শিরোনাম
আমাদের ডেস্ক : | ০৫:৫৬ পিএম, ২০২১-১১-০৯
নগরের পাঁচতারকা হোটেল রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউর মেজবান হলে বৃহস্পতিবার (১১ নভেম্বর) শুরু হচ্ছে পঞ্চম দ্য গ্র্যান্ড ওয়েডিং এক্সপো। প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত চলবে। রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউ আয়োজিত ওয়েডিং এক্সপোর তত্ত্বাবধানে রয়েছে ভায়োলেট ইনকরপোরেশন। ওই দিন সকাল ১১টায় এক্সপোর উদ্বোধন করবেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী ও রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউর সিইও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল হাসেম। ওয়েডিং এক্সপার্টস কনসালটেন্সি ফার্ম, ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি, মেকআপ, নবদম্পতির ঘর সাজানোর ফার্নিচার, স্বনামধন্য ডিজাইনারদের পোশাক প্রদর্শনী, ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান, ক্যাটারিং সার্ভিস, মধুচন্দ্রিমার প্যাকেজ থাকবে এক্সপোতে। মঙ্গলবার (৯ নভেম্বর) বিকেলে মিট দ্য প্রেস অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়। রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউর সিইও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল হাসেম বলেন, মানব সভ্যতাকে ক্ষতিগ্রস্ত করেছে করোনা। ট্রাভেল, হোটেল, পর্যটন খাত বেশি ক্ষতির মুখে পড়েছে। এখন ঘুরে দাঁড়াচ্ছে এসব খাত। তিনি বলেন, মেজবান, বিয়ে থেকে শুরু করে সেমিনার, বিজনেস মিটিং সবই হচ্ছে রেডিসনে। আমাদের সেবা ও আতিথেয়তার সুনাম ছড়িয়ে পড়ছে। আশাকরি, চট্টগ্রামবাসীর অংশগ্রহণে অতীতের মতো এবারের ওয়েডিং এক্সপোও সাকসেসফুল হবে। ভায়োলেট ইনকরপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক এবিএম খালেদ মাহমুদ বলেন, বিয়ের সব আয়োজন এক ছাদের নিচে আনতে এ ওয়েডিং এক্সপো। আমাদের সব স্পন্সর ও পার্টনারদের প্রতি কৃতজ্ঞতা জানাই। এসময় বক্তব্য দেন রেডিসনের ভারপ্রাপ্ত ব্যবস্থাপক জামির উদ্দিন কুরাইশি, কাসাব্লাংকার অপারেশন ডিরেক্টর টুলু উস শামস, ইনভেনটিভ চিটাগাং ইভেন্ট ম্যানেজমেন্টের সিইও কাজী জয়নাল, এমঅ্যান্ডএমের সিইও মানজুমা মোরশেদ প্রমুখ। সঞ্চালনা করেন রেডিসনের পাবলিক রিলেশন ম্যানেজার রাহফাত সালমান।
আমাদের ডেস্ক : : বাংলাদেশের আকাশ আজ দেশদ্রোহী, জুলুমবাজ,লুটেরা মাফিয়ার কালো মেঘে ছেয়ে গেছে। রাজনীতিকে ঢাল হিসেবে ...বিস্তারিত
আমাদের ডেস্ক : : চট্টগ্রাম ও ঢাকায় ১৫টি চেক প্রতারণার মামলায় ৯টিতে সাজাপ্রাপ্ত আসামি আবদুল হককে গ্রেফতার করেছে র&zw...বিস্তারিত
আমাদের ডেস্ক : : আদালতে আত্মসমর্পণ করেছেন টেকনাফ মডেল থানার বরখাস্ত হওয়া ওসি প্রদীপ কুমার দাশের স্ত্রী চুমকি কারণ...বিস্তারিত
আমাদের ডেস্ক : : চট্টগ্রাম বন্দর ভবনের সামনে নৌ-নিরাপত্তা সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় নিরাপদ ও দুর্ঘটনাম...বিস্তারিত
আমাদের ডেস্ক : : চট্টগ্রাম আকবর শাহ এলাকায় একটি মুরগির খাদ্যের গুদামে অগ্নিকাণ্ড ঘটেছে। শনিবার (২২ মে) সকাল ৯টার দি...বিস্তারিত
আমাদের ডেস্ক : : দেশের প্রধান সমুদ্রবন্দর চট্টগ্রামে কনটেইনার ওঠানামার সরঞ্জামের বহরে যুক্ত হলো আরও দুটি কী গ্যা...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2023 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited