শিরোনাম
স্পোর্টস ডেস্ক | ০২:৫৮ পিএম, ২০২১-১২-১১
দ্বিতীয় ইনিংসে জয়ের জন্য প্রয়োজন মাত্র ২০ রান। খুব সহজ লক্ষ্য। ব্যাট করার জন্য প্রস্তুতি নিচ্ছেন মার্কাস হ্যারিস। কিন্তু কী আশ্চর্য! ডেভিড ওয়ার্নার কোথায়? আশ-পাশ খুঁজেও পাওয়া যাচ্ছিল না ওয়ার্নারকে। ড্রেসিং রুমে ছিলেন না তিনি তখন। অগত্যা বাধ্য হয়ে প্রথম ইনিংসে ৭ নম্বরে ব্যাট করা উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারেকে ব্যাট করতে পাঠিয়ে দিলো অস্ট্রেলিয়া। যদিও মাত্র ৯ রান করে, দলীয় ১৬ রানের সময় আউট হয়ে যান ক্যারে। না হয়, অস্ট্রেলিয়ার জয়টা হতে পারতো ১০ উইকেটের। অ্যালেক্স ক্যারে যখন আউট হন, তখনও খুঁজে পাওয়া যাচ্ছিল না ওয়ার্নারকে। তিনি হয়তো ভেবেছিলেন, আর ব্যাট করতে নামতে হবে না। পরে যখন প্রয়োজন ২০ রান, তখন হয়তো আর গুরুত্ব দেননি ব্যাট করতে নামাকে। যে কারণে হয়তো কাউকে না জানিয়ে বিশ্রাম নিচ্ছিলেন তিনি। তিন নম্বর ব্যাটার হিসেবে ওয়ার্নারকে না পেয়ে মার্নাস ল্যাবুশানেকেই মাঠে নামানো হয়। শেষ পর্যন্ত ল্যাবুশানে আর মার্কাস হ্যারিস মিলেই জয় নিয়ে মাঠ ছাড়েন। কিন্তু ওয়ার্নার কোথায় ছিলেন? সবার কৌতুহলী প্রশ্ন। আবার কেউ কেউ শঙ্কায় ছিলেন, হয়তো বা ইনজুরিতে পড়েছেন তিনি। ম্যাচ শেষে অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্সকে এ নিয়ে প্রশ্ন করা হলে, হাসতে হাসতেই আসল তথ্যটা জানান তিনি। ওয়ার্নারের চোট রয়েছে কি না জানতে চাইলে কামিন্স মজা করে বলেন, ‘যখন আমাদের ২০ রান দরকার ছিল, তখন হঠাৎ দেখলাম সেন নেই। পুরো স্টেডিয়ামে খুঁজেও ওকে পাওয়া যায়নি।’ এরপর সবাইকে আশ্বস্ত করে কামিন্স বলেন, ‘সে একদম ঠিক আছে। আমরা ঝুঁকি নিতে চাইনি। অ্যাডিলেডে সে খেলবে।’ মূলতঃ ইনজুরি শঙ্কা থাকার কারণেই অস্ট্রেলিয়া টিম ম্যানেজমেন্ট ব্যাট করার জন্য আর ওয়ার্নারকে আর মাঠে নামায়নি। নারী কেলেঙ্কারির কারণে টিম পেইন দায়িত্ব থেকে সরে যাওয়ায় হঠাৎ নেতৃত্বের দায়িত্ব বর্তেছে কামিন্সের কাঁধে। তাও অ্যাশেজের মতো কঠিন সিরিজের ঠিক আগ মুহূর্তে। এ অবস্থায় ইংল্যান্ডকে উড়িয়ে দেওয়া নিয়ে কামিন্স বলেন, ‘দারুণ উপভোগ করলাম। শুরু থেকে সব ঠিকঠাক হয়েছে। টস থেকে শুরু করে সব কিছু। প্রথম দিন মেঘলা আবহাওয়ায় উইকেট একটু ভেজা ছিল। আমাদের বোলাররা সহায্য পেয়েছে। দ্বিতীয় দিন আমরা যখন ব্যাট করতে নামলাম, তখন আবার পরিষ্কার আকাশ। কেউ বোধ হয় আমার প্রতি সদয় ছিলেন।’ দলের পারফরম্যান্স নিয়ে কামিন্স বলেন, ‘সত্যিকারের পরিপূর্ণ পারফরম্যান্স। প্রথম দিন বোলাররা নিজেদের উজাড় করে দিয়েছে। তরপর ল্যাবুশেন-ওয়ার্নারের বড় জুটি। তারপর যে ভাবে ট্রাভিস হেড খেলল। ওর উজ্জ্বল ভবিষ্যৎ।’
স্পোর্টস ডেস্ক : দুবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন তারা। আবার ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা বরাবরই বিশ্বের...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : শ্বাসরুদ্ধকর সেমিফাইনাল জিতে নারী হকি বিশ্বকাপের ফাইনালে উঠে গেছে আর্জেন্টিনা। জার্মানির বিপক্...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : অবশেষে সত্যি হলো গুঞ্জন। আনুষ্ঠানিকভাবে রবার্ট লেওয়ানডস্কিকে দলে নেওয়ার ঘোষণা দিলো স্প্যানিশ জ...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : নিউজিল্যান্ডের সংগ্রহ ৩৬০ রান। জবাবে ৩৫৯ রান করে ফেলেছিল আয়ারল্যান্ড। নিউজিল্যান্ডের জয় মাত্র ১ ...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : এক সময় জিম্বাবুয়েকে ধরা হতো ক্রিকেটকের অন্যতম পরামশক্তি। অ্যান্ডি ফ্লাওয়ার, গ্র্যান্ট ফ্লাওয়ার ...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : গত বছরের সেপ্টেম্বরে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে মাঠে নেমেছিল আর্জেন্টিনা ও ব্রাজিল। কিন্তু পাঁচ ম...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2023 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited