শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক | ০৩:৪০ পিএম, ২০২২-০৪-২০
ইউক্রেন যুদ্ধের জেরে পশ্চিমা বিশ্ব যখন রাশিয়াকে একঘরে করার চেষ্টায় ব্যস্ত, ঠিক তখনই মস্কোর সঙ্গে বাণিজ্যিক লেনদেন বাড়াতে উদ্যোগী হয়েছে ভারত। পশ্চিমা চাপ সত্ত্বেও তুলনামূলক কম দামে রুশ তেল কেনার ঘোষণা দিয়েছে তারা। গত সপ্তাহ থেকে রাশিয়ায় চা, কফি, চাল, ফল, সামুদ্রিক ও মিষ্টান্ন পণ্য রপ্তানিও শুরু করেছে দেশটি। তাছাড়া, জাতিসংঘের মতো বিশ্বমঞ্চগুলোতে ইউক্রেনে রুশ পদক্ষেপের নিন্দা জানানো থেকে বিরত থেকেছে ভারত। ভারতীয়দের এমন বন্ধুত্বপূর্ণ আচরণে যারপরনাই খুশি মস্কো। তাই এর প্রতিদান হিসেবে ভারতে সার রপ্তানিতে কোনো বিঘ্ন ঘটতে দেয়নি রাশিয়া।
গত মঙ্গলবার (১৯ এপ্রিল) ভারতের সার মন্ত্রণালয়ের সচিব রাজেশ কুমার চতুর্বেদি জানিয়েছেন, গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রুশ অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত ভারতে ৩ লাখ ৬০ হাজার মেট্রিক টন সারের চালান পাঠিয়েছে রাশিয়া। তিনি জানান, ২৪ ফেব্রুয়ারির পর রাশিয়া থেকে ৩ লাখ ৬০ হাজার মেট্রিক টন ডিএপি/এনপিকে কিনেছে ভারত। এসব সার হয় এরই মধ্যে দেশটিতে পৌঁছে গেছে, নাহয় পৌঁছানোর পথে রয়েছে।
ভারতের সার সচিব বলেন, গত বছরের ডিসেম্বরে আমরা রুশ কোম্পানিগুলোর সঙ্গে সিটুসি (করপোরেশন টু করপোরেশন) ব্যবস্থায় বার্ষিক আড়াই লাখ মেট্রিক টন করে তিন বছরের জন্য ডিএপি/এনপিকে সরবরাহের চুক্তি করি। তারা এটিকে সম্মান জানাচ্ছে এবং আমরা অবিরতভাবে সার পেয়ে চলেছি।
চতুর্বেদির ভাষ্যমতে, রাশিয়া ভারতকে আরও চার মেট্রিক টন ডিএপি, ১০ মেট্রিক টন এমওপি এবং আট মেট্রিক টন এনপিকে সার দিতে চেয়েছে। তিনি জানান, রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার কারণে সার আমদানিতে নতুন পেমেন্ট সিস্টেম চালুর প্রক্রিয়া চলছে।
এদিন ভারতীয় সার সচিব বলেন, ভারতের কৃষি ও কৃষক কল্যাণ বিভাগের ধারণামতে, চলতি বর্ষা মৌসুমে আমাদের ৩৫৪ দশমিক ৩৪ মেট্রিক টন সারের প্রয়োজন হতে পারে। এর ৩৫ শতাংশ বা ১২৫ দশমিক ৫ মেট্রিক টন ওপেনিং স্টক থেকে পূরণ করা হবে, সম্ভাব্য উত্পাদন থেকে মিলবে ২৫৪ দশমিক ৭৯ মেট্রিক টন এবং আমদানি হতে পারে ১০৪ দশমিক ৭২ মেট্রিক টন। সুতরাং, বর্ষা মৌসুমে প্রত্যাশিত সারের মোট প্রাপ্যতা হবে ৪৮৫ দশমিক ৫৯ মেট্রিক টন, যা চাহিদার চেয়েও বেশি। তাই এবারের মৌসুমে আমাদের সার সংকটে পড়ার কোনো আশঙ্কা নেই। এরপরও সৌদি আরব, ইরান, কানাডা, ইসরায়েল, জর্ডানের মতো মতো বিকল্প উৎসগুলো থেকে সার কেনার বন্দোবস্ত করেছে ভারত সরকার।
আন্তর্জাতিক ডেস্ক : ফিলিপাইনের দক্ষিণ উপকূলে শনিবার ৬.৮-মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ভূতাত...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : গাজা সিটির পার্শ্ববর্তী শুজাইয়া এলাকার একটি স্কুলে বৃহস্পতিবার ইসরায়েলি বাহিনীর বোমা হামলায় কম...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের বিমান হামলায় কাতার ভিত্তিক আল-জাজিরার দুই সাংবাদিক নিহত হয়েছে। আন্ত...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের আর একশ’ও দিনও বাকি নেই। এরই মধ্যে গত ২১ জুলাই প্রেসিডেন্ট...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : লেবাননের হিজবুল্লাহ গ্রুপ বুধবার ইসরায়েলের হামলায় হামাস নেতা ইসমাইল হানিয়াহ নিহত হওয়ায় দেশটির ক...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ ফুটবলের প্রথম আসর অনুষ্ঠিত হয়েছিলো ১৯৩০ সালে। ২০৩০ সালে বিশ্বকাপের ১শ বছর পূর্ণ হবে। বি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2024 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited