শিরোনাম
আমাদের ডেস্ক : | ০৭:৩৮ পিএম, ২০২১-০৭-২০
মহেশখালী পৌরসভায় ডিজিটাল আইল্যান্ড সংলগ্ন জননেত্রী শেখ হাসিনা স্টেডিয়ামের মাঠে মহেশখালী পৌর মেয়র আলহাজ্ব মকছুদ মিয়ার সার্বিক তত্ত্বাব-
ধানে টুল মুক্ত কোরবানি পশুর হাট জমে উঠেছে!
মহেশখালী পৌর মেয়র আলহাজ্ব মকছুদ মিয়া আজ বিকালে পশুর হাট পরিদর্শনে গেলে করোনা ভাইরাস সংক্রমণ রোধে ক্রেতা বিক্রেতারদের মাঝে নিজ হাতে মাস্ক বিতরণ করেন।
পশুর হাটে ক্রেতার উপচে পড়া ভিড়,আসন্ন ঈদ-উল-আযহায় কুরবানি দেয়ার জন্য পছন্দের গরু কিনে নিয়ে যাচ্ছে ক্রেতারা।
আগামী দুই দিন পরে পবিত্র ঈদ-উল-আযহায় সে হিসেবে আজ (রবিবার) কুরবানির আসতে ২দিন বাকী। তবে সপ্তাহ ধরে বেচাকেনা কম হলেও শেষ দিকে এসে বিক্রি বেড়েছে কয়েকগুণ।
বৃষ্টি আর রোদ উপেক্ষা করে গরু, মহিষ, ছাগল বাজারে ভিড় করছেন ক্রেতারা।
পারত পক্ষে ক্রেতাদের ফেরত দিচ্ছে না বিক্রেতারাও। সব মিলিয়ে গত ৩দিন ধরে পশুর হাট ছিল জমজমাট।
হাটে কুরবানির পশুতে কানায় কানায় ভরা। বিভিন্ন জেলা-উপজেলা থেকে আসা প্রচুর গরু,ছাগল মহিশ এখন হাটে রয়েছে। ট্রাক ভরে এখনও গরু ও ছাগল আসছে, অবশ্য গরুর সংখ্যাই চেখে পড়ার মতো।
গত কয়েকদিন ক্রেতা-বিক্রেতাদের মধ্যে দর-কষাকষির চিত্র বেশি দেখা গেলেও আজ থেকে তা হচ্ছে না।
নিজেদের মধ্যে আলাপ আলোচনার মাধ্যমে পশু কেনাবেচার চেষ্টা করছেন ক্রেতা-বিক্রেতা সবাই। ক্রেতারা দেখে-শুনে পছন্দের গরুটির দরদাম করছেন। পছন্দ হলে ক্রেতা মূল্য দিয়ে ক্রয় করে নিচ্ছেন আর বিক্রেতা টুল মুক্ত হওয়ায় খুশিমনে বাড়ি ফিরছেন।
হাটে বড় গরুর চাইতে ছোট গরুর দাম বেশি।
সকাল থেকে পাল্টে যাওয়া হাটের চিত্র সম্পর্কে ক্রেতা-বিক্রেতারা বলছেন-
তারা শেষ দিকে এসে অপেক্ষা না করে কুরবানির পশুটি কেনা-বেচা করে দিচ্ছেন।
বেচা বিক্রিও আগের চেয়ে কয়েক দিনের তুলনায় বহুগুণ বেড়েছে। যেহেতু সময় বেশি বাকি নেই তাই এখন খুব ভালো বিক্রি হচ্ছে।
টুল মুক্ত হাটে প্রায় পাঁচস্রাধিক পশু উঠেছে। সব পশুই বিক্রি হবে।
শুরুর দিকে দাম একটু বেশি হাকলে এখন দাম কমেছে। এতে করে বিক্রিও অনেক বেড়েছে। সারা রাত পশু বিক্রি হবে।
ব্যাপক নিরাপত্তা রয়েছে। গরু নিয়ে বাড়ি ফিরতে কোন অসুবিধা হবে না।
মহেশখালী পৌর মেয়র আলহাজ্ব মকসুদ মিয়ার সার্বিক তত্ত্বাবধানে কোরবানি গরুর হাটের দৃশ্য চমৎকার ও মন-মুগ্ধকর।
মহেশখালী ও কক্সবাজারের মানুষের সুবিধার্থে প্রতি বছরের মতাে এই বছরেও টুল মুক্ত,উন্মুক্ত চমৎকার
মন-মুগ্ধকর পরিবেশে করোনা ভাইরাস সংক্রমণ রোধে স্বাস্থ্য বিধি মেনে গরু,ছাগল,মহিষ,বিক্রয় হচ্ছে।
টুল মুক্ত কোরবানি গরুর হাটের দৃশ্য চমৎকার মন - মুগ্ধকর পরিবেশ দেখে কোরবানি গরুর হাটে আসা ক্রেতা-বিক্রেতাগণ পৌর মেয়র আলহাজ্ব মকসুদ
মিয়া কে ধন্যবাদ জানান।
পবিত্র ঈদুল আযহার কোরবানের গরু,ছাগল, মহিষ, ভেড়া ইত্যাদি কোরবানি পশু ক্রয়ের বিশাল গরুর হাট আপনি/আপনারা সবান্দবে আমন্ত্রিত।
স্থানঃ ডিজিটাল আইল্যান্ড সংলগ্ন জননেত্রী শেখ হাসিনা স্টেডিয়ামের মাঠে মহেশখালী পৌর মেয়র আলহাজ্ব মকছুদ মিয়া সার্বিক ব্যবস্থাপনা হাটের সুবিধা সমূহঃ-
১। করোনা ভাইরাস সংক্রমণ রোধে স্বাস্থ্য বিধি মেনে
সকাল থেকে গভীর রাত পর্যন্ত নিরাপত্তার মাধ্যমে
গরু ছাগল,মহিষ,ভেড়া ক্রয় বিক্রয়ের করা যাবে।
২। ভোলান টিয়ার এর মাধ্যমে সকল ধরনের নিরাপত্তা
ব্যবস্থা।
৩। রাতে বিদ্যুৎছাড়া আলোর ব্যবস্থা।
৪। গরুর জন্য কুটি স্থাপন ,গরুর জন্য পানিয়
জলের ব্যবস্থা।
৫। দূর-দুরান্ত থেকে আগত গরুর মালিকদের নিরাপদে
বাড়ী পৌছার ব্যবস্থা। অতবা রাত্রী যাপনের ব্যবস্থা।
টেকনাফ প্রতিনিধি : : টেকনাফে ২৪০ লিটার সয়াবিন তেল ও ২০০ কেজি চিনি অবৈধভাবে মজুতের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় নুর কবির (২...বিস্তারিত
টেকনাফ প্রতিনিধি : : কক্সবাজারের টেকনাফে অস্ত্র ও হত্যা মামলার দুই রোহিঙ্গা আসামিকে গ্রেফতার করেছেন আর্মড পুলিশ ব্যা...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : করোনা মহামারিতে দুই বছর বন্ধ থাকার পর উৎসাহ-উদ্দীপনা আর বিশৃঙ্খলার মধ্য দিয়ে শেষ হয়েছে ঐতিহ্যবাহ...বিস্তারিত
টেকনাফ প্রতিনিধি : : নাফ নদীতে অভিযান চালিয়ে এক কেজি ক্রিস্টাল মেথ (আইস) ও ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে টেকনাফ ব্যাটা...বিস্তারিত
টেকনাফ প্রতিনিধি : : কক্সবাজারের টেকনাফ থেকে অপহৃত শফিকুল আলমকে (৪২) উদ্ধার করেছে র্যাব। সোমবার (২৫ এপ্রিল) নোয়াখালীপ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার সরকারি কলেজের সামনে চলমান উন্নয়ন কাজের পাশে মাটি ফাটলের ভেতর থেকে হঠাৎ আগুনের লাভার মত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2022 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited