শিরোনাম
ঢাকা অফিস :: | ০৩:৪১ পিএম, ২০২২-০৩-৩০
মালয়েশিয়ার কুয়ালালামপুরে মঙ্গলবার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী হামজা বিন জাইনুদ্দিনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান।
বৈঠকে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী জানান, দেশটিতে অনেক নিরাপত্তাকর্মী প্রয়োজন হবে, তাই বাংলাদেশ থেকে নিরাপত্তাকর্মী নেবে মালয়েশিয়া। মঙ্গলবার রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী ডিফেন্স সার্ভিস এশিয়া (ডিএসএ) উপলক্ষে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে দেশটিতে সফরের আমন্ত্রণ জানান। এই আমন্ত্রণে মালয়েশিয়া যান বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী। মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশের শ্রমিকসহ প্রবাসীরা যেন কোনো ধরনের হয়রানি ও প্রতারণার শিকার না হন সেজন্য মালয়েশিয়া সরকার ই-লকার চালু করবে বলে জানান দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী। ই-লকারে মালয়েশিয়ায় বসবাসরত সব বাংলাদেশিদের বিস্তারিত তথ্য থাকবে। ই-লকারের বিষয়ে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সভায় বিস্তারিত উপস্থাপন করেন।
বাংলাদেশিদের তথ্যসমূহ ডাটাবেজ আকারে সন্নিবেশ করার জন্য এরই মধ্যে সরকার অনেক কাজ করেছে। এনআইডি, পাসপোর্টসহ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাধ্যমে এই ডাটাবেজ সংরক্ষণ করা হয়। এক্ষেত্রে মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশি বা কেউ যাতে কোনোভাবে প্রতারিত না হয় সে লক্ষ্যে পারস্পরিক সহযোগিতার জন্য উভয় পক্ষ একমত পোষণ করেন। এক্ষেত্রে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের জন্য মালয়েশিয়া প্রস্তাব করেন।
এছাড়া দেশটিতে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের দক্ষতা ও যোগ্যতার প্রশংসা করেন মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী।
বাংলাদেশে আশ্রয় গ্রহণকারী জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের নিজ দেশে দ্রুত ফেরত পাঠানোর ক্ষেত্রে বাংলাদেশের পাশে থাকারও আশ্বাস দেন মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী। সাক্ষাতে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমেদ, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান ও রাষ্ট্রদূত গোলাম সারওয়ার উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতিবেদক : জেলা আওয়ামী লীগের জনসভা এবং বাংলাদেশ নৌ বাহিনী আয়োজিত আন্তর্জাতিক ‘ফ্লিট রিভিউ’ উদ্বোধন করতে ...বিস্তারিত
ঢাকা অফিস :: : রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ বিশ্ববিদ্যালয়ের প্রতিটি কাজে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে কর্তৃ...বিস্তারিত
ঢাকা অফিস :: : পদ্মা সেতু দেশের দক্ষিণাঞ্চলের মানুষের জন্য অর্থনৈতিক লাইফ লাইন রূপে কাজ করবে বলে জানিয়েছেন জাতী...বিস্তারিত
ঢাকা অফিস :: : প্রাণিসম্পদ উৎপাদনে দেশে বৈপ্লবিক পরিবর্তন এসেছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম র...বিস্তারিত
ঢাকা অফিস :: : কৃষিখাতের আধুনিকায়ন ও উৎপাদন বাড়াতে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) বাংলাদেশের সঙ্গে কাজ কর...বিস্তারিত
ঢাকা অফিস :: : শুক্রবার (১০ জুন) পর্যন্ত চার হাজার ২২ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনার ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2023 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited