শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক | ০২:১১ পিএম, ২০২২-০৪-১২
পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ নির্বাচিত হওয়ার কয়েক ঘণ্টা পর হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি জেন সাকি বলেছেন, গণতান্ত্রিক পাকিস্তান যুক্তরাষ্ট্রের স্বার্থের জন্য গুরুত্বপূর্ণ। এর আগে সদ্য সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান যুক্তরাষ্ট্রকে দায়ী করে আসছে। ইমরান খান বলেন তার বিরুদ্ধে অনাস্থা ভোট আয়োজনে যুক্তরাষ্ট্রের হাত আছে। কিন্তু জো বাইডেনের প্রশাসন বিষয়টি প্রত্যাখ্যান করে আসছে।
এক প্রেস ব্রিফিংয়ে জেন সাকি বলেন, সাংবিধানিক গণতান্ত্রিক শান্তিপূর্ণ নীতি আমরা সমর্থন করি। আমরা একটি রাজনৈতিক দলের ওপর আরেকটি দলকে সমর্থন করি না। তিনি আরও বলেন, আমরা আইনের শাসন ও ন্যায়বিচারের সমতায় সমর্থন করি।
জেন সাকি বলেন, পাকিস্তানের সঙ্গে দীর্ঘমেয়াদে সহযোগিতামূলক সম্পর্কের গুরুত্ব দেয় যুক্তরাষ্ট্র। ক্ষমতায় যেই থাকুক না কেন, এ অবস্থান অপরিবর্তিত থাকে বলেও উল্লেখ করেন তিনি।
প্রেসিডেন্ট জো বাইডেন পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে ফোন করবেন কি না, এমন প্রশ্নের জবাবে হোয়াইট হাউজের এই কর্মকর্তা বলেন, ভবিষ্যতে ফোন করবেন কি না, এ সময়ে দাঁড়িয়ে আগাম মন্তব্য করবেন না তিনি। তবে বিভিন্ন পর্যায়ে তাদের সঙ্গে যোগাযোগ অব্যাহত আছে বলে জানান জেন সাকি।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ২০২১ সালে ক্ষমতায় আসার পর থেকে বিশ্বের অন্যান্য অনেক নেতার সঙ্গে টেলিফোনে কথা বললেও ইমরান খানের সঙ্গে কখনো বলেননি। পাকিস্তানের ২৩তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) নেতা শাহবাজ শরিফ। সোমবার (১১ এপ্রিল) দেশটির পার্লামেন্টে ১৭৪ সদস্য তাকে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করার জন্য ভোট দেন।
পাকিস্তানের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল মূলত ২০২৩ সালের আগস্টে। কিন্তু তার আগেই অনাস্থা ভোটে হেরে ক্ষমতা ছাড়তে হয়েছে প্রধানমন্ত্রী ইমরান খানকে। অতীতের ধারা অনুসরণ করে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) নেতৃত্বাধীন জোট সরকারের পতনও হয়েছে মেয়াদ পূর্ণ করার আগেই।
আন্তর্জাতিক ডেস্ক : মারিউপোলে ইউক্রেনীয় সৈন্যদের শেষ দুর্গ আজভস্তালের পতন হয়েছে বলে দাবি করেছে রাশিয়া। শুক্রবার (২০ ...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বের ১১টি দেশে মাঙ্কিপক্সে আক্রান্ত অন্তত ৮০ রোগী শনাক্ত হয়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য স...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ায় ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত তিনজন প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন আরও কয়েকজন। শুক্র...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : নতুন প্রধানমন্ত্রী বেছে নিতে ভোট দিচ্ছে অস্ট্রেলিয়ার এক কোটি ৭০ লাখের বেশি মানুষ। স্থানীয় সময় শন...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ছে অতি সংক্রামক ‘মাঙ্কিপক্স’। করোনাভাইরাস মহামারির মধ্যেই নতুন ...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : চলতি বছরের জুনের মধ্যেই চীন-পাকিস্তান সীমান্তে এস-৪০০ মিসাইল সিস্টেম মোতায়েন করতে চলেছে ভারত। সম...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2022 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited