শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক | ০৯:১৬ পিএম, ২০২২-০২-০১
যুক্তরাষ্ট্রের এক সিনিয়র কর্মকর্তা সোমবার বলেছেন, ইরানের সাথে পরমাণু আলোচনার সময় ক্রমেই ফুরিয়ে যাচ্ছে এবং তিনি চুক্তির কাজকে এগিয়ে নিতে সহায়তার জন্য সরাসরি আলোচনার ব্যাপারে সম্মত হতে তেহরানের প্রতি আহ্বান জানিয়েছেন। খবর এএফপি’র। পরমাণু চুক্তির পটভূমি নিয়ে কথা বলার সময় ওই কর্মকর্তা বলেন, পরমাণু অস্ত্র তৈরির সক্ষমতা অর্জনের পথে ইরানের পরমাণু কর্মসূচি একেবারে ‘কাছাকাছি অবস্থানে’ পৌঁছে গিয়েছিল। আর এর মাত্র কয়েক সপ্তাহ আগে তেহরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিল করার বিনিময়ে তাদের এ পরমাণু কর্মসূচি বন্ধ রাখা হবে মর্মে তারা একটি চুক্তিতে উপনীত হয়। ওই কর্মকর্তা বলেন, ‘ইরান, যুক্তরাষ্ট্র, ব্রিটেন, চীন, ফ্রান্স, জার্মানি ও রাশিয়ার অংশগ্রহণে ২০১৫ সালের চুক্তি রক্ষার আলোচনায় সকল পক্ষের কতিপয় গুরুত্বপূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ করতে হবে বলে আমি মনেকরি।’
যুক্তরাষ্ট্র ও ইরানের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের উদ্দেশ্য বাস্তবায়নের লক্ষ্যে দ্রুত সমঝোতায় পৌঁছালে সকল পক্ষের জন্য যে কোন আলোচনার সন্তোসজনক পথ খুঁজে পাওয়া যাবে।’
সূচনালগ্ন থেকেই এ ব্যাপারে আমাদের দৃষ্টিভঙ্গি হচ্ছে যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা করতে ইরানের প্রস্তুতি থাকলে আমরা তেহরানের সাথে আলোচনা করতে প্রস্তুত রয়েছি।
ওই কর্মকর্তা বলেন, পরমাণু অস্ত্র তৈরির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যাপ্ত বিভাগী উপকরণ উৎপাদনের একেবারে কাছে পৌঁছেছে ইরানের পরমাণু সমৃদ্ধকরণ কর্মসূচি।
তিনি বলেন, উভয় পক্ষ সরাসরি আলোচনায় বসতে না পারলে এটি হবে ‘অত্যন্ত দু:খজনক।’ কেননা, এক্ষেত্রে অত্যন্ত প্রয়োজনীয় দ্রুত সিদ্ধান্ত গ্রহনের সময় ক্রমেই ফুরিয়ে যাচ্ছে।
আন্তর্জাতিক ডেস্ক : ডিপথেরিয়া রোগে আক্রান্ত হয়ে পাকিস্তানে ৩৯ জন শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থ...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন প্রথমবারের মতো তার মেয়েকে প্রকাশ্যে আনলেন। শুক্রবার (১৮ নভেম...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর ৭৪টি অস্ত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের অর্থনৈতিক মন্দা কাটিয়ে উঠতে দেশটিকে ৯০০ কোটি ডলার অর্থ সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে চী...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : সুদানের দক্ষিণ-পূর্ব ব্লু নাইল রাজ্যে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর দুটি গ্রুপের সংঘর্ষে অন্তত ৩৩ জন নিহত হয়...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : গ্রিসের উত্তরাঞ্চলের শহর কাভালার কাছে একটি কার্গো প্লেন বিধ্বস্ত হয়েছে বলে জানা গেছে। ইউক্রেনের ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2023 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited