চট্টগ্রাম   মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫  

শিরোনাম

নতুন রাজনৈতিক দল লাভ বাংলাদেশ পার্টির আত্মপ্রকাশ 

আমাদের ডেস্ক :    |    ০৭:৪৫ পিএম, ২০২২-০৫-১৬

নতুন রাজনৈতিক দল লাভ বাংলাদেশ পার্টির আত্মপ্রকাশ 

লাভ বাংলাদেশ পার্টির প্রেসিডেন্ট মিজানুর রহমান চৌধুরীর সভাপতিত্বে কমলাপুর ইর্স্টান কমপ্লেক্স ঢাকার নিজস্ব কার্যলায়ে পরিবর্তনের প্রত্যায় নিয়ে  লাভ বাংলাদেশ পার্টির আত্মপ্রকাশ হয়।
রবিবার (১৫ মে) পার্টি অফিসে এক অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিক দল ঘোষণা করেন পার্টির প্রেসিডেন্ট মিজানুর রহমান চৌধুরী।
লাভ বাংলাদেশ পার্টির ইশতেহার পাঠ করেন প্রফেসর ড. আমিন আহমেদ চৌধুরী।
ইশতেহারে লিখিত বক্তব্যে গনমাধ্যমকে তিনি বলেন, দেখতে দেখতে আমাদের প্রিয় বাংলাদেশ ৫০ বছর অতিক্রম করছে। বাংলাদেশ এখন আন্তর্জাতিক নব্য উপনিবেশবাদী আর আ লিক আধিপত্যবাদীদের শোষ ক্ষেত্র।স্বাধীনতা উত্তর বিগত ৫০ বছরের শেষে বাংলাদেশের অর্জন কি? এক কথায় নির্মম গণশোষণ।
মহান নেতা বজ্রকণ্ঠে ঘোষণা করেছিলেন "এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম"। এক রক্তক্ষয়ী যুদ্ধে স্বাধীনতা
 অর্জিত হয়েছে, শোষিত বিশাল জনগোষ্ঠীর মুক্তি অর্জিত হয়নি। আমরা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ও রাষ্ট্রীয় অখন্ডতার প্রতি শর্তহীন আনুগত্য, জাতীয় সংবিধানের প্রতি অবিচল আস্থা, বিশাল জনগোষ্ঠীর প্রতি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে অকৃত্রিম ভালবাসা, তাদের সার্বিক মুক্তি ও আর্থ-সামাজিক উন্নয়ন। আর তা করতে যেয়ে বর্তমান রাজনৈতিক অর্থনৈতিক সাংস্কৃতিক ব্যবস্থার সংস্কারের জন্য জনগণকে সাথে নিয়ে পথ চলবো।

কি চায় লাভ বাংলাদেশ?
১) রাজনৈতিক দুর্বৃত্তায়ন থেকে মুক্তি
২) অর্থনৈতিক শোষণ থেকে মুক্তি
৩) সাংস্কৃতিক আগ্রাসন থেকে মুক্তি
একটু বিশদভাবে বলতে গেলে
*বুদ্ধির আড়ষ্টতা অর্থাৎ পোড়ামী থেকে মুক্তি,
*মানবিক (মানবতার) অসাম্য  থেকে মুক্তি,
*সামাজিক অবিচার অনাচার থেকে মুক্তি,
*অসার শিক্ষা থেকে মুক্তি (শিক্ষিত মানুষ যখন রাষ্ট্রের প্রতি নিজের অধিকার কর্তব্য ও দায়িত্ববোধ বিস্মৃত হয়ে বাগাড়ম্বর সর্বস্ব রাজনৈতিক দুর্বৃত্তায়নকে প্রতিরোধ না করে সমর্থন দেয় তখন তাকে অশিক্ষা বলতেই হয়)।
*খাদ্যনিরাপত্তাহীনতা থেকে মুক্তি,
*স্বাস্থ্যসেবার অনিশ্চয়তা থেকে মুক্তি,
*অপউন্নয়ন বা অসম উন্নয়ন থেকে মুক্তি ( যে উন্নয়নের ফলে গ্রামীণ জনগণ জীবনধারণ উপযোগী খাদ্যের অভাবে বণ্যার স্রোতের মত শহরে এসতে বাধ্য হয় তাকে অপ বা অসম উন্নয়ন বলা ভিন্ন গত্যন্তর নেই),
*বিচারহীনতা থেকে মুক্তি (আমরা প্রতিদিন বিচারহীনতার অভিশাপে জনজীবন বিপর্যস্ত হিতে দেখছি),
শিক্ষিত লোকেরাই দুর্নীতি তথা ঘুষ, চাঁদাবাজি, ধর্ষণ, গুম, সতীর্থ খুন, অন্যের সম্পদ জবরদখল, রাষ্ট্রীয় ধনভাণ্ডার লুট, জনগণের আমানতের গসংরক্ষক ব্যাংককে দেউলিয়া করা, ক্ষমতায় অধিষ্ঠিত হয়েই জাতীয় স্বাধীনতা সার্বভৌমত্ব ও রাষ্ট্রীয় অখন্ডতার বিরোধী কর্মকাণ্ড করছে। বাংলাদেশে অর্থ এবং রাজনৈতিক ক্ষমতা থাকলেই এসব করা এখন বাধাহীন। এজন্য শাস্তি দেওয়া অসম্ভব। 
*ক্ষুধা থেকে মুক্তি (ব্যবসায়ীদের সিন্ডিকেট অর্থবিত্তের লোভে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মুল্য অতিরিক্ত বৃদ্ধি করে জনজীবনে  দুর্ভোগ ও মৃত্যু নিশ্চিত করছে),
*নির্লজ্জ দদলীয়করণ থেকে মুক্তি,
*পরিবেশ দুষণ তথা বন ধংশ, নদী দখল ও দুষণ, বায়ু দুষণ থেকে মুক্তি,
*রাষ্ট্রের অনাবিষ্কৃত খণিজ সম্পদ আবিষ্কারের জন্য দেশীয় জনবল থাকা এবং প্রযুক্তি আমদানির সুযোগ থাকা সত্ত্বেও শুধু কমিশন বাবদ বিপুল অর্থ পাওয়ার সুযোগ নেওয়ার জন্য। বিদেশি প্রতিষ্ঠানের কাছে বন্ধক  দেওয়া থেকে মুক্তি।
বাংলাদেশের প্রতি ভালবাসা থেকেই "লাভ বাংলাদেশ" সংগঠনের উৎপত্তি। দেশের সর্বস্তরের জনগণের সাথে দীর্ঘদিনের নিরবিচ্ছিন্ন আলাপ আলোচনা শেষে তাদের একান্ত তাগিদেই "লাভ বাংলাদেশ পার্টি" গঠন করা হয়।
ভালবাসার সাথে ওতপ্রোতভাবে জড়িত কেয়ার নেওয়া। বাংলাদেশকে ভালবাসি কিন্তু তার উন্নতির দিকে খেয়াল নেইনা এমন হলে তাকে ভালবাসা বলা যাবেনা। আবার কেয়ার নেই কিন্তু স্থান-কাল-পাত্র বিশেষে সুবিচার করিনা তাহলে সে কেয়ারকে সঠিক কেয়ার নেওয়া বলা যায়না। এজন্যই খড়াব ঈধৎব ও ঔঁংঃরপব এক সাথে চলতে হয়। লাভ বাংলাদেশ এর দিগদর্শণের মুল কথা খড়াব, ঈধৎব ও ঔঁংঃরপব:  
লাভ বাংলাদেশ এর নেতা ও  কর্মীরা এ আদর্শ উউজ্জীবিত যাতে সাধারণ মানুষকে ভালবাসে, তাদের বিভিন্ন ধরনের সমস্যা জেনে তাদের প্রতি যতœশীল হয়। জনগণের প্রতি যতœশীল হওয়া মানে তাদের জীবন প্রয়াস সহজতর করায়, জীবন্যাত্রার মান উন্নত করায় অবদান রাখে।  তারা জানে অবশ্যই সব শ্রেণিয়র মানুষের প্রতি সুবিচার করতে হবে। আর এই সুবিচার করার ক্ষেত্রে জনগণের প্রতি মমত্ববোধ থাকতে হবে।
গণতন্ত্র বলতে কি শুধুই রাষ্ট্রের নাগরিকদের ভোট দিয়ে নির্বাচিত করা এবং নির্বাচনে প্রার্থী হওয়ার অধিকার? নাকি আরও কিছু? যদি আরও কিছু হয় তবে কি সেই আরও কিছু? তা বিভিন্ন ধরণের অধিকার প্রাপ্তির জন্য সচেষ্ট হও্যা এবং নিজের দায়িত্ব ও কর্তব্য পালন কর্মাা।
*রাষ্ট্রের শাসন ক্ষমতায় অধিষ্ঠিতদের গনবিরোধী কার্যকলাপের প্রতিবাদ করার অধিকার,
*অধিকাংশ জনগণ কোন মতে বিশ্বাস করে বলেই সেই গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে না দিয়ে নিজস্ব মত প্রকাশ ও তার যৌক্তিক ব্যাখ্যা প্রদানের অধিকার,
*রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যক্রমের সমালোচনা করার অধিকার
*সংবিধানে স্বীকৃত জনগণের খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা শ্বাস্থ্য ইত্যাদি অধিকার
*জাতীয় সংবিধানে স্বীকৃত সংগবদ্ধ হওয়ার অধিকার। কেন এজন্য সরকার থেকে নিবন্ধন নিতে হবে? আর যদি লাগেই কেন তা আপনা আপনি হবেনা?গণতন্ত্র তখনই কার্যকরী যখন জনগণ জানে রাষ্ট্রের প্রতি তার অধিকারসমূহ, তার দায়িত্ব ও কর্তব্য৷ যেমনি তার অধিকার প্রাপ্তির নিশ্চয়তা দিতে রাষ্ট্র বাধ্য তেমনি এটাও রাষ্ট্রের দায়িত্ব জনগ্ণকে তার দায়িত্ব পালন ও কর্তব্য সম্পাদনে সচেতন করে তোলা। যে রাজনৈতিক দল এসব করেনা বুঝতে হবে তার উদ্দেশ্য শুভ নয়। তারা চায় জনগণকে ধোকা দিয়ে বোকা বানিয়ে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে নিজের অর্থ-বিত্ত সম্পদ আকাশচুম্বি করা। লাভ বাংলাদেশ পার্টি তার প্রতিটি জনসভায় জনগণকে রাজনৈতিক অর্থনৈতিক সাংস্কৃতিক বিষয়ে সচেতন করে তুলবে।
জনগণের ভোট দেওয়ার অধিকার কি এটাই যে তারা অবাধে নিজেদের ভোট দিতে পারবে এবং নিজের পছন্দ প্রার্থীকেই দিতে পারবে? যদি একজন ভোটার প্রর্থী নির্বাচনে মন্দের মধ্যে তুলনামুলকভাবে ভাল ব্যক্তিকে ভোট দিতে বাধ্য হয় (বাধ্য বলছি কারণ কোন জনগণের কল্যানকামী প্রার্থী না থাকে) তবে তা গণতন্ত্রের জন্য ভাল লক্ষণ নয়। জাতীয় নির্বাচনে দেশ ও জনগণের কল্যানকামী ব্যক্তিকে নির্বাচনে প্রার্থী হিসেবে সুযোগ সুবিধার নিশ্চয়তা না থাকলে তা কার্যকরী গণতন্ত্রের জন্য সহায়ক নয়। স্বদেশ স্বজাতির কল্যাণ বিধানে কার্যকরী গণতন্ত্র  প্রতিষ্ঠার জন্য জনগণকে উদ্বুদ্ধ করা, প্রশিক্ষিত করা রাজনৈতিক দলের অন্যতম দায়িত্ব। লাভ বাংলাদেশ এ দায়িত্ব পালনে বদ্ধপরিকর।

 উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব জোবাইদা কাদের চৌধুরী, অধ্যক্ষ ড. মোহাম্মদ সানাউল্লাহ, প্রফেসর আফজাল হোসেন, অধ্যাপক ইউসুফ আলী, আতাউল্লাহ খান,কফিল মাহমুদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
উক্ত অনুষ্ঠানে নেতৃবৃন্দ দেশের জনগণের অর্থনৈতিক শোষণ, দুর্বৃত্তায়ন, লুন্ঠন থেকে মুক্তির লক্ষ্যে কাজ করে যাবার দৃঢ় সংকল্প ব্যক্ত করেন।
 

রিটেলেড নিউজ

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের পুনর্বাসিত করা হবে : শারমীন এস মুরশিদ

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের পুনর্বাসিত করা হবে : শারমীন এস মুরশিদ

আমাদের ডেস্ক : : অন্তর্বর্তীকালীন সরকারের সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দ...বিস্তারিত


সংবিধানের পঞ্চদশ সংশোধনীর বৈধতা প্রশ্নে হাইকোর্টের রুল

সংবিধানের পঞ্চদশ সংশোধনীর বৈধতা প্রশ্নে হাইকোর্টের রুল

আমাদের ডেস্ক : : সংবিধানের পঞ্চদশ সংশোধনী কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট। এ সংক্রান্...বিস্তারিত


নতুন বিশ্ব গড়ার কৌশলের কেন্দ্রবিন্দুতে তরুণদের রাখার আহ্বান ড. ইউনূসের

নতুন বিশ্ব গড়ার কৌশলের কেন্দ্রবিন্দুতে তরুণদের রাখার আহ্বান ড. ইউনূসের

আমাদের ডেস্ক : : টেকসই ভবিষ্যত বিনির্মাণ ও নতুন বিশ্ব গড়ে তুলতে গ্লোবাল সাউথ এর কৌশলের কেন্দ্রবিন্দুতে তরুণ ও ছাত...বিস্তারিত


আন্দোলনে আহতদের চিকিৎসা ব্যয় বহন করবে সরকার

আন্দোলনে আহতদের চিকিৎসা ব্যয় বহন করবে সরকার

আমাদের ডেস্ক : : বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের যাবতীয় চিকিৎসা ব্যয় সরকার বহন করবে। আজ শনিবার স্বাস্থ্য মন্...বিস্তারিত


গুম, খুন ও সকল গণহত্যার দ্রুত বিচার করতে হবে : মিজানুর রহমান চৌধুরী

গুম, খুন ও সকল গণহত্যার দ্রুত বিচার করতে হবে : মিজানুর রহমান চৌধুরী

আমাদের ডেস্ক : : ২৮ অক্টোবর লগ্গি বৈঠা, পিলখানা গণহত্যা, শাপলা চত্বর গণহত্যা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গণহত্...বিস্তারিত


উপদেষ্টা পরিষদের আকার বাড়ছে, শপথ শুক্রবার

উপদেষ্টা পরিষদের আকার বাড়ছে, শপথ শুক্রবার

আমাদের ডেস্ক : : আগামীকাল বিকেলে বঙ্গভবনে প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে আ...বিস্তারিত



সর্বপঠিত খবর

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

আমাদের ডেস্ক : : ডেস্ক রিপোর্ট :: চট্টগ্রামস্থ  লোহাগাড়ার  কৃতি সন্তান প্রিয়ম চক্রবর্তী ক্যালিফোর্নিয়ায় ...বিস্তারিত


সদরের পি এম খালী ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী কেফায়ত উল্লাহর ঈদ শুভেচ্ছা

সদরের পি এম খালী ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী কেফায়ত উল্লাহর ঈদ শুভেচ্ছা

আমাদের ডেস্ক : : সদরের পি এম খালী ইউনিয়নের বর্তমান জনপ্রিয় চেয়ারম্যান আব্দুর রহিম মাস্টারের ভাগিনা পিএমখালী ব...বিস্তারিত



সর্বশেষ খবর