শিরোনাম
স্পোর্টস ডেস্ক | ০১:০৬ পিএম, ২০২২-০৪-২১
চলতি মৌসুমে ক্যারিয়ারের সেরা ফর্মে রয়েছেন রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা করিম বেনজেমা। নিয়মিতই গুরুত্বপূর্ণ সব ম্যাচে মহামূল্যবান গোল করে দলকে জয় এনে দিচ্ছেন এ অভিজ্ঞ স্ট্রাইকার। কিন্তু তিনিই এবার জোড়া পেনাল্টি মিস করে বসলেন। অবশ্য তাতে দলের জয়ে সমস্যা হয়নি। ডেভিড আলভা, মার্কো অ্যাসেনসিও ও লুকাস ভাস্কুয়েজের গোলে ওসাসুনার বিপক্ষে ৩-১ গোলের সহজ জয়ই পেয়েছে রিয়াল মাদ্রিদ। যার সুবাদে শিরোপার দ্বারপ্রান্তে পৌঁছে গেছে তারা। পাঁচ ম্যাচে আর একটি জয় পেলেই নিশ্চিত হবে তাদের লা লিগা চ্যাম্পিয়নশিপ।
বুধবার রাতে ওসাসুনার মাঠে খেলতে গিয়ে চ্যাম্পিয়ন দলের মতো আধিপত্য দেখিয়েই খেলেছে কার্লো আনচেলত্তির শিষ্যরা। পুরো ম্যাচে গোলের জন্য ২৩টি শট করে তারা। যার মধ্যে ১১টিই ছিল লক্ষ্য বরাবর। এতেই বোঝা যায়, সারা ম্যাচ ব্যতিব্যস্ত থাকতে হয়েছে ওসাসুনার রক্ষণভাগকে। প্রথম গোলের জন্য রিয়ালকে খুব বেশি অপেক্ষা করতে হয়নি। ম্যাচের ১২ মিনিটের মাথায় বেনজেমার পাস থেকে প্রথম শটে বল জালে জড়াতে পারেননি আলাবা। তবে ফিরতি বল পেয়ে গোলরক্ষকের দুই পায়ের মাঝ দিয়ে গোল করে দলকে এগিয়ে দেন তিনি।
অবশ্য এক মিনিটও লিডে থাকা হয়নি রিয়ালের। আলাবার গোলের পরের মিনিটেই আন্তে বুদিমিরের গোলে স্কোরলাইন ১-১ করে ফেলে স্বাগতিক ওসাসুনা। তবে প্রথমার্ধের বিরতির বাঁশি বাজার ঠিক আগে ফের লিড নেয় রিয়াল। এবার গোল করেন অ্যাসেনসিও। দ্বিতীয়ার্ধে ফেরার পর মাত্র সাত মিনিটের ব্যবধানে জোড়া পেনাল্টি মিস করেন বেনজেমা। প্রথমে ৫২ মিনিটে হ্যান্ডবল থেকে পাওয়া পেনাল্টিতে গোলরক্ষকে পরাস্ত করতে পারেননি তিনি। পরে রদ্রিগোকে করা ফাউলে পাওয়া পেনাল্টিও মিস করেন বেনজেমা।
তবে জোড়া পেনাল্টি মিসের পরও রিয়ালের সমস্যা হয়নি। উল্টো ম্যাচ শেষ হওয়ার ঠিক আগমুহূর্তে, অতিরিক্ত যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে ভিনিসিয়াস জুনিয়রের পাস থেকে ব্যবধান আরও বাড়িয়ে দলকে ৩-১ গোলের জয় এনে দেন লুকাস ভাস্কুয়েজ। এ জয়ের পর ৩৩ ম্যাচে ৭৮ পয়েন্ট নিয়ে শিরোপার হাত ছোঁয়া দূরত্বে পৌঁছে গেছে রিয়াল। যার ফলে শুধুমাত্র বার্সেলোনা ছাড়া আর কোনো দল শিরোপার লড়াইয়ে থাকলো না। তবে রিয়াল নিজেদের শেষ পাঁচ ম্যাচের একটিতে জিতলেই পেয়ে যাবে লা লিগার শিরোপা।
আমাদের ডেস্ক : : ভোরে বঙ্গবন্ধু স্টেডিয়ামে হওয়ার কথা ছিল ক্রিকেটারদের ফিটনেস পরীক্ষা। কিন্তু সকাল থেকে গুড়ি গুড়ি ...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর বেশ কিছুদিন ফাঁকা সময়ই কেটেছে বাংলাদেশের ক্রিকেটে। ফের শুরু হতে যাচ...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : পাকিস্তান সফরকে কেন্দ্র করে ঘোষিত বাংলাদেশ ‘এ’ দলে তারকা ক্রিকেটারদের ছড়াছড়ি। দলে আছেন মুশফি...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ ফুটবলের প্রথম আসর অনুষ্ঠিত হয়েছিলো ১৯৩০ সালে। ২০৩০ সালে বিশ্বকাপের ১শ বছর পূর্ণ হবে। বি...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ এ’ দলের সঙ্গেই পাকিস্তান সফরে যেতে পারেন জাতীয় দলের দুই অভিজ্ঞ ব্যাটার মুশফিক...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : ৪ ͯ ১০০ মিটার ফ্রিস্টাইল রিলেতে কাল যুক্তরাষ্ট্রকে প্যারিস গেমসে প্রথম স্বর্ণপদক উপহার দিয়েছে যু...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2024 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited