শিরোনাম
স্পোর্টস ডেস্ক | ০৫:১১ পিএম, ২০২২-০৩-১৫
চলতি নারী বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচেই প্রথম জয় তুলে নিয়েছে বাংলাদেশ দল। সোমবার পাকিস্তান নারী দলকে ৯ রানে হারিয়েছে তারা। এ জয়ে বড় অবদান রেখে আইসিসি র্যাংকিংয়েও সুখবর পেয়েছেন ফারজানা হক পিংকি, নিগার সুলতানা জ্যোতিরা।
মঙ্গলবার ঘোষণা করা হয়েছে নারী ক্রিকেটে ব্যাটিং, বোলিং বিভাগে আইসিসি ওয়ানডে র্যাংকিংয়। বিশ্বকাপে ব্যাক টু ব্যাক ফিফটি করে ব্যাটিং র্যাংকিংয়ে তিন ধাপ এগিয়েছেন ফারজানা পিংকি। বর্তমানে ক্যারিয়ার সর্বোচ্চ ৫৩১ রেটিং নিয়ে ২২ নম্বরে রয়েছেন তিনি।
বাংলাদেশের ব্যাটারদের মধ্যে সবার ওপরে পিংকিই। এছাড়া ৯ ধাপ এগিয়ে ৫৩ নম্বরে উঠেছেন নিগার সুলতানা জ্যোতি। সালমা খাতুন ৫ ধাপ এগিয়ে উঠেছেন ৬৯ নম্বরে। ওপেনার শারমিন আক্তার সুপ্তা ১ ধাপ এগিয়ে রয়েছেন ৬৪ নম্বরে। রুমানা আহমেদ অবশ্য ৩ ধাপ পিছিয়ে নেমে গেছেন ৩২ নম্বরে।
বোলারদের র্যাংকিংয়ে বাংলাদেশের খেলোয়াড়দের মধ্যে সবার ওপরে রয়েছেন সালমা খাতুন। তিনি ৫ ধাপ এগিয়ে উঠে এসেছেন ৩০ নম্বরে। এছাড়া ২ ধাপ এগিয়ে রুমানা ৩২ নম্বরে উঠে এসেছেন। নিজের ৩৯তম অবস্থান ধরে রেখেছেন জাহানারা আলম। নাহিদা আক্তার এক ধাপ পিছিয়ে নেমেছেন ৪১ নম্বরে।
আর অলরাউন্ডারদের র্যাংকিংয়ে সেরা বিশে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি রুমানা আহমেদ। তিনি ১৯১ রেটিং পয়েন্ট নিয়ে অবস্থান করছেন ১৫ নম্বরে। অলরাউন্ডারদের মধ্যে সবার ওপরে রয়েছেন অস্ট্রেলিয়ার এলিসা পেরি। তার ঝুলিতে রয়েছে ৪৫২ রেটিং পয়েন্ট।
এছাড়া ব্যাটিং র্যাংকিংয়ে ৭৩১ রেটিং নিয়ে সবার ওপরে রয়েছেন অস্ট্রেলিয়ার উইকেটরক্ষক ব্যাটার এলিসা হিলি। বোলারদের র্যাংকিংয়ে এক নম্বরে রয়েছেন ইংল্যান্ডের বাঁহাতি স্পিনার সোফি একলেস্টোন। তার রেটিং পয়েন্ট ৭৫৩।
স্পোর্টস ডেস্ক : দুবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন তারা। আবার ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা বরাবরই বিশ্বের...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : শ্বাসরুদ্ধকর সেমিফাইনাল জিতে নারী হকি বিশ্বকাপের ফাইনালে উঠে গেছে আর্জেন্টিনা। জার্মানির বিপক্...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : অবশেষে সত্যি হলো গুঞ্জন। আনুষ্ঠানিকভাবে রবার্ট লেওয়ানডস্কিকে দলে নেওয়ার ঘোষণা দিলো স্প্যানিশ জ...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : নিউজিল্যান্ডের সংগ্রহ ৩৬০ রান। জবাবে ৩৫৯ রান করে ফেলেছিল আয়ারল্যান্ড। নিউজিল্যান্ডের জয় মাত্র ১ ...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : এক সময় জিম্বাবুয়েকে ধরা হতো ক্রিকেটকের অন্যতম পরামশক্তি। অ্যান্ডি ফ্লাওয়ার, গ্র্যান্ট ফ্লাওয়ার ...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : গত বছরের সেপ্টেম্বরে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে মাঠে নেমেছিল আর্জেন্টিনা ও ব্রাজিল। কিন্তু পাঁচ ম...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2023 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited