শিরোনাম
স্পোর্টস ডেস্ক | ০১:৩৯ পিএম, ২০২২-০২-২৭
শুরুতেই ভুল করে বসলেন ব্রুনো ফার্নান্দেজ। ক্রিশ্চিয়ানো রোনালদোকে ফাঁকা জায়গায় দেখেও নিজে গোল করতে গিয়ে মিস করলেন। যাতে মেজাজ হারাতে দেখা গেলো পর্তুগিজ যুবরাজকে।
শনিবার রাতে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে এমন একের পর এক গোল মিসে হতাশ করেছে রালফ রাংনিকের শিষ্যরা। অবনমন অঞ্চলের দল ওয়াটফোর্ডের বিপক্ষে ঘরের মাঠে গোলশূন্য ড্র নিয়ে মাঠ ছেড়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যাচে ৬৮ শতাংশ বল দখলে রেখে মোট ২২টি শট নেয় ইউনাইটেড, যার মধ্যে মাত্র ৩টি ছিল লক্ষ্যে। অন্যদিকে ১০ শটের দুটি লক্ষ্যে রাখতে পারে ওয়াটফোর্ড।
রোনালদোর ভীষণ হতাশার একটি রাত কেটেছে। যদিও ম্যাচের ১২ মিনিটেই দলকে এগিয়ে নিতে পারতেন তিনি, যদি ফার্নান্দেজ বোকামি না করতেন।
সতীর্থের থ্রু বল ধরে বাঁ দিক থেকে বক্সের মধ্যে ঢুকে গিয়েছিলেন ফার্নান্দেজ। সামনে ছিলেন কেবল ওয়াটফোর্ড গোলরক্ষক বেন ফস্টার। যদি ডানদিকে থাকা রোনালদো পাসটা পেতেন, হয়তো সহজেই সেটা জালে জড়িয়ে দিতে পারতেন। কিন্তু নিজেই শট নিতে যান ফার্নান্দেজ এবং গোলরক্ষককে পরাস্ত করতে পারেননি। রোনালদোকে সঙ্গে সঙ্গেই চিৎকার করতে দেখা যায়। রাগে সতীর্থকে কিছু বলতে থাকেন তিনি।
ম্যাচজুড়ে এমন আটটি সুযোগ মিস করেছেন ফার্নান্দেজ। রোনালদোও খুলতে পারেননি গোলমুখ। কখনও উড়িয়ে মেরেছেন, কখনও পোস্টে লেগেছে বল, কখনওবা হয়েছে অফসাইড।
ম্যাচের চতুর্থ মিনিটেই এগিয়ে যেতে পারতো ইউনাইটেড, কিন্তু রোনালদোর শট লাগে পোস্টে। ষোড়শ মিনিটে আলেক্স তেলেসের পাসে কাছ থেকে রোনালদো জালে বল পাঠালেও অফসাইডের পতাকা তোলেন লাইন্সম্যান। ২৮তম মিনিটে রোনালদোর ক্রসে ডি-বক্সে ফার্নান্দেজের হেড উড়ে যায় ক্রসবারের ওপর দিয়ে। প্রথমার্ধে এমন বেশ কয়েকটি সুযোগ নষ্ট করেন ফার্নান্দেজ।
দ্বিতীয়ার্ধে ৬৬তম মিনিটে পগবার পাসে দুর্বল শট নেন রোনালদো। ৭২তম মিনিটে পর্তুগিজ তারকার হেড উড়ে যায় ক্রসবারের ওপর দিয়ে।
এরপার নির্ধারিত সময়ের এক মিনিট বাকি থাকতে বদলি নামা জেডন স্যানচোর বাঁকানো শট ক্রসবারের সামান্য ওপর দিয়ে গেলে আর গোল পাওয়া হয়নি ইউনাইটেডের।
এতে ২৭ ম্যাচে ১৩ জয় ও ৮ ড্রয়ে চতুর্থ স্থানে আছে ম্যানচেস্টার ইউনাইটেড। এক ম্যাচ কম খেলে ১৯ পয়েন্ট নিয়ে ১৯ নম্বরে ওয়াটফোর্ড।
দিনের আরেক ম্যাচে এভারটনের মাঠ থেকে ১-০ গোলের জয় নিয়ে ফিরেছে ম্যানচেস্টার সিটি। ব্যবধান গড়ে দেওয়া গোলটি করেন ফিল ফোডেন। ২৭ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে সিটিজেনরা।
স্পোর্টস ডেস্ক : দুবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন তারা। আবার ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা বরাবরই বিশ্বের...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : শ্বাসরুদ্ধকর সেমিফাইনাল জিতে নারী হকি বিশ্বকাপের ফাইনালে উঠে গেছে আর্জেন্টিনা। জার্মানির বিপক্...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : অবশেষে সত্যি হলো গুঞ্জন। আনুষ্ঠানিকভাবে রবার্ট লেওয়ানডস্কিকে দলে নেওয়ার ঘোষণা দিলো স্প্যানিশ জ...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : নিউজিল্যান্ডের সংগ্রহ ৩৬০ রান। জবাবে ৩৫৯ রান করে ফেলেছিল আয়ারল্যান্ড। নিউজিল্যান্ডের জয় মাত্র ১ ...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : এক সময় জিম্বাবুয়েকে ধরা হতো ক্রিকেটকের অন্যতম পরামশক্তি। অ্যান্ডি ফ্লাওয়ার, গ্র্যান্ট ফ্লাওয়ার ...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : গত বছরের সেপ্টেম্বরে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে মাঠে নেমেছিল আর্জেন্টিনা ও ব্রাজিল। কিন্তু পাঁচ ম...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2023 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited