শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০১:১৪ পিএম, ২০২১-০৬-০৭
মুহাম্মদ জুবাইর, টেকনাফ :
ভারী বর্ষণে টেকনাফ উপকূল ও নিম্নাঞ্চলে এখন অথৈই পানি। বৃষ্টির পানিতে তলিয়ে গেছে নিম্নাঞ্চল ও লন্ডভন্ড গ্রামীণ সড়ক। অপরদিকে বিভিন্ন এলাকার কোথাও হাটু পানি আবার কোথাও কোমর সমান পানি জমে জলাবদ্ধ সৃষ্টি হয়েছে। অনেকের বসতঘরে পানি ঢুকেছে।
ফলে মানুষ পড়েছে নিদারুণ কস্টে।
খোঁজ নিয়ে জানা গেছে, শনিবার দিবাগত মধ্যরাত থেকে আজ রবিবার বিকাল পর্যন্ত ভারী বর্ষনের কারণে উপকূল ও নিম্নাঞ্চল অথৈই পানির নিচে তলিয়ে যাচ্ছে। মহেশখালীয়া পাড়ার আবদুর রহমান ও তুলাতলী এলাকার মিনারা জানান কোন বছরই তার বাসায় বর্ষা কালে পানি প্রবেশ করেনি।
এবার একদিনের বৃষ্টিতে ঘরে পানি ঢুকেছে। আসবাব পত্র সব ঢুবে গেছে। আমাদের কস্টের কি আর শেষ আছে? তিনি বলেন, মাত্র বর্ষা কাল শুরু। সামনে আমাদের কি দুর্গতি আছে আল্লাহ ভালো জানেন।
এদিকে ভারী বর্ষনে বৃষ্টির পানি বেড়ে বেড়ে যাওয়ায় টেকনাফ সদরের ৩নং ওয়ার্ড এলাকার ঘুমতলি- জাহাঁলিয়া পাড়ার প্রধান সড়কের মাটি সরে গিয়ে সড়কটি দেবে যায়।
স্থানীয়রা জানান, এমনিতেই গত কয়েকদিনের থেমে থেমে হালকা বৃষ্টিতে ভিটা ও চাষাবাদ জমি পানির নিচে তলিয়ে রয়েছে শনিবার মধ্যরাত থেকে আজ রবিবার বিকাল পর্যন্ত ভারী বর্ষনে রাস্তাঘাট পানির নিচে তলিয়ে যাওয়ার পাশাপাশি এলাকার অধিকাংশ বাসায় পানি ঢুকেছে।
আগে হাটু পরিমান পানি থাকলে ও দিনের বৃষ্টিতে রাস্তায় ও ভিটে জমিতে কোমর পর্যন্ত পানি।ফলে ওইসব এলাকার মানুষ এলাকা থেকে বের হতে ও পারছেনা। পরিবার পরিজন নিয়ে চরম দুর্ভোগের মধ্যে পড়েছে তারা। তিনি আরো জানান,মাত্র বর্ষাকাল শুরু এখনি একদিনের বৃষ্টিতে পানিবদ্ধ হয়ে পড়ছি আমরা। বর্ষাকালের বাকি সময়টা নিয়ে আমরা শংকিত।
সরেজমিনে গিয়ে দেখা যায়, টেকনাফ সদরের মহেশখালীয়া পাড়া, জাহাঁলিয়া পাড়া, ও সাবরাংয়ের শাহপরীরদ্বীপ প্রায় এলাকা জলবদ্ধতার কবলে পড়েছে মানুষ।
টেকনাফ সদর ৩নং ওয়ার্ডের স্থানীয় মেম্বার শাহ আলম জানান, বৃষ্টির পানিতে দাবিয়ে যাওয়া সড়কটটি তাৎক্ষণিক বালির বস্তা দিয়ে রক্ষা বাঁধ দেওয়া হয়েছে।
শীঘ্রই সড়কটি পুনঃসংস্কারের জন্য উর্ধতন মহলের কাছে জানানো হয়েছে বলে ও জানান ইউপি মেম্বার।
নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা সমুদ্র জয় করেছি। এটা আমাদের বিশাল অর্জন। তাই সমুদ্র পরিষ্কার ...বিস্তারিত
রামু প্রতিনিধি :: : কক্সবাজারের রামুতে পিকআপের তেলের ট্যাংকে অভিনব কায়দায় রাখা ৩৯ হাজার পিস ইয়াবা জব্দ করেছে গোয়েন্...বিস্তারিত
চকরিয়া প্রতিনিধি: : কক্সবাজারের চকরিয়ায় বনের জমি দখল-বেদখল নিয়ে ডাকাত দলের দু'পক্ষের সংঘর্ষ হয়েছে। এতে আমির হোসেন (৪...বিস্তারিত
উখিয়া প্রতিনিধি : কক্সবাজারের উখিয়া থেকে এক লাখ ৭০ হাজার পিস ইয়াবাসহ তিন কারবারিকে আটক করেছে র্যাব। রোববার (২২ মে) ...বিস্তারিত
টেকনাফ প্রতিনিধি : : কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযান চালিয়ে ২ কেজি ১১৯ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) ও ১১৮ বোতল বার্মিজ মদ জ...বিস্তারিত
টেকনাফ প্রতিনিধি : : টেকনাফে ২৪০ লিটার সয়াবিন তেল ও ২০০ কেজি চিনি অবৈধভাবে মজুতের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় নুর কবির (২...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2022 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited