শিরোনাম
স্পোর্টস ডেস্ক | ০৫:২৯ পিএম, ২০২২-০২-০২
লিওনেল মেসিকে টপকে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড গড়লেন উরুগুয়ের ফরোয়ার্ড লুইস সুয়ারেস। মূলত মেসির বিশ্রামের সুযোগেই শীর্ষস্থান দখল করলেন এই তারকা।
কোভিড থেকে সেরে ওঠা লিওনেল মেসিকে ধকল কাটিয়ে উঠতে যথেষ্ট সময় দিতে এবং পিএসজির অনুরোধে তাকে বাছাইয়ের এই পর্বের দুই ম্যাচে দলে রাখেননি স্কালোনি। আর এই সুযোগ দারুণভাবে কাজে লাগিয়েছেন সুয়ারেস।
বিশ্বকাপ বাছাইপর্বের শেষ দুই ম্যাচে দুই গোল করে সুয়ারেস টপকে গেছেন মেসিকে। বিশ্বকাপ বাছাইপর্বে ৫৮ ম্যাচে লিওনেল মেসির গোল সংখ্যা ২৭টি, যা ছিল লাতিন অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের সর্বোচ্চ।
গত শুক্রবার প্যারাগুয়ের বিপক্ষে গোল করে মেসির সমান ২৭ গোল স্পর্শ করেন সুয়ারেস। আর বুধবার ভোরে ভেনেজুয়েলার বিপক্ষে পেনাল্টি থেকে গোল করে ছাড়িয়ে যান সাত বারের ব্যালন ডি'অর জেতা লিওনেল মেসিকে।
এই ২৮ গোল করতে লুইস সুয়ারেস খেলেছেন ৬০টি ম্যাচ।
তবে সব মিলিয়ে বিশ্বকাপ বাছাইপর্বের ইতিহাসে সর্বোচ্চ গোলের রেকর্ডটা গড়তে অবশ্য আরো অনেক পথ পারি দিতে হবে সুয়ারেসকে। মধ্য আমেরিকান দল গুয়াতেমালার ফরোয়ার্ড কার্লোস রুইজ ৩৯ গোল নিয়ে আছেন তালিকার শীর্ষে।
উরুগুয়ের জার্সিতে এখন পর্যন্ত ১৩০টি ম্যাচ খেলেছেন এই ৩৫ বছর বয়সী ফরোয়ার্ড, করেছেন ৬৭টি গোল।
স্পোর্টস ডেস্ক : দুবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন তারা। আবার ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা বরাবরই বিশ্বের...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : শ্বাসরুদ্ধকর সেমিফাইনাল জিতে নারী হকি বিশ্বকাপের ফাইনালে উঠে গেছে আর্জেন্টিনা। জার্মানির বিপক্...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : অবশেষে সত্যি হলো গুঞ্জন। আনুষ্ঠানিকভাবে রবার্ট লেওয়ানডস্কিকে দলে নেওয়ার ঘোষণা দিলো স্প্যানিশ জ...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : নিউজিল্যান্ডের সংগ্রহ ৩৬০ রান। জবাবে ৩৫৯ রান করে ফেলেছিল আয়ারল্যান্ড। নিউজিল্যান্ডের জয় মাত্র ১ ...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : এক সময় জিম্বাবুয়েকে ধরা হতো ক্রিকেটকের অন্যতম পরামশক্তি। অ্যান্ডি ফ্লাওয়ার, গ্র্যান্ট ফ্লাওয়ার ...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : গত বছরের সেপ্টেম্বরে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে মাঠে নেমেছিল আর্জেন্টিনা ও ব্রাজিল। কিন্তু পাঁচ ম...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2023 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited