শিরোনাম
স্পোর্টস ডেস্ক | ১১:১৩ এএম, ২০২২-০৩-১৬
ম্যাচে আক্রমণ-পাল্টা আক্রমণ হলো। তাতে এগিয়ে ছিল ঘরের মাঠের ম্যানচেস্টার ইউনাইটেডই। কিন্তু ইউরোপসেরার মঞ্চে নিজের প্রথম গোলটা এমন এক রাতেই করলেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার রেনান লোদি, যে গোলই গড়ে দিলো পার্থক্য। ওল্ড ট্র্যাফোর্ডে মঙ্গলবার লোদির একমাত্র গোলে শেষ ষোলোর ফিরতি লেগে ১-০ গোলে জিতেছে অ্যাটলেটিকো মাদ্রিদ। এতে দুই লেগ মিলিয়ে ২-১ ব্যবধানে এগিয়ে শেষ আটে পা রাখল দিয়েগো সিমেওনের দল, বিদায় হয়ে গেলো রোনালদোদের। মাদ্রিদে প্রথম লেগ ১-১ গোলে ড্র হয়েছিল।
ম্যাচে ৬১ শতাংশ বল দখলে রেখে মোট ১১টি শট নেয় ইউনাইটেড, যার ৫টি ছিল লক্ষ্যে। অন্যদিকে ৮ শটের ৩টি লক্ষ্যে রাখতে পারে অ্যাটলেটিকো, যার মধ্যে একটিকে বানায় গোল।
ইংলিশ প্রিমিয়ার লিগে টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে আগের ম্যাচেই দুর্দান্ত এক হ্যাটট্রিক করা রোনালদো মঙ্গলবা র রাতে নিজের ছায়া হয়েই ছিলেন। তার বিবর্ণ পারফরম্যান্সে ইউনাইটেডের স্বপ্নপূরণ হয়নি।
ম্যাচের শুরুর দিকেই এগিয়ে যেতে পারতো ইউনাইটেড। কিন্তু প্রথম লেগে শেষ দিকে গোল করে দলকে বাঁচানো এন্থনি এলেঙ্গা ত্রয়োদশ মিনিটে সুবর্ণ সুযোগ হাতছাড়া করেন। ব্রুনো ফের্নান্দেসের ক্রসে কাছ থেকে তার শট মাথা দিয়ে রুখে দেন গোলরক্ষক ইয়ান ওবলাক।
দুই মিনিট পর দুর্দান্ত এক সেভ করে ইউনাইটেডকে বাঁচান ডেভিড দে গিয়া। আর্জেন্টাইন মিডফিল্ডার রদ্রিগো দে পলের জোরালো শট ঝাঁপিয়ে পরে এক হাতে বের করে দেন স্প্যানিশ গোলরক্ষক।
৩৪তম মিনিটে অ্যাটলেটিকোর জোয়াও ফেলিক্স জালে বল পাঠালেও অফসাইডের কারণে সেটি বাতিল করে দেন রেফারি। তবে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি সফরকারীদের।
বিরতির ঠিক আগে ৪১তম মিনিটে অঁতোয়া গ্রিজম্যানের ক্রস থেকে দারুণ হেডে দলকে এগিয়ে নেন লোদি। চ্যাম্পিয়ন্স লিগে ২৫তম ম্যাচে প্রথম গোলের দেখা পান ২৩ বছর বয়সী এই ফুটবলার।
মাঠে রোনালদোর উপস্থিতি খুঁজে পাওয়া যায়নি। বাধ্য হয়েই ৬৭তম মিনিটে একসঙ্গে তিনটি পরিবর্তন আনেন ইউনাইটেড কোচ রালফ রাংনিক। নেমানিয়া মাতিচ, এলেঙ্গা ও ফের্নান্দেসের জায়গায় নামেন স্কট ম্যাকটমিনে, মার্কাস রাশফোর্ড আর পল পগবা।
কিন্তু ভাগ্যবদল হয়নি। বাকি সময়ে বেশ কয়েকটি আক্রমণ করলেও গোলমুখ খুলতে পারেনি ইউনাইটেড। ঘরের মাঠে হেরে বিদায়ই নিতে হয় তাদের।
চ্যাম্পিয়নস লিগে আরেক ম্যাচে আয়াক্সকে তাদের মাঠেই ১-০ ব্যবধানে হারিয়ে দুই লেগ মিলিয়ে ৩-২ গোলে এগিয়ে থেকে কোয়ার্টার-ফাইনালে উঠেছে বেনফিকা।
আমাদের ডেস্ক : : ভোরে বঙ্গবন্ধু স্টেডিয়ামে হওয়ার কথা ছিল ক্রিকেটারদের ফিটনেস পরীক্ষা। কিন্তু সকাল থেকে গুড়ি গুড়ি ...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর বেশ কিছুদিন ফাঁকা সময়ই কেটেছে বাংলাদেশের ক্রিকেটে। ফের শুরু হতে যাচ...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : পাকিস্তান সফরকে কেন্দ্র করে ঘোষিত বাংলাদেশ ‘এ’ দলে তারকা ক্রিকেটারদের ছড়াছড়ি। দলে আছেন মুশফি...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ ফুটবলের প্রথম আসর অনুষ্ঠিত হয়েছিলো ১৯৩০ সালে। ২০৩০ সালে বিশ্বকাপের ১শ বছর পূর্ণ হবে। বি...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ এ’ দলের সঙ্গেই পাকিস্তান সফরে যেতে পারেন জাতীয় দলের দুই অভিজ্ঞ ব্যাটার মুশফিক...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : ৪ ͯ ১০০ মিটার ফ্রিস্টাইল রিলেতে কাল যুক্তরাষ্ট্রকে প্যারিস গেমসে প্রথম স্বর্ণপদক উপহার দিয়েছে যু...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2024 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited