শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০১:১৪ পিএম, ২০২১-০৬-০৭
মুহাম্মদ জুবাইর, টেকনাফ :
ভারী বর্ষণে টেকনাফ উপকূল ও নিম্নাঞ্চলে এখন অথৈই পানি। বৃষ্টির পানিতে তলিয়ে গেছে নিম্নাঞ্চল ও লন্ডভন্ড গ্রামীণ সড়ক। অপরদিকে বিভিন্ন এলাকার কোথাও হাটু পানি আবার কোথাও কোমর সমান পানি জমে জলাবদ্ধ সৃষ্টি হয়েছে। অনেকের বসতঘরে পানি ঢুকেছে।
ফলে মানুষ পড়েছে নিদারুণ কস্টে।
খোঁজ নিয়ে জানা গেছে, শনিবার দিবাগত মধ্যরাত থেকে আজ রবিবার বিকাল পর্যন্ত ভারী বর্ষনের কারণে উপকূল ও নিম্নাঞ্চল অথৈই পানির নিচে তলিয়ে যাচ্ছে। মহেশখালীয়া পাড়ার আবদুর রহমান ও তুলাতলী এলাকার মিনারা জানান কোন বছরই তার বাসায় বর্ষা কালে পানি প্রবেশ করেনি।
এবার একদিনের বৃষ্টিতে ঘরে পানি ঢুকেছে। আসবাব পত্র সব ঢুবে গেছে। আমাদের কস্টের কি আর শেষ আছে? তিনি বলেন, মাত্র বর্ষা কাল শুরু। সামনে আমাদের কি দুর্গতি আছে আল্লাহ ভালো জানেন।
এদিকে ভারী বর্ষনে বৃষ্টির পানি বেড়ে বেড়ে যাওয়ায় টেকনাফ সদরের ৩নং ওয়ার্ড এলাকার ঘুমতলি- জাহাঁলিয়া পাড়ার প্রধান সড়কের মাটি সরে গিয়ে সড়কটি দেবে যায়।
স্থানীয়রা জানান, এমনিতেই গত কয়েকদিনের থেমে থেমে হালকা বৃষ্টিতে ভিটা ও চাষাবাদ জমি পানির নিচে তলিয়ে রয়েছে শনিবার মধ্যরাত থেকে আজ রবিবার বিকাল পর্যন্ত ভারী বর্ষনে রাস্তাঘাট পানির নিচে তলিয়ে যাওয়ার পাশাপাশি এলাকার অধিকাংশ বাসায় পানি ঢুকেছে।
আগে হাটু পরিমান পানি থাকলে ও দিনের বৃষ্টিতে রাস্তায় ও ভিটে জমিতে কোমর পর্যন্ত পানি।ফলে ওইসব এলাকার মানুষ এলাকা থেকে বের হতে ও পারছেনা। পরিবার পরিজন নিয়ে চরম দুর্ভোগের মধ্যে পড়েছে তারা। তিনি আরো জানান,মাত্র বর্ষাকাল শুরু এখনি একদিনের বৃষ্টিতে পানিবদ্ধ হয়ে পড়ছি আমরা। বর্ষাকালের বাকি সময়টা নিয়ে আমরা শংকিত।
সরেজমিনে গিয়ে দেখা যায়, টেকনাফ সদরের মহেশখালীয়া পাড়া, জাহাঁলিয়া পাড়া, ও সাবরাংয়ের শাহপরীরদ্বীপ প্রায় এলাকা জলবদ্ধতার কবলে পড়েছে মানুষ।
টেকনাফ সদর ৩নং ওয়ার্ডের স্থানীয় মেম্বার শাহ আলম জানান, বৃষ্টির পানিতে দাবিয়ে যাওয়া সড়কটটি তাৎক্ষণিক বালির বস্তা দিয়ে রক্ষা বাঁধ দেওয়া হয়েছে।
শীঘ্রই সড়কটি পুনঃসংস্কারের জন্য উর্ধতন মহলের কাছে জানানো হয়েছে বলে ও জানান ইউপি মেম্বার।
আমাদের ডেস্ক : : কক্সবাজার থেকে প্রথম বাণিজ্যিক ট্রেন যাত্রা ছেড়ে গেল রাজধানীর দিকে আয়াছ রনি, কক্সবাজারঃ পর্যট...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : "প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত”ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এম.এ. তে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে আরফাত...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : লুৎফর রহমান কাজল : প্রতিবছরই বিশ্ব এইডস দিবসের একটি প্রতিপাদ্য বিষয় নির্ধারণ করা হয়ে থাকে, এই ব...বিস্তারিত
সুব্রত আপন, স্টাফ রিপোর্টার: : বার্তা পরিবেশকঃ " ঈদগাঁওতে সন্ত্রাসী হামলায় ব্যবসায়ী আহত- থানায় এজহার দায়ের" শিরোনামে প্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : লুৎফুর রহমান কাজল: কক্সবাজার সদর হাসপাতালের অনুমোদিত ধারণক্ষমতা ২৫০ শয্যার। কক্সবাজার সদ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কলাতলীতে অজ্ঞাত নবজাতকের মরদেহ উদ্ধার নিজস্ব প্রতিবেদক ॥ কলাতলী সৈকতপাড়া ১২নং ওয়ার্ড এলাকায় ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2023 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited