শিরোনাম
স্পোর্টস ডেস্ক | ১১:২১ এএম, ২০২২-০৪-০৬
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে যেন জয়ের কোনো ইচ্ছেই ছিল না অ্যাটলেটিকো মাদ্রিদের। ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটির মাঠে খেলতে গিয়ে গোল করার ন্যুনতম চেষ্টাও তারা করেনি। উল্টো নিজেদের রক্ষণে বাস পার্কিংয়েই ব্যস্ত ছিল সারাক্ষণ। অবশ্য অ্যাটলেটিকোর এই ১১ জনের বাস ভেঙে জয় ঠিকই তুলে নিয়েছে পেপ গার্দিওলার ম্যান সিটি। ম্যাচের ৭০ মিনিটে কেভিন ডি ব্রুইনের একমাত্র গোলে ঘরের মাঠে জয় নিয়েই ম্যাচ শেষ করেছে সিটিজেনরা। দ্বিতীয় লেগের ম্যাচে অ্য্যাটলেটিকোর মাঠে খেলতে যাবে তারা।
মঙ্গলবার রাতে ইতিহাদ স্টেডিয়ামে হওয়া ম্যাচটিতে পুরো ৯০ মিনিট শুধু রক্ষণই সামলে গেছে অ্যাটলেটিকো। সারা ম্যাচে তারা গোলের জন্য শট করে মাত্র একবার। সেটিও ছিল অফসাইড। ফলে পুরো ম্যাচে গোলের উদ্দেশ্যে একটি শটও করা হয়নি ডিয়েগো সিমিওনের শিষ্যদের। অন্যদিকে অ্যাটলেটিকোর বাস ভাঙতে মুহুর্মুহু আক্রমণ করে গেছে ম্যান সিটি। পুরো ম্যাচে অন্তত ১৫টি শট করে তারা গোলের উদ্দেশ্যে, কিন্তু লক্ষ্যে রাখতে পেরেছে শুধু দুইটি। তাই গোল পেতে অপেক্ষা করতে হয় ম্যাচের ৭০ মিনিট পর্যন্ত। ডি ব্রুইনের পা থেকে আসে জয়সূচক গোল।
ম্যাচের ৬৮ মিনিটের সময় রিয়াদ মাহরেজের জায়গা বদলি হিসেবে ফিল ফোডেনকে নামিয়েছিলেন পেপ গার্দিওলা। দুই মিনিটের মধ্যেই ম্যাচ নির্ধারণী পাসটি দেন ফোডেন। তার ডি-বক্সে বাড়ানো বল ধরে কোনাকুনি শটে দলকে উচ্ছ্বাসে ভাসান বেলজিয়ান তারকা ডি ব্রুইন।
স্পোর্টস ডেস্ক : একটি বাউন্সার সাকিব আল হাসানের হেলমেটে লাগানোর পরই যেন উজ্জীবিত হয়ে উঠেন আসিথা ফার্নান্ডো। ঠিক ন...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) আগামী মৌসুমে কিলিয়ান এমবাপেকে ক্লাবে রাখার আশা ছেড়ে দিয়েছে। তা...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : লিভারপুল হারলেই সব হিসেব নিকেশ শেষ হয়ে যেতো। এক ম্যাচ হাতে রেখে শিরোপা নিশ্চিত হয়ে যেতো ম্যানচেস্...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : চলতি চট্টগ্রাম টেস্টে বৃষ্টির পূর্বাভাস ছিল আগেই। তবু প্রথম তিনদিন কোন বাধা ছাড়াই মাঠে গড়িয়েছে খ...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : টেস্টে প্রত্যাবর্তনটা কি স্মরণীয় করে রাখতে যাচ্ছেন নাইম হাসান? দীর্ঘ ১৫ মাস পর টেস্ট দলে ফেরা এই অ...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ার ক্রিকেট তারকা ও দুইবারের বিশ্বকাপজয়ী অ্যান্ড্রু সাইমন্ডস গাড়ি দুর্ঘটনায় নিহত ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2022 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited