শিরোনাম
স্পোর্টস ডেস্ক | ১১:৫৬ এএম, ২০২২-০১-১৫
ক্রিকেটে স্পিনারদের ক্ষেত্রে ডানহাতি-বাঁহাতি ম্যাচ আপ প্রায়ই দেখা যায়। অর্থাৎ ডানহাতি ব্যাটারদের বিপক্ষে বাঁহাতি স্পিন ও বাঁহাতি ব্যাটারদের বিপক্ষে ডানহাতি স্পিনের কার্যকরিতা তুলনামূলক বেশি। যে কারণে সাধারণত বাঁহাতি ব্যাটারে ভর্তি লাইনআপের বিপক্ষে ডানহাতি অফস্পিনার বেশি নিয়ে একাদশ সাজায় দলগুলো। এমনটা হওয়ার কারণে দেখা যায় মাঝেমধ্যেই বাঁহাতি স্পিনার বা ডানহাতি অফস্পিনারদের চ্যালেঞ্জের মুখে পড়তে হয়। তা এড়াতেই ইদানীং দেখা যাচ্ছে দুই হাতেই বল করতে পারা স্পিনার। এরই মধ্যে দুই হাতে স্পিন বোলিং করে আন্তর্জাতিক মঞ্চে আলোচিত হয়েছেন শ্রীলঙ্কার কামিন্দু মেন্ডিস।
এবার একই ঘটনার জন্ম দিলেন অস্ট্রেলিয়ান স্পিনার নিভেথন রাধাকৃষ্ণ। তবে আন্তর্জাতিক ক্রিকেটে নয়, যুব বিশ্বকাপের চলতি আসরে। শুক্রবার স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচে ডানহাতি অফস্পিন ও বাঁহাতি অর্থোডক্স বোলিং করে টক অব দ্য টাউনে পরিণত হয়েছেন রাধাকৃষ্ণ। শুধু দুই হাতে বোলিং করেই আলোচিত হননি তিনি, রীতিমতো ক্যারিবীয় ব্যাটিং লাইনআপকে গুঁড়িয়েও দিয়েছেন। মাত্র ১২ রানে ৩ উইকেট হারানোর পর চতুর্থ উইকেটে ৯৫ রানের জুটি গড়ে ফেলেছিল ওয়েস্ট ইন্ডিজ। ইনিংসের ২২তম ওভারে রাধাকৃষ্ণই ভাঙেন সেই জুটি।
এরপর ইনিংসের ২৮তম ও ৩২তম ওভারে সরাসরি বোল্ড করে দেন বাঁহাতি অ্যান্ডারসন মাহাস ও ডানহাতি জোহান লেইনকে। সবমিলিয়ে ১০ ওভারে ৪৮ রান খরচায় নেন ৩টি উইকেট। পরে ১৭০ রান তাড়ায় দলের দ্বিতীয় সর্বোচ্চ ৩১ রান আসে রাধাকৃষ্ণর ব্যাট থেকে। ভারতের তামিলনাড়ুতে জন্ম নেওয়া রাধাকৃষ্ণ ২০১৩ সালে মাত্র ১১ বছর বয়সে পরিবারের সঙ্গে পাড়ি জমান অস্ট্রেলিয়ায়। তবে এরই মধ্যে তামিলনাড়ু প্রিমিয়ার লিগে খেলেছেন দুই আসর। এমনকি সবশেষ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ক্রিকেটেও দিল্লি ক্যাপিট্যালসের সঙ্গে ছিলেন নেট বোলার হিসেবে।
দারুণ কার্যকর এই অলরাউন্ডার ২০১৯ সালে প্রথমবার সুযোগ পান অস্ট্রেলিয়া অনুর্ধ্ব-১৬ দলে। সে বছর দুবাই সফরের চার ম্যাচে ৭ উইকেট নিয়ে ছিলেন দলের সেরা বোলার। পাশাপাশি ব্যাট হাতেও করেছিলেন ১৪৫ রান। পরে অনূর্ধ্ব-১৭ দল ঘুরে এবার জায়গা করে নিয়েছেন যুব বিশ্বকাপের দলে। ২০২০ সালে নিউ সাউথ ওয়েলস প্রিমিয়ার লিগে ২০ উইকেট ও ৮৯৮ রান করে সবার নজর কাড়েন এ সব্যসাচী ক্রিকেটার। তাকে নিউ সাউথ ওয়েলসের মূল দলে খেলারও প্রস্তাব দেওয়া হয়। কিন্তু পরিবারসহ তাসমানিয়ায় চলে যাওয়ায় তাসমানিয়া দলের সঙ্গেই চুক্তিবদ্ধ হয়েছেন রাধাকৃষ্ণ।
স্পোর্টস ডেস্ক : একটি বাউন্সার সাকিব আল হাসানের হেলমেটে লাগানোর পরই যেন উজ্জীবিত হয়ে উঠেন আসিথা ফার্নান্ডো। ঠিক ন...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) আগামী মৌসুমে কিলিয়ান এমবাপেকে ক্লাবে রাখার আশা ছেড়ে দিয়েছে। তা...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : লিভারপুল হারলেই সব হিসেব নিকেশ শেষ হয়ে যেতো। এক ম্যাচ হাতে রেখে শিরোপা নিশ্চিত হয়ে যেতো ম্যানচেস্...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : চলতি চট্টগ্রাম টেস্টে বৃষ্টির পূর্বাভাস ছিল আগেই। তবু প্রথম তিনদিন কোন বাধা ছাড়াই মাঠে গড়িয়েছে খ...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : টেস্টে প্রত্যাবর্তনটা কি স্মরণীয় করে রাখতে যাচ্ছেন নাইম হাসান? দীর্ঘ ১৫ মাস পর টেস্ট দলে ফেরা এই অ...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ার ক্রিকেট তারকা ও দুইবারের বিশ্বকাপজয়ী অ্যান্ড্রু সাইমন্ডস গাড়ি দুর্ঘটনায় নিহত ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2022 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited