শিরোনাম
স্পোর্টস ডেস্ক | ০২:০৩ পিএম, ২০২২-০৫-২১
চার ম্যাচ হাতে রেখে স্প্যানিশ লা লিগার শিরোপা নিশ্চিত করেছিল রিয়াল মাদ্রিদ। বাকি থাকা চার ম্যাচে তাদের জয় মাত্র একটিতে। এর মধ্যে শেষ দুই ম্যাচে জয় পায়নি স্প্যানিশ জায়ান্টরা। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের আগে জয় ছাড়াই লিগ শেষ করলো কার্লো আনচেলত্তির শিষ্যরা।
শুক্রবার রাতে নিজেদের ঘরের মাঠে রিয়াল বেতিসের সঙ্গে গোলশূন্য ড্র করেছে রিয়াল। এর আগে কাদিজের সঙ্গে ১-১ গোলে ড্র করে তারা। লিভারপুলের সঙ্গে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে নামার আগে পরপর দুই ম্যাচে হোঁচট চিন্তার কারণই বটে।আগামী শনিবার দিবাগত রাতে লিভারপুলের বিপক্ষে শিরোপার লড়াইয়ে নামবে লস ব্লাঙ্কোসরা। ফাইনালে নামার আগে বেতিসের বিপক্ষে লিগের শেষ ম্যাচটিতে সেরা একাদশের প্রায় সবাইকেই নামিয়েছিলেন রিয়াল কোচ। তবু হয়নি কাজের কাজ, মেলেনি গোল।
বিস্ময়কর হলেও সত্যি, ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে এ নিয়ে বেতিসের বিপক্ষে টানা পাঁচ ম্যাচ জয়হীন থাকলো রিয়াল মাদ্রিদ। শেষ তিন ম্যাচই হয়েছে গোলশূন্য ড্র। তার আগের দুই ম্যাচে রিয়ালের পরাজয় ছিল ০-১ ও ০-২ গোলে। এবার জয় দিয়েই শেষটা রাঙিয়ে রাখার মিশনে বেতিসের মুখোমুখি হয়েছিল রিয়াল। বার্নাব্যুতে পুরো ম্যাচে দাপটও ছিল তাদের। ফর্মের তুঙ্গে থাকা ফরোয়ার্ড করিম বেনজেমা পেয়েছিলেন বেশ কয়েকটি সুযোগ। কাজে লাগাতে না পারায় ২৭ গোল নিয়েই লিগ শেষ করলেন তিনি।
রিয়ালের আরেক তারকা খেলোয়াড় গ্যারেথ বেলের এটিই ছিল বার্নাব্যুতে শেষ ম্যাচ। কিন্তু একাদশ তো দূরের কথা, তাকে বেঞ্চেও রাখেননি রিয়াল কোচ আনচেলত্তি। ফলে লস ব্লাঙ্কোসদের হয়ে শেষ হোম ম্যাচটি গ্যালারিতে বসেই দেখেছেন মিলিয়ন ডলার ম্যান বেল। নিষ্ফলা ম্যাচটি গোলশূন্য ড্র হলেও অবশ্য পয়েন্ট টেবিলে রিয়ালের কোনো সমস্যা হয়নি। আগেই শিরোপা নিশ্চিত করা ক্লাবটি ৩৮ ম্যাচে ৮৬ পয়েন্ট নিয়ে লিগ শেষ করলো। অন্যদিকে ৬৫ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থান দখল করেছে বেতিস।
স্পোর্টস ডেস্ক : দুবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন তারা। আবার ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা বরাবরই বিশ্বের...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : শ্বাসরুদ্ধকর সেমিফাইনাল জিতে নারী হকি বিশ্বকাপের ফাইনালে উঠে গেছে আর্জেন্টিনা। জার্মানির বিপক্...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : অবশেষে সত্যি হলো গুঞ্জন। আনুষ্ঠানিকভাবে রবার্ট লেওয়ানডস্কিকে দলে নেওয়ার ঘোষণা দিলো স্প্যানিশ জ...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : নিউজিল্যান্ডের সংগ্রহ ৩৬০ রান। জবাবে ৩৫৯ রান করে ফেলেছিল আয়ারল্যান্ড। নিউজিল্যান্ডের জয় মাত্র ১ ...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : এক সময় জিম্বাবুয়েকে ধরা হতো ক্রিকেটকের অন্যতম পরামশক্তি। অ্যান্ডি ফ্লাওয়ার, গ্র্যান্ট ফ্লাওয়ার ...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : গত বছরের সেপ্টেম্বরে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে মাঠে নেমেছিল আর্জেন্টিনা ও ব্রাজিল। কিন্তু পাঁচ ম...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2023 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited