শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক | ০২:৩৫ পিএম, ২০২২-০৪-২০
ভারতের মহারাষ্ট্রে মসজিদে লাউডস্পিকারে আজান দেওয়ার জন্য অনুমতি নিতে হবে। ওই রাজ্যের জামিয়াত-উলামা-ই-হিন্দ ইউনিট সব মসজিদের কাছে আবেদন জানিয়েছে তারা যেন লাউডস্পিকার ব্যবহারের জন্য রাজ্য সরকারের কাছ থেকে অনুমতি নেন। সোমবার ধর্মীয় স্থানে লাউডস্পিকার ব্যবহারের ওপর আদালতের আগের আদেশ কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে মহারাষ্ট্রের স্বরাষ্ট্র বিভাগ। যে কোনো ধর্মীয় স্থানে লাউডস্পিকার ব্যবহারের ক্ষেত্রে রাজ্য সরকারকে অনুমতি নিতে হবে। এ বিষয়টি বাধ্যতামূলক করবে রাজ্য সরকার।
এ বিষয়ে জামিয়াত-উলামা-ই-হিন্দ মহারাষ্ট্র ইউনিটের সেক্রেটারি গুলজার আজমি বলেন, লাউডস্পিকার ব্যবহারের জন্য বেশিরভাগ মসজিদগুলোই ইতোমধ্যেই পুলিশ বিভাগ থেকে অনুমতি নিয়েছে। কিন্তু যারা এখনও অনুমতি নেয়নি তাদের উদ্দেশে তিনি বলেন, মসজিদে আজানের সময় লাউডস্পিকার ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই অনুমতি নিতে হবে। তিনি বলেন, এই রাজ্যের পুলিশ খুবই সহযোগিতা করছে। তারা মসজিদগুলোকে লাউডস্পিকার ব্যবহারের অনুমতি দিচ্ছে। মহারাষ্ট্র সরকার যেভাবে এই পরিস্থিতি সামাল দিচ্ছে তার প্রশংসা করেছেন গুলজার আজমি। তিনি বলেন, সবার জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠায় কাজ করছে রাজ্য সরকার।
সম্প্রতি মসজিদে লাউডস্পিকারে আজান দেওয়ার বিষয়টি নিয়ে বিতর্কিত মন্তব্য করেন মহারাষ্ট্র নবনির্মাণ সেনার প্রধান রাজ ঠাকরে। মসজিদে লাউডস্পিকার ব্যবহার করা যাবে না বলে দাবি করেন তিনি। রাজ ঠাকরে জানান, কোনো ধর্মের প্রার্থনা করার বিপক্ষে নন তারা। তবে মসজিদে জোরে লাউডস্পিকার বাজানোর বিরোধী তারা। তিনি বলেন, আমরা মহারাষ্ট্রে দাঙ্গা চাইনা। প্রার্থনা করতে কেউ আপনাদের মানা করেনি। যে সব মসজিদে বেআইনিভাবে লাউডস্পিকার বসানো হয়েছে সেগুলো যেন খুলে ফেলা হয়। আপনারা যদি লাউডস্পিকার বাজিয়ে প্রার্থনা করেন, তবে আমরাও লাউডস্পিকার ব্যবহার করব। মুসলিমদের বোঝা উচিত, আইনের ঊর্ধে ধর্ম নয়।
এর আগে তিনি বলেন, দেশের সব হিন্দু ভাইদের বলবো তৈরি হন। ৩ মে’র পর দেশের কোনও মসজিদে লাউডস্পিকার বাজলে, মসজিদের সামনেই আমরা হনুমান চালিশা পড়ব। প্রয়োজনে দিনে পাঁচবার লাউডস্পিকারে হনুমান চালিশা বাজাব। তার এমন বক্তব্যের কারণে বিতর্ক ছড়িয়ে পড়ে। কিন্তু এর মধ্যেই মহারাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, মসজিদে লাউডস্পিকার বাজানো যাবে না। লাউডস্পিকার বাজানোর জন্য বিশেষ অনুমতি নিতে হবে বলে জানানো হয়।
আন্তর্জাতিক ডেস্ক : সুদানের দক্ষিণ-পূর্ব ব্লু নাইল রাজ্যে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর দুটি গ্রুপের সংঘর্ষে অন্তত ৩৩ জন নিহত হয়...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : গ্রিসের উত্তরাঞ্চলের শহর কাভালার কাছে একটি কার্গো প্লেন বিধ্বস্ত হয়েছে বলে জানা গেছে। ইউক্রেনের ...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : হিটলারের ব্যবহৃত একটি হাতঘড়ি নিলামে উঠতে চলেছে। নিলামে ঘড়িটির দাম দুই থেকে চার মিলিয়ন মার্কিন ...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : মহামারি করোনাভাইরাসের নতুন বিএ পয়েন্ট ফাইভ (বিএ.৫) সাব-ভ্যারিয়েন্ট বা উপ-ধরনটি আগের ডেল্টা বা ওমিক...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মধ্যপ্রাচ্য সফরের অংশ হিসেবে সৌদি আরবে গেছেন। জেদ্দায় লোহিত সাগর...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : শ্রীলঙ্কার পার্লামেন্টে বিশেষ অধিবেশন শুরু হচ্ছে শনিবার (১৬ জুলাই)। ফলে পুরো পার্লামেন্টকে ঘিরে ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2022 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited