শিরোনাম
বিনোদন ডেস্ক | ১২:০১ পিএম, ২০২১-১২-১২
আমরা সবাই কম বেশি মুখের যত্ন নেই। তবে ঘাড়, গলা হাত, পুরো শরীর পার হয়ে পা পর্যন্ত অনেকেরই যত্নে নেওয়া হয়ে ওঠে না। যার ফলাফলও ভোগ করতে হয় আমাদের। যেমন শীতে পায়ের গোড়ালি ফাঁটা একটি কমন সমস্যা। এছাড়াও এ সময় ত্বক রুক্ষ ও ত্বকে মরা কোষ বেশি দেখা যায়। তাই পায়েরও নিয়মিত যত্নের প্রয়োজন। ঘরে বসেই নিতে পারেন পায়ের যত্ন ও পেডিকিওর স্পা। পেডিকিওর
বেশ কয়েক হাজার বছর আগে সুদূর চীনে পেডিকিওরের যাত্রা শুরু হয়। পায়ের ও নখের রোগ নিমূর্ল ছিল এর প্রধান উদ্দেশ্য। তবে বর্তমানে পেডিকিওর সৌন্দর্যচর্চার অপরিহার্য অংশ। সপ্তাহে অন্তত একদিন পেডিকিওর করুন। পেডিকিওরের ফলে পায়ের রুক্ষতা কমে কোমলতা ফিরে আসবে।
যা যা লাগবে
• কটন বল ও নেইলপলিশ রিমুভার
• নেইল ফাইলার
• কিউটিকল ও নেইল কাটার
• শ্যাম্পু
• পিউমিক স্টোন ও ব্রাশ
• পেডিকিওর মাস্ক
• ময়েশ্চারাইজার
• নেইল পলিশ
• অলিভ অয়েল
• লবণ
• তোয়ালে
• প্লাস্টিকের বোল
প্রথমে নেইল পলিশ রিমুভার ও কটন বলের সাহায্যে পায়ের নখের নেইল পলিশ তুলুন। এবার অলিভ অয়েল হালকা গরম করে পায়ে ও নখে ম্যাসাজ করুন। এতে পায়ের মরা কোষ ও নখের চারপাশের সাদা চামড়া নরম হবে। প্লাস্টিকের বোলে কুসুম গরম পানিতে শ্যাম্পু ও লবণ মেশান। ১৫ থেকে ২০ মিনিট এই পানিতে পা ভিজিয়ে রাখুন। এবার পায়ের নখ, আঙ্গুল ও গোড়ালি লবণ দিয়ে ম্যাসাজ করুন। এতে মরা চামড়া পরিষ্কার হবে। গোড়ালিতে ও ফাটা জায়গায় একটু বেশি পরিমাণ লবণ দিয়ে ম্যাসাজ করুন। এতে পায়ের কোমলতা ফিরে আসবে। এবার পানি থেকে পা তুলে নেইলকাটার দিয়ে পায়ের নখ কেটে পছন্দের শেপ দিন। ফাইলার দিয়ে নখ ফাইল করুন। কিউটিকল দিয়ে নখের চারপাশের ময়লা তুলে ফেলুন। এরপর আবার পা পানিতে ৫ থেকে ১০ মিনিট ভিজিয়ে রাখুন। এরপর ব্রাশ দিয়ে নখ ও পা ঘষতে থাকুন। পিউমিস স্টোন দিয়ে গোড়ালি পরিষ্কার করুন। এভাবে সব ডেথ সেল ও ময়লা উঠে আসবে। এবার ঠাণ্ডা পানিতে পা ধুয়ে ফেলুন। এবার পায়ে যে কোনো ভেষজ মাস্ক লাগান। সবশেষে পায়ে ময়েশ্চারাইজার লাগান। নখে প্রথমে বেস কোট দিন তারপর পছন্দসই নেইলপলিশ লাগান ও সবশেষে টপ কোট লাগান। প্রতিটি কোট এর মাঝে ৫ মিনিট সময় নিন।পায়ের জন্য মাস্ক এ চা চামচ আমন্ড অয়েল, এক চা চামচ মধু, পাকা কলা দিয়ে মাস্ক তৈরি করে পায়ে লাগান। এছাড়াও পায়ের উজ্জ্বলতা বাড়াতে সারারাত দুধে ওটমিল ভিজিয়ে সকালে দুধসহ ওটমিল ব্লেন্ড করে তাতে সামান্য কাঁচা হলুদ মিশিয়ে পায়ে লাগান। শুকিয়ে আসা পর্যন্ত ম্যাসাজ করুন। এরপর ধুয়ে ফেলুন। ময়েশ্চারাইজার মুখ ও হাতের মতো পায়েরও চাই ময়েশ্চারাইজার। এই শীতে ভেষজ উপায়ে ময়েশ্চারাইজ করুন। পায়ে যে কোনও উদ্ভিজ্জ তেল যেমন অলিভ অয়েল, বাদাম তেল, জোজোবা বা ল্যাভেন্ডার অয়েল ব্যবহার করুন। গোসলের আগে পায়ে দুধে গোলাপজল মিশিয়ে ম্যাসাজ করতে পারেন। এছাড়াও মধু ম্যাসাজ করে ১৫ মিনিট পর গোসল করে ফেলুন। এতে ত্বক কোমল হয়ে উঠবে ও জেল্লা ছড়াবে।
বিনোদন ডেস্ক : যুক্তরাষ্ট্রে একটি কনসার্টে অংশ নিতে গিয়ে গেল বৃহস্পতিবার (২৫ জুলাই) ভোরে প্রয়াত হয়েছেন জনপ্রিয় ব...বিস্তারিত
বিনোদন ডেস্ক : যুক্তরাষ্ট্রে একটি কনসার্টে অংশ নিতে গিয়ে গেল বৃহস্পতিবার (২৫ জুলাই) ভোরে প্রয়াত হয়েছেন জনপ্রিয় ব...বিস্তারিত
বিনোদন ডেস্ক : চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় নির্মিত হয়েছে ঈদের বিশেষ নাটক ‘চাটগাইয়া গোলমাল’। চট্টগ্রাম শহরের ব...বিস্তারিত
বিনোদন ডেস্ক : হলিউড গায়ক জাস্টিন বিবার। জনপ্রিয় এ গায়ক এক জটিল ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি ঠিকমতো কথা বলতে পা...বিস্তারিত
বিনোদন ডেস্ক : বিয়ে করলেন ‘ডনগিরি’ ছবির নায়িকা এমিয়া এমি। রোববার (২২ মে) সন্ধ্যায় রাজধানীর একটি কাজি অফিসে কাছ...বিস্তারিত
বিনোদন ডেস্ক : প্রচলিত রীতি অনুযায়ী সাত নয়, বরং চার পাক নিয়ে বিয়ে করেছেন আলিয়া ভাট ও রণবীর কাপুর। সর্বভারতীয় একটি ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2024 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited