শিরোনাম
আমাদের ডেস্ক : | ০৮:৫১ পিএম, ২০২১-১১-১০
হাটহাজারী পৌরসভা এলাকায় ৬টি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জন দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে রুহান নামের ৬ মাস বয়সী এক শিশু মারা গেছে। অগ্নিদগ্ধরা হলেন- ছেনুয়ারা বেগম (৬৫), লাকী আক্তার (৩৫), কালু মিয়া (১৮), আনোয়ারা খাতুন (৪৫) ও বৃষ্টি (৬)। তারা সবাই চমেক হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন। বুধবার (১০ নভেম্বর) ভোর ৪টার দিকে পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের রঙ্গীপাড়ার ফজল হক সওদাগরের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। রাস্তা ছোট হওয়ায় ফায়ার সার্ভিসের টিমকে বেগ পেতে হয় আগুন নেভাতে। ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা দিয়েছেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিদুল আলম। জানা গেছে, বুধবার ভোরে পৌরসভার ফজল হক সওদাগর বাড়ির আবু তাহেরের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে সেখান থেকে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। পরে আশপাশের আরও ৬ বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে হাটহাজারী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে ৩ ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনলেও সব পুড়ে ছাই হয়ে যায়। হাটহাজারী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. শাহজাহান জানান, খবর পেয়ে আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় ৩ ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনি। ঘটনাস্থলে যাতায়াতের রাস্তা অনেক ছোট তাই দ্রুত পদক্ষেপ নিতে কষ্ট হয়েছে। তারপরেও আমরা চেষ্টা করেছি। অগ্নিকাণ্ডের সূত্রপাত কোথায় থেকে হয়েছে সেটি তদন্ত সাপেক্ষে বলতে পারবো। এদিকে, অগ্নিকাণ্ডের খবর পেয়ে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহিদুল আলম ঘটনাস্থল পরিদর্শন করেন। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৬ পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দুই বান্ডিল টিন, ৬ হাজার টাকা, ৫টি করে কম্বল ও খাদ্যসাসগ্রী বিতরণ করা হয়। অগ্নিদগ্ধ হয়ে মারা যাওয়া রুহানের দাফনের জন্য ২০ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। ইউএনও শাহিদুল আলম বলেন, খবর পেয়েই আমি ঘটনাস্থলে যাই। ক্ষতিগ্রস্ত পরিবারকে উপজেলা প্রশাসন ও জেলা প্রশাসনের পক্ষ থেকে সহায়তা দেওয়া হয়েছে।
আমাদের ডেস্ক : : বাংলাদেশের আকাশ আজ দেশদ্রোহী, জুলুমবাজ,লুটেরা মাফিয়ার কালো মেঘে ছেয়ে গেছে। রাজনীতিকে ঢাল হিসেবে ...বিস্তারিত
আমাদের ডেস্ক : : চট্টগ্রাম ও ঢাকায় ১৫টি চেক প্রতারণার মামলায় ৯টিতে সাজাপ্রাপ্ত আসামি আবদুল হককে গ্রেফতার করেছে র&zw...বিস্তারিত
আমাদের ডেস্ক : : আদালতে আত্মসমর্পণ করেছেন টেকনাফ মডেল থানার বরখাস্ত হওয়া ওসি প্রদীপ কুমার দাশের স্ত্রী চুমকি কারণ...বিস্তারিত
আমাদের ডেস্ক : : চট্টগ্রাম বন্দর ভবনের সামনে নৌ-নিরাপত্তা সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় নিরাপদ ও দুর্ঘটনাম...বিস্তারিত
আমাদের ডেস্ক : : চট্টগ্রাম আকবর শাহ এলাকায় একটি মুরগির খাদ্যের গুদামে অগ্নিকাণ্ড ঘটেছে। শনিবার (২২ মে) সকাল ৯টার দি...বিস্তারিত
আমাদের ডেস্ক : : দেশের প্রধান সমুদ্রবন্দর চট্টগ্রামে কনটেইনার ওঠানামার সরঞ্জামের বহরে যুক্ত হলো আরও দুটি কী গ্যা...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2023 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited