শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক | ১১:০১ এএম, ২০২২-০৪-২৬
প্রতিরক্ষা খাতে ব্যয়ের হিসাবে বিশ্বের প্রথম তিনটি দেশের তালিকাতেই রয়েছে ভারত। সুইডেনের প্রতিরক্ষা সমীক্ষা সংস্থা স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট (এসআইপিআরআই) জানিয়েছে, ২০২১ সালের পরিসংখ্যান অনুযায়ী সামরিক ব্যয়ে যুক্তরাষ্ট্র ও চিনের পরেই ভারতের অবস্থান।
এসআইপিআরআইয়ের তথ্য অনুযায়ী, ২০১২ থেকে ২০২১ পর্যন্ত ভারতের প্রতিরক্ষা খাতে ব্যয় বেড়েছে প্রায় ৩৩ শতাংশ। ২০২০ সালের তুলনায় ২০২১-এ খরচ বেড়েছে শূন্য দশমিক নয় শতাংশ। এসময় সামরিক খাতে প্রায় সাত হাজার ৬৬০ কোটি ডলার খরচ হয়েছে ভারতের।
অন্যদিকে, ২০২১ সালে যুক্তরাষ্ট্র প্রতিরক্ষাখাতে ব্যয় করে ৮০ হাজার কোটি ডলারের বেশি। চীনের খরচ হয় ২৯ হাজার ৩০০ কোটি ডলার। তবে করোনা পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ব্যয় এক দশমিক চার শতাংশ কমলেও চিনের বেড়েছে প্রায় চার দশমিক সাত শতাংশ।
দ্বন্দ্ব-সংঘাত ও মহামারিতে বিপর্যস্ত বিশ্ব। তারপরও প্রতিবছর দেশে দেশে বাড়ছে সামরিক ব্যয়। জানা গেছে, ২০২১ সালে বৈশ্বিক সামরিক ব্যয় বেড়ে রেকর্ড ছুঁয়েছে। এসময় বিশ্বের সামরিক ব্যয় দুই ট্রিলিয়ন ডলার বা দুই লাখ কোটি ডলারে পৌঁছায়। গত সাত বছর ধরেই এ ব্যয় বাড়ছে।
প্রতিরক্ষা ব্যয়ে শীর্ষ দেশগুলো হলো যুক্তরাষ্ট্র, চীন, ভারত, যুক্তরাজ্য ও রাশিয়া। বৈশ্বিক সামরিক ব্যয়ের ৬২ শতাংশই করে এ দেশগুলো। রাশিয়ার সামরিক ব্যয় দুই দশমিক নয় শতাংশ বেড়ে প্রায় ছয় হাজার ৬০০ কোটি ডলারে দাঁড়িয়েছে। এটি দেশটিতে পরপর তৃতীয় বারের মতো বৃদ্ধি। রাশিয়া মোট জিডিপির চার দশমিক এক শতাংশ সামরিক খাতে ব্যয় করে।
আন্তর্জাতিক ডেস্ক : ডিপথেরিয়া রোগে আক্রান্ত হয়ে পাকিস্তানে ৩৯ জন শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থ...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন প্রথমবারের মতো তার মেয়েকে প্রকাশ্যে আনলেন। শুক্রবার (১৮ নভেম...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর ৭৪টি অস্ত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের অর্থনৈতিক মন্দা কাটিয়ে উঠতে দেশটিকে ৯০০ কোটি ডলার অর্থ সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে চী...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : সুদানের দক্ষিণ-পূর্ব ব্লু নাইল রাজ্যে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর দুটি গ্রুপের সংঘর্ষে অন্তত ৩৩ জন নিহত হয়...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : গ্রিসের উত্তরাঞ্চলের শহর কাভালার কাছে একটি কার্গো প্লেন বিধ্বস্ত হয়েছে বলে জানা গেছে। ইউক্রেনের ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2023 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited