শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০২:৩৬ এএম, ২০২১-০৪-০৩
মোহাম্মদ জহির উদ্দিন
(২ এপ্রিল) শুক্রবার বিকাল চারটার দৃশ্য। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের কলাতলী বীচ পয়েন্টে।
বালিয়াড়িতে নেমে অবাক হলাম পুরো সৈকতে পর্যটক তো দূরের কথা স্থানীয়দেরও চোখে পড়েনি। শুধুই কয়েকজন পুলিশ ছাড়া। একেবারেই ফাঁকা। সৈকতে নামার একাধিক প্রবেশপথে কড়া পাহারা বসিয়েছে ট্যুরিস্ট পুলিশসহ আইনশৃংখলা বাহিনী। একারণে ভ্রমণে আসা কোন পযর্টক সৈকতে নামতে পারেনি।
হায়রে করোনা !
এই নির্জন সৈকতের তীরে আবার ফিরে আসবে ডলফিন। আনন্দে নাচানাচি করবে ওরা। তীর ছোঁয়া পানিতে দেখা মিলবে মাছের ঝাঁক। বালুচরে নতুন করে ছড়াবে সাগর লতা। প্রকৃতি আবার নতুন করে সাজবে। ঠিক গেল বছরের মতোই।
নীরব ঘাতক করোনা শ্রেণিপেশার মানুষের জীবনটা বিষিয়ে তুলেছে।
২০২০ সালের মার্চে যখন করোনা সংক্রমণ বেড়ে যাচ্ছিল, তখনও সৈকতের পরিবেশ ছিল ঠিক এরকম ফাঁকা পযর্টক শূন্য।
মরণঘাতি করোনা সংক্রমণ রোধে তখন জেলা প্রশাসন ১৭ মার্চ থেকে ১৮ আগস্ট পযর্ন্ত টানা পাঁচ মাস সৈকতে পযর্টক নামা নিষিদ্ধ করেছিল।
এরপরের অবস্থা সবার জানা। গত মার্চে কক্সবাজার সৈকতের নোলা জলে গা ভাসাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে এসেছেন অন্তত ২০ লাখ পযর্টক। যে কারণে কক্সবাজারেও সংক্রমণ বাড়ছে আশঙ্কাজনক হারে। এপযর্ন্ত করোনায় কক্সবাজারে মারা গেছেন ৮৩ জন।
দ্বিতীয় ধাপে দেশজুড়ে করোনা সংক্রমণ এবং মৃত্যু দুটোই সমানতালে বেড়েই চলেছে। গত ২৪ ঘন্টায় দেশে করোনা শনাক্ত হয়েছে ৬ হাজার ৮৩০ জনের।একদিনে মারা গেছেন ৫০ জন। ভয়াবহ অবস্থা।
এই পরিস্থিতিতে বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকতসহ কক্সবাজারের সকল বিনোদন কেন্দ্রসমূহ বন্ধ ঘোষণার বিকল্প ছিলনা।
এখন সবার উচিত, স্বাস্থ্যবিধি পুরোপুরি অনুসরণ করা। অন্যজনকে মেনে চলতে উৎসাহিত করা।
ট্যুরিস্ট পুলিশ জানায়, করোনা ভাইরাস মোকাবিলায় কঠোর অবস্থানে রয়েছে কক্সবাজার টুরিস্ট পুলিশ। মাইকিংয়ের পাশাপাশি সমুদ্র সৈকতে লোকসমাগম যাতে হতে না পারে, সেজন্য টুরিস্ট পুলিশের সদস্যরা কাজ করছে।
তারা আরও জানায়, বৃহস্পতিবার মধ্যরাত থেকে পর্যটক সৈকতে নামলেও নিষেধাজ্ঞা আরোপের পর বিশেষ করে শুক্রবারা সকাল থেকে সমুদ্র সৈকত পুরোটাই ফাঁকা হয়ে গেছে।
সুব্রত আপন, স্টাফ রিপোর্টার: : আমাদের দেশে যারা সড়কপথে চলাচল করেন, বলা চলে জীবনের ঝুঁকি নিয়েই তারা তা করে থাকেন। সড়ক যেন এখন মরণ ফা...বিস্তারিত
টেকনাফ প্রতিনিধি : : কক্সবাজারের টেকনাফের নাফ নদে এক জেলের বড়শিতে ধরা পড়েছে বড়শি দিয়ে বড় আকারের এক জোড়া কোরাল। ৩০ কেজ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা সমুদ্র জয় করেছি। এটা আমাদের বিশাল অর্জন। তাই সমুদ্র পরিষ্কার ...বিস্তারিত
রামু প্রতিনিধি :: : কক্সবাজারের রামুতে পিকআপের তেলের ট্যাংকে অভিনব কায়দায় রাখা ৩৯ হাজার পিস ইয়াবা জব্দ করেছে গোয়েন্...বিস্তারিত
চকরিয়া প্রতিনিধি: : কক্সবাজারের চকরিয়ায় বনের জমি দখল-বেদখল নিয়ে ডাকাত দলের দু'পক্ষের সংঘর্ষ হয়েছে। এতে আমির হোসেন (৪...বিস্তারিত
উখিয়া প্রতিনিধি : কক্সবাজারের উখিয়া থেকে এক লাখ ৭০ হাজার পিস ইয়াবাসহ তিন কারবারিকে আটক করেছে র্যাব। রোববার (২২ মে) ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2023 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited