শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক | ০৬:২০ পিএম, ২০২২-০২-১৫
নিরাপত্তা, বাণিজ্য ও ভ্রমণবিষয়ক সীমান্ত ইস্যুগুলো নিয়ে যৌথভাবে কাজ করবে ইরান ও পাকিস্তান। দুদেশের মধ্যে এ ধরনের একটি যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠন করা হয়েছে বলে জানিয়েছেন ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী।
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে একদিনের জন্য সোমবার (১৪ ফেব্রুয়ারি) সফর করেন ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী আহমাদ ভাহিদি। সফর শেষে তিনি ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে আইআরএনএ-কে বলেন, অর্থনৈতিক সম্পর্ক আরও বৃদ্ধি করার ব্যাপারে কথা হয়েছে দুপক্ষের মধ্যে। তিনি আরও বলেন, ইরান-পাকিস্তানের সম্পর্ক, বিশেষ করে অর্থনৈতিক ক্ষেত্রে আরও শক্তিশালী হবে।
পাকিস্তান সফরকালে আহমাদ ভাহিদি দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ আহমেদ, পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান এবং সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়ার সঙ্গেও বৈঠক করেন। আহমাদের সফরসঙ্গী হিসেবে ইরানের শীর্ষ কূটনীতিকরাও ছিলেন। এক বিবৃতিতে পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে, সীমান্ত ইস্যু, বাজার ব্যবস্থাপনা, আফগান পরিস্থিতি নিয়েও আলোচনা হয়েছে দুপক্ষের মধ্যে।
পাকিস্তান এবং ইরানের ৭৫০ কিলোমিটার (৪৬৬ মাইল) সীমান্ত সংযোগ রয়েছে দেশ দুটির দক্ষিণ-পশ্চিম ও দক্ষিণ-পূর্বে। তবে প্রায় এই সীমান্ত এলাকায় উত্তেজনার খবর পাওয়া যায়।
২০১৮ সালে, ইরানের ইসলামিক বিপ্লবী গার্ডের গোয়েন্দা কর্মকর্তাসহ অন্তত ১৪ জন নিরাপত্তাকর্মীকে সীমান্তে অপহরণ করা হয়েছিল। ফলে দুই দেশের মধ্যে উত্তেজনা বেড়ে যায়। আল-কায়েদার সাথে সম্পৃক্ত সশস্ত্র গোষ্ঠী জইশ আল-আদল এই অপহরণের দায় স্বীকার করেছিল পরে। সে বছর পাঁচজন সেনাকে ছেড়ে দেওয়া হয়। ২০১৯ সালে পাকিস্তানের নিরাপত্তাবাহিনী উদ্ধার করে আরও কয়েকজনকে। ২০২১ সালে ইরান কর্তৃপক্ষ দুইজন সেনা উদ্ধারের কথা জানায়।
আন্তর্জাতিক ডেস্ক : ডিপথেরিয়া রোগে আক্রান্ত হয়ে পাকিস্তানে ৩৯ জন শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থ...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন প্রথমবারের মতো তার মেয়েকে প্রকাশ্যে আনলেন। শুক্রবার (১৮ নভেম...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর ৭৪টি অস্ত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের অর্থনৈতিক মন্দা কাটিয়ে উঠতে দেশটিকে ৯০০ কোটি ডলার অর্থ সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে চী...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : সুদানের দক্ষিণ-পূর্ব ব্লু নাইল রাজ্যে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর দুটি গ্রুপের সংঘর্ষে অন্তত ৩৩ জন নিহত হয়...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : গ্রিসের উত্তরাঞ্চলের শহর কাভালার কাছে একটি কার্গো প্লেন বিধ্বস্ত হয়েছে বলে জানা গেছে। ইউক্রেনের ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2023 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited