শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৫:৪২ পিএম, ২০২২-০২-১৩
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় ভুট্টা চাষ করে বেশ লাভবান হয়েছেন চাষিরা । ধান চাষের পাশাপাশি অনেক চাষী ভুট্টা চাষ করছেন বলে এবছর।
সরেজমিনে দেখা যায়, রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিন নিশ্চিন্তাপুর সহ বিভিন্ন এলাকায় ভুট্টা চাষ হয়েছে।
নিশ্চিন্তাপুর গ্রামের কৃষক ওমর ফারুক জানান ,দক্ষিন ধানের চেয়ে ভুট্টা চাষে লাভ বেশি হচ্ছে । পানি ও কীটনাশক দেওয়া এবং পরিচর্যায় কৃষকেরা ব্যস্ত সময় পার করছেন। রোগবালাই তেমন ক্ষতি করতে পারেনি ফসলের। ফসলও গত বছরের তুলনায় ভালো হয়েছে। এ ফসল উৎপাদনে কৃষক ত্রিমুখীভাবে লাভবান হয়ে থাকেন। কেন না জ্বালানি হিসেবেও ব্যবহার করা যায় ভুট্টা ফল ব্যতিত বাকি অংশ। এছাড়া গো-খাদ্যের জন্যেও উপযুক্ত ভুট্টা গাছ। পুরুষের পাশাপাশি নারীদেরও কাজ করতে দেখা যায়।
দক্ষিন নিশ্চিন্তাপুর গ্রামের চাষী ওমর ফারুক গত মৌসুমে ১ বিঘা জমিতে ২৮ হাজার টাকা খরচে ভুট্টা চাষ করে ৫৫ হাজার টাকা বিক্রি করেন। গত বছর প্রতি মন ভুট্টা ৬৫০-৭০০ টাকায় বিক্রি করেছেন। বোরো ধান চাষের তুলনায় ভুট্টা চাষ বেশি লাভজনক হওয়ায় এ বছর আবারও তিনি ভুট্টা চাষ করেছেন। বোরো মৌসুমে ধান আবাদে খরচ এবং ঝুঁকি বেশি থাকায় এবার তিনি ভুট্টা চাষ করেছেন। তবে এ বছর তার দেখাদেখি অনেকেই ওই এলাকায় ভুট্টা চাষ করার উদ্যোগ নিচ্ছেন।
এছাড়া আরও কয়েকজন কৃষকদের সাথে কথা বলে জানা যায়, 'বোরো ধান আবাদে অনেক খরচ, অনেক ঝুঁকি। কিন্তু ভুট্টা আবাদে খরচ কম, লাভ বেশি। এলাকার যেসব জমিতে পূর্বে অন্যান্য ফসল চাষ করা হতো, এখন সেই সব জমিতে এবার ভুট্টা চাষ হচ্ছে।
রাঙ্গুনিয়া উপজেলা উপ-সহকারি কৃষি কর্মকর্তা মিটন দাস বলেন, 'ভুট্টা রবি মৌসুমের ফসল। সাধারণত অক্টোবর-নভেম্ভর মাসে ভুট্টা বীজ রোপন করা হয়। পতিত জমিতে অল্প সেচে ভুট্টা চাষ হয়। বাজারে ভুট্টার ব্যাপক চাহিদা থাকায় এ মূল্য ভাল থাকায় রাঙ্গুনিয়ায় ভুট্টার চাষ বাড়ছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষকদের ভুট্টা চাষে উদ্বুদ্ধ করতে কৃষি প্রযুক্তির পাশাপাশি বীজ, সারসহ যন্ত্রের সাহাজ্যে রোপণ,কর্তন ও মাড়াইয়ের ব্যবস্থা করেছে।
রাঙ্গুনিয়া উপজেলা ভারপ্রাপ্ত কৃষি কর্মকর্তা রুহুল আমিন বলেন, বোরো ধানের চেয়ে বেশি লাভজনক হওয়ায় এ অঞ্চলের কৃষকেরা ভুট্টা চাষে আগ্রহী হয়েছেন। এক বিঘা জমিতে ভুট্টার চাষ করতে প্রায় দুই হাজার টাকার বীজ লাগে। এ বছর ভুট্টা বিক্রি হচ্ছে গড় ৭০০ টাকা মণ দরে। সেই হিসাবে এক বিঘার ভুট্টায় পাওয়া যাচ্ছে ১৮ থেকে ২১ হাজার টাকার। অর্থাৎ বিঘায় ৮ থেকে ১০ হাজার টাকা লাভ থাকছে। ভুট্টা মার্চ-এপ্রিল মাসের মধ্যেই ঘরে চলে আসে। এতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ভুট্টা চাষে প্রয়োজনীয় প্রযুক্তিগত সহায়তা দিচ্ছে।
আমাদের ডেস্ক : : বাংলাদেশের আকাশ আজ দেশদ্রোহী, জুলুমবাজ,লুটেরা মাফিয়ার কালো মেঘে ছেয়ে গেছে। রাজনীতিকে ঢাল হিসেবে ...বিস্তারিত
আমাদের ডেস্ক : : চট্টগ্রাম ও ঢাকায় ১৫টি চেক প্রতারণার মামলায় ৯টিতে সাজাপ্রাপ্ত আসামি আবদুল হককে গ্রেফতার করেছে র&zw...বিস্তারিত
আমাদের ডেস্ক : : আদালতে আত্মসমর্পণ করেছেন টেকনাফ মডেল থানার বরখাস্ত হওয়া ওসি প্রদীপ কুমার দাশের স্ত্রী চুমকি কারণ...বিস্তারিত
আমাদের ডেস্ক : : চট্টগ্রাম বন্দর ভবনের সামনে নৌ-নিরাপত্তা সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় নিরাপদ ও দুর্ঘটনাম...বিস্তারিত
আমাদের ডেস্ক : : চট্টগ্রাম আকবর শাহ এলাকায় একটি মুরগির খাদ্যের গুদামে অগ্নিকাণ্ড ঘটেছে। শনিবার (২২ মে) সকাল ৯টার দি...বিস্তারিত
আমাদের ডেস্ক : : দেশের প্রধান সমুদ্রবন্দর চট্টগ্রামে কনটেইনার ওঠানামার সরঞ্জামের বহরে যুক্ত হলো আরও দুটি কী গ্যা...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2023 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited