ্যানফিল্ডের দলটি।
আমাদের ডেস্ক : : ভোরে বঙ্গবন্ধু স্টেডিয়ামে হওয়ার কথা ছিল ক্রিকেটারদের ফিটনেস পরীক্ষা। কিন্তু সকাল থেকে গুড়ি গুড়ি ...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর বেশ কিছুদিন ফাঁকা সময়ই কেটেছে বাংলাদেশের ক্রিকেটে। ফের শুরু হতে যাচ...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : পাকিস্তান সফরকে কেন্দ্র করে ঘোষিত বাংলাদেশ ‘এ’ দলে তারকা ক্রিকেটারদের ছড়াছড়ি। দলে আছেন মুশফি...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ ফুটবলের প্রথম আসর অনুষ্ঠিত হয়েছিলো ১৯৩০ সালে। ২০৩০ সালে বিশ্বকাপের ১শ বছর পূর্ণ হবে। বি...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ এ’ দলের সঙ্গেই পাকিস্তান সফরে যেতে পারেন জাতীয় দলের দুই অভিজ্ঞ ব্যাটার মুশফিক...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : ৪ ͯ ১০০ মিটার ফ্রিস্টাইল রিলেতে কাল যুক্তরাষ্ট্রকে প্যারিস গেমসে প্রথম স্বর্ণপদক উপহার দিয়েছে যু...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2024 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited