শিরোনাম
শহিদুল করিম শহিদ, কক্সবাজার : | ১০:৫৬ পিএম, ২০২১-০৯-২৯
কক্সবাজার সদরের পিএমখালীর সন্ত্রাসী আপেলের ছুরিকাঘাতে নুরুল আমিন (২২) নামে এক যুবক গুরুতর আহত হয়েছে।
বর্তমানে গুরুতর আহত অবস্থায় নুরুল আমিন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
জানা যায়, পিএমখালী ইউনিয়নের তোতকখালী ৩ নং ওয়ার্ডের ১৭ কাটা এলাকার মৃত ওমর মিয়ার পুত্র নুরুল আমিন (২২) শুক্রবার ২৪ সেপ্টেম্বর রাত সাড়ে নয়টায় নিজ বাসস্থানে ফেরার পথে
একই এলাকা মামুন মুন্সির পুত্র আপেল প্রকাশ সন্ত্রাসী আপেলের নেতৃত্বে অজ্ঞাত নামা একদল সন্ত্রাসী অস্ত্র সজ্জিত হয়ে হত্যার উদ্দেশ্যে নুরুল আমিনকে উপর্যুপরি ছুরিকাঘাত করে জঙ্গলে ফেলে যায়।
পরবর্তীতে এ ঘটনা জানাজানি হলে এলাকাবাসী নুরুল আমিনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে,
কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করে।
হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক রোগীর অবস্থা আশঙ্কাজনক দেখে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার দেন।
এ ঘটনায় স্থানীয় ইউপি মেম্বার তাজউদ্দীন তাজমহল সিকদার জানান, এলাকার মামুন মুন্সির পুত্র আপেল প্রকাশ সন্ত্রাসী আপেল অর্ধ ডজন মামলার আসামী । সে এলাকায় চিহ্নিত সন্ত্রাসী, তারা সঙ্ঘবদ্ধ হয়ে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে শুরু করে ইয়াবা ব্যবসা, ইয়াবা সেবন, এলাকার শান্তিশৃঙ্খলা বিনষ্ট করছে। গুরুতর আহত নুরুল আমিন একজন ভাল ঘরের সন্তান তিনি অত্যন্ত ভদ্র নম্র চরিত্রের অধিকারী। এলাকাবাসী অত্যন্ত মর্মাহত।
এ ঘটনায় জড়িত চিহ্নিত সন্ত্রাসীদের বিরুদ্ধে আইন প্রয়োগকারী সংস্থার সরাসরি হস্তক্ষেপ কামনা করেন তিনি।
গুরুতর আহত নুরুল আমিনের আত্মীয় চট্টগ্রামের মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নুরুল আমিনের শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বর্তমানে দৈনিক দুই ব্যাগ করে ব্লাড সার্ভিস দিতে হচ্ছে। অনেক বিলাসবহুল চিকিৎসা সামলাতে রীতিমতো হিমশিম খাচ্ছে তার পরিবার।
তিনি আরো বলেন, বর্তমানে গুরুতর আহত নুরুল আমিনের সাথে চট্টগ্রাম হাসপাতাল আছেন। তবে এই ন্যাক্কারজনক ঘটনায় জড়িত সন্ত্রাসীদের বিরুদ্ধে সদর মডেল থানায় এজাহার দায়ের করবেন বলে জানান আহতের অভিভাবক।
এদিকে কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ বলেন, ভিকটিমের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ বা এজাহার পায়নি। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান।
টেকনাফ প্রতিনিধি : : টেকনাফে ২৪০ লিটার সয়াবিন তেল ও ২০০ কেজি চিনি অবৈধভাবে মজুতের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় নুর কবির (২...বিস্তারিত
টেকনাফ প্রতিনিধি : : কক্সবাজারের টেকনাফে অস্ত্র ও হত্যা মামলার দুই রোহিঙ্গা আসামিকে গ্রেফতার করেছেন আর্মড পুলিশ ব্যা...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : করোনা মহামারিতে দুই বছর বন্ধ থাকার পর উৎসাহ-উদ্দীপনা আর বিশৃঙ্খলার মধ্য দিয়ে শেষ হয়েছে ঐতিহ্যবাহ...বিস্তারিত
টেকনাফ প্রতিনিধি : : নাফ নদীতে অভিযান চালিয়ে এক কেজি ক্রিস্টাল মেথ (আইস) ও ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে টেকনাফ ব্যাটা...বিস্তারিত
টেকনাফ প্রতিনিধি : : কক্সবাজারের টেকনাফ থেকে অপহৃত শফিকুল আলমকে (৪২) উদ্ধার করেছে র্যাব। সোমবার (২৫ এপ্রিল) নোয়াখালীপ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার সরকারি কলেজের সামনে চলমান উন্নয়ন কাজের পাশে মাটি ফাটলের ভেতর থেকে হঠাৎ আগুনের লাভার মত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2022 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited