শিরোনাম
চকরিয়া প্রতিনিধি: | ০১:১৫ এএম, ২০২১-০৭-৩১
কক্সবাজারের পেকুয়ায় উপজেলা প্রশাসনসহ বিভিন্ন জনের উদ্দ্যোগে পানিবন্ধি মানুষের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১১টায় মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসাবে পানিবন্ধি মানুষের মাঝে শুকনো খাবার বিতরণ করেছে উপজেলা প্রশাসন।
গত কয়েকদিনের ভারী বর্ষনে পানির নিচে তলিয়ে যাওয়া এলাকা পরিদর্শনে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোতাছেম বিল্লাহ। ওইদিন তিনি উপজেলার তিনটি ইউনিয়নের পানিবন্ধি মানুষের মাঝে ওইসব শুকনো খাবার বিতরণ করেছন। ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের অর্থায়নে প্রধানমন্ত্রীর পক্ষে উপজেলা প্রশাসন ২১০০শত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী তুলে দেন। পেকুয়া সদর ৩০০ পরিবার শিলখালী ইউনিয়ন ১১০০ ও বারবাকিয়ায় ৬০০ পরিবারের মাঝে এসব ত্রাণ বিতরণ করা হয় ।
বৃষ্টি উপেক্ষা করে ত্রাণ বিতরণের সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আসিফ আল জিনাত, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম, শিলখালী ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব নুরুল হোসেনসহ স্থানীয় জনপ্রতিনিধি। এদিকে প্রধান মন্ত্রীর উপহার হিসেবে শেখ হাসিনার পক্ষে পেকুয়া সদর ইউনিয়নের ত্রাণ বিতরণ করেছেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম। তিনি শুক্রবার সকালে পূর্ব গোঁয়াখালী, চিরাদিয়া, বিলহাচুরাসহ বেশ কয়েকটি গ্রামের পানিবন্ধি মানুষের মাঝে এসব ত্রাণ বিতরণ করেছে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল শামা শামীম, সদর ইউনিয়নের সভাপতি এম আজম খান ও উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক এস এম শাহাদাত হোসেনসহ আরও অনেকে।
এছাড়া উপজেলা ছাত্রলীগ নেতা ওসমান ছরওয়ার বাপ্পির নিজস্ব অর্থায়নে পেকুয়া সদর ইউনিয়নের পানিবন্ধি কয়েকশত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছে। শুকনো খাবারের প্রতিটি প্যাকেটে চনাচুর, চিড়া, বিস্কিট, মুড়ি ও চিনি রয়েছে। বিকেল ৩টা থেকে রাত ১০পর্যন্ত গরীব, দুঃস্ত ও অসহায় পরিবারের এসব শুকনো খাবারের প্যাকেট তুলে দেন। এসময় তিনি সাংবাদিকদের বলেন একদিকে জলাবদ্ধতা অন্যদিকে মহামারি করোনার সংক্রমণ ঠেকাতে কঠোর লকডাউন।
এমতাবস্থায় কর্মহীন ও নিম্ন আয়ের মানষের অর্থ সংকট দেখা দিয়েছে। দুর্যোগকালীন এ সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়াতে সকলের প্রতি অনুরোধ জানান। অপরদিকে পেকুয়া এসডি সিটি সেন্টারের সত্তা অধিকারী সরোয়ার উদ্দিন এর পক্ষে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে সদর ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য সাজ্জাদ হোসেন।
নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা সমুদ্র জয় করেছি। এটা আমাদের বিশাল অর্জন। তাই সমুদ্র পরিষ্কার ...বিস্তারিত
রামু প্রতিনিধি :: : কক্সবাজারের রামুতে পিকআপের তেলের ট্যাংকে অভিনব কায়দায় রাখা ৩৯ হাজার পিস ইয়াবা জব্দ করেছে গোয়েন্...বিস্তারিত
চকরিয়া প্রতিনিধি: : কক্সবাজারের চকরিয়ায় বনের জমি দখল-বেদখল নিয়ে ডাকাত দলের দু'পক্ষের সংঘর্ষ হয়েছে। এতে আমির হোসেন (৪...বিস্তারিত
উখিয়া প্রতিনিধি : কক্সবাজারের উখিয়া থেকে এক লাখ ৭০ হাজার পিস ইয়াবাসহ তিন কারবারিকে আটক করেছে র্যাব। রোববার (২২ মে) ...বিস্তারিত
টেকনাফ প্রতিনিধি : : কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযান চালিয়ে ২ কেজি ১১৯ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) ও ১১৮ বোতল বার্মিজ মদ জ...বিস্তারিত
টেকনাফ প্রতিনিধি : : টেকনাফে ২৪০ লিটার সয়াবিন তেল ও ২০০ কেজি চিনি অবৈধভাবে মজুতের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় নুর কবির (২...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2022 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited