শিরোনাম
স্পোর্টস ডেস্ক | ১১:৫৮ এএম, ২০২২-০৪-২৬
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে সফলতম ক্লাব রিয়াল মাদ্রিদ। তাদের বিপক্ষে সেমিফাইনালের লড়াইয়ে মাঠে নামবে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি। এ লড়াইয়ে মাঠে নামার আগে রিয়ালের অতীত ইতিহাসের দিকে নজর দিতে চান না সিটিজেনদের কোচ পেপ গার্দিওলা। অবশ্য তিনি নিজেই ইতিহাসের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে। এরই মধ্যে দুইবার রিয়ালকে চ্যাম্পিয়ন্স লিগের নকআউট থেকে বিদায় করেছেন গার্দিওলা। এবার বিশ্বের প্রথম কোচ হিসেবে রিয়ালকে তৃতীয়বারের মতো নকআউট থেকে বিদায় করার সুযোগ তার সামনে।
বাংলাদেশের সময় মঙ্গলবার দিবাগত রাত ১টায় ম্যান সিটির ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে হবে সেমিফাইনালের প্রথম লেগের লড়াই। যেখানে রিয়ালকে হারানোর সব চেষ্টাই করতে চান ম্যান সিটি কোচ গার্দিওলা। রিয়ালের ইতিহাসের দিকে না তাকিয়ে নিজেরা দল হিসেবে খেলার দিকেই বেশি মনোযোগ তার।
গার্দিওলা বলেছেন, ‘যদি রিয়ালের ইতিহাসের সঙ্গে লড়াই করতে হয়, তাহলে কোনো সুযোগই নেই আমাদের। তাদের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা আছে। তাদের বিপক্ষে খেলা অবিশ্বাস্য এক পরীক্ষা এবং আমরা সেই চেষ্টা করতে চাই। যখন ভোগার তখন ভুগবো, তবে আমরা একসঙ্গে থাকবো। চেষ্টা করবো যতটা সম্ভব ভালো করার।’
চ্যাম্পিয়ন্স লিগে এখন পর্যন্ত ছয়টি ম্যাচে মুখোমুখি হয়েছে রিয়াল ও ম্যান সিটি। অতীত পরিসংখ্যান একদম সমানে সমান। যেখানে দুইটি করে জয় দুই দলেরই, ড্র হয়েছে বাকি দুই ম্যাচ। তবে সবশেষ তিন ম্যাচে ম্যান সিটিকে হারাতে পারেনি সর্বোচ্চ ১৩ বারের চ্যাম্পিয়ন রিয়াল।অন্যদিকে রিয়ালের বিপক্ষে ম্যান সিটি কোচ গার্দিওলার অতীত সাফল্য্যও আছে বেশ। ২০১০-১১ মৌসুমের সেমিতে বার্সেলোনার হয়ে এবং ২০১৯-২০ মৌসুমের দ্বিতীয় রাউন্ডে ম্যান সিটির হয়েই রিয়ালকে বিদায় করে দিয়েছিলেন গার্দিওলা। এবারও সফল হলে তৃতীয়বারের মতো রিয়ালের বিদায়ঘণ্টা বাজবে গার্দিওলার হাতে।
নিজে ইতিহাসের সামনে দাঁড়িয়ে থাকলেও গার্দিওলা মনে করিয়ে দিলেন, মাঠে খেলবেন ফুটবলাররা। তাই মাঠে বাইরে দুই কোচ পেপ গার্দিওলা ও কার্লো আনচেলত্তিকে নিয়ে যতো কথাই হোক না কেন, মূল পার্থক্য তৈরি হবে মাঠের পারফরম্যান্সেই। গার্দিওলার ভাষ্য, ‘খেলাটি এগারো জনের বিপক্ষে এগারো জনের এবং একটি বলই মাঠে ঘুরবে। খেলোয়াড়রাই তাদের সিদ্ধান্ত নেবে। পরিকল্পনা অবশ্যই করা হয় কিন্তু এটি এগারো জনের বিপক্ষে এগারো জনের লড়াই। খেলোয়াড়রাই পার্থক্য গড়ে দেবে। এই খেলাটি খেলোয়াড়দের, কার্লো বা আমি জিতবো না।’
আমাদের ডেস্ক : : ভোরে বঙ্গবন্ধু স্টেডিয়ামে হওয়ার কথা ছিল ক্রিকেটারদের ফিটনেস পরীক্ষা। কিন্তু সকাল থেকে গুড়ি গুড়ি ...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর বেশ কিছুদিন ফাঁকা সময়ই কেটেছে বাংলাদেশের ক্রিকেটে। ফের শুরু হতে যাচ...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : পাকিস্তান সফরকে কেন্দ্র করে ঘোষিত বাংলাদেশ ‘এ’ দলে তারকা ক্রিকেটারদের ছড়াছড়ি। দলে আছেন মুশফি...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ ফুটবলের প্রথম আসর অনুষ্ঠিত হয়েছিলো ১৯৩০ সালে। ২০৩০ সালে বিশ্বকাপের ১শ বছর পূর্ণ হবে। বি...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ এ’ দলের সঙ্গেই পাকিস্তান সফরে যেতে পারেন জাতীয় দলের দুই অভিজ্ঞ ব্যাটার মুশফিক...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : ৪ ͯ ১০০ মিটার ফ্রিস্টাইল রিলেতে কাল যুক্তরাষ্ট্রকে প্যারিস গেমসে প্রথম স্বর্ণপদক উপহার দিয়েছে যু...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2025 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited