শিরোনাম
স্পোর্টস ডেস্ক | ০৪:২৪ পিএম, ২০২২-০৩-২৭
চলছে শেষ ওভারের খেলা। জয়ের জন্য ৩ উইকেট হাতে রেখে ৩ বলে করতে হবে ৪ রান। নাগালের মধ্যে পাওয়ায় বড় শট খেললেন ব্যাটার। কিন্তু পার করতে পারলেন না, ধরা পড়ে গেলেন বাউন্ডারিতে দাঁড়ানো ফিল্ডারের হাতে। সঙ্গে সঙ্গে শুরু ফিল্ডিং দলের উদযাপন। কিন্তু না! থামিয়ে দিলেন আম্পায়ার, জানালেন চেক করা হবে ফ্রন্ট ফুট নো বল। বেশ সময় থার্ড আম্পায়ার চেক করলেন সেটি, জানা গেলো পপিং ক্রিজে ছিল না বোলারের সামনের পা। ফলে সিদ্ধান্ত এলো নো বলের, বেঁচে গেলেন ব্যাটার, পেয়ে গেলেন ২টি রান।
ফলে সমীকরণ নেমে আসে ২ বলে ২ রানে। বাকি দুই বলে একটি করে সিঙ্গেল নিয়ে সহজেই তা ছুঁয়ে ফেলে দক্ষিণ আফ্রিকা নারী দল। যার ফলে প্রথম রাউন্ডেই বিশ্বকাপ থেকে বিদায়ঘণ্টা বেজে গেলো ভারতের। বাঁচা-মরার লড়াইয়ে চরম নাটকীয়ভাবে ৩ উইকেটে হেরে শেষ হলো ভারতের বিশ্বকাপ। ক্রাইস্টচার্চের হাগলি ওভালে তিন ফিফটিতে ভর করে ৭ উইকেট হারিয়ে ২৭৪ রানের বড় সংগ্রহ দাঁড় করিয়েছিল ভারত। জবাবে সমান ৭ উইকেটের বিনিময়ে ইনিংসের শেষ বলে ম্যাচ জিতে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। তারা ১১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় হয়ে নাম লেখালো সেমিতে।
ভারতের পরাজয়ে কপাল খুলেছে ওয়েস্ট ইন্ডিজ নারী দলের। ক্যারিবীয়রা ৭ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে চলে গেছে সেমিফাইনালে। অন্যদিকে সমান ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে বিদায় নিতে হলো ভারতীয় নারীদের। সেমিতে ওঠা অন্য দুই দল হলো ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। দক্ষিণ আফ্রিকার পক্ষে ব্যাট হাতে সর্বোচ্চ ৮০ রানের ইনিংস খেলেছেন ওপেনার লরা উলভার্ট। এছাড়া মিগনন ডু প্রিজ অপরাজিত ৫২ ও লারা গুডালের ব্যাট থেকে এসেছে ৪৯ রান। বাকি সবাই মাঝারি ইনিংস খেলে দলের জয়ে অবদান রেখেছেন।
এর আগে ভারতকে ২৭৪ রানে নেওয়ার পথে দুই ওপেনারই ফিফটির দেখা পান। স্মৃতি মান্ধানা ৭১ ও শেফালি ভার্মা করেন ৫৩ রান। পরে অধিনায়ক মিথালি শর্মা ৬৮ ও তারকা ব্যাটার হারমানপ্রিত কৌর খেলেন ৪৮ রানের ইনিংস।
স্পোর্টস ডেস্ক : একটি বাউন্সার সাকিব আল হাসানের হেলমেটে লাগানোর পরই যেন উজ্জীবিত হয়ে উঠেন আসিথা ফার্নান্ডো। ঠিক ন...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) আগামী মৌসুমে কিলিয়ান এমবাপেকে ক্লাবে রাখার আশা ছেড়ে দিয়েছে। তা...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : লিভারপুল হারলেই সব হিসেব নিকেশ শেষ হয়ে যেতো। এক ম্যাচ হাতে রেখে শিরোপা নিশ্চিত হয়ে যেতো ম্যানচেস্...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : চলতি চট্টগ্রাম টেস্টে বৃষ্টির পূর্বাভাস ছিল আগেই। তবু প্রথম তিনদিন কোন বাধা ছাড়াই মাঠে গড়িয়েছে খ...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : টেস্টে প্রত্যাবর্তনটা কি স্মরণীয় করে রাখতে যাচ্ছেন নাইম হাসান? দীর্ঘ ১৫ মাস পর টেস্ট দলে ফেরা এই অ...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ার ক্রিকেট তারকা ও দুইবারের বিশ্বকাপজয়ী অ্যান্ড্রু সাইমন্ডস গাড়ি দুর্ঘটনায় নিহত ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2022 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited