চট্টগ্রাম   বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪  

শিরোনাম

ছিনতাইকারীদের ছুরিকাঘাত আহত ৩ ছিনতাইকারীকে পুলিশে সোপর্দ

নিজস্ব প্রতিবেদক    |    ১১:০৬ এএম, ২০২১-০৫-২৩

ছিনতাইকারীদের ছুরিকাঘাত আহত ৩ ছিনতাইকারীকে পুলিশে সোপর্দ

নিজস্ব প্রতিবেদকঃ
করোনাভাইরাস মোকাবিলায় সরকার ঘোষিত লকডাইনের পর থেকে কক্সবাজারের বিভিন্নস্থানে ছিনতাইয়ের ঘটনা বেড়েই চলছে। 
সদরের লিংকরোডে কর্মস্থল থেকে বাসার ফেরার পথে মনি কামাল (২২) নামের এক হাসপাতাল কর্মচারী ছিনতাইকারীদের ছুরিতে গুরুতর আহত হয়েছেন। এসময় উত্তেজিত জনতা ওই তিন ছিনতাইকারীকে ধরে ফেলেন।

পরে তাদেরকে উপর্যুপরি পিটিয়ে পুলিশ সোপর্দ করেছে। শনিবার (২২ মে) বিকেলে রাবারড্রাম-আল বয়ান ইনস্টিটিউট সড়কে এ ঘটনা ঘটে। আহত যুবক সদরের খরুলিয়া সুতারচর এলাকার ইউসুফ আলীর ছেলে। তিনি কক্সবাজার সদর হাসপাতালের লিফট ম্যান হিসেবে কর্মরত রয়েছেন। তাকে ওই হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আটক তিন ছিনতাইকারী হলেন- রামুর দক্ষিণ মিঠাছড়ির ১নং ওয়ার্ডের শামসুল আলমের পুত্র আব্দুল মোতালেব (২০)। একই এলাকার মোজাম্মেল হকের পুত্র মোঃ রায়হান উদ্দিন প্রকাশ রনি (১৯)। ঝিলংজার ০৪ নং ওয়ার্ডের দক্ষিন মুহুরীপাড়ান মোং হাসানের পুত্র জুনায়েদ হাসান (২০)।

আহত যুবকের ভাই দয়ান জানান- কামাল শনিবার বিকেল সাড়ে ৪ টার দিকে কর্মস্থল থেকে টমটমযোগে বাড়ি ফিরছিলেন। এসময় ওই তিন ছিনতাইকারী তাকে টমটমসহ রাবারড্রাম সড়কে নিয়ে গিয়ে ঘিরে ফেলে। ছিনতাইকারীরা ধারালো ছুরি বের করে তার সঙ্গে থাকা টাকা-পয়সা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এ সময় তিনি বাধা দিতে গেলে ছিনতাইকারীরা তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে।

এতে তিনি চিৎকার দিলে আশেপাশের লোকজন ধাওয়া করে তিন ছিনতাইকারীকে ধাওয়া করে ধরে ফেলেন। পরে স্থানীয়রা ওই তিন ছিনতাইকারীকে পেটাতে শুরু করেন। পরে খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় স্থানীয়রা তিন ছিনতাইকারীকে পুলিশের কাছে সোপর্দ করেন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়।

খোঁজ নিয়ে জানা গেছে, শুধু মনি কামাল নয়, সম্প্রতি ছিনতাইকারীর কবলে পড়ছেন কক্সবাজার জেলার বহু মানুষ। অন্যদিকে গত ঈদের আগে শপিংমলমুখী অনেকে ছিনতাইয়ের শিকার হয়েছেন। ঈদের পর থেকে বেড়েছে কিশোর বয়সী ছিনতাইকারীদের অপতৎপরতা। তারা সুযোগ পেলেই শপিংমল কিংবা বাজারে আসা নারীদের ভ্যানিটি ব্যাগ টেনে দৌঁড়ে পালাচ্ছে বলে একাধিক সূত্রে জানা গেছে।

তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা যায়, করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবিলায় সরকারঘোষিত বিধিনিষেধের কারণে কক্সবাজারে মানুষের যাতায়াত কম। ফলে সন্ধ্যার পর কক্সবাজারের অধিকাংশ এলাকায় রাস্তা ফাঁকা হয়ে যায়। আর এই সুযোগ কাজে লাগিয়ে এক শ্রেণির উঠতি বয়সের তরুণরা রাস্তায় ওঁত পেতে থাকে। সুযোগ বুঝে মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নিচ্ছে তারা।
জানা যায়, উঠিত বয়সী এই ছিনতাইকারীদের বেশিরভাগই মাদকসেবী। মাদকের টাকার জন্যই তারা ছিনতাইয়ের মতো অপরাধে জড়াচ্ছে। বিধিনিষেধের কারণে রাস্তাঘাট ফাঁকা হওয়ায় তাদের এ অপতৎপরতা বেড়ে গেছে। মূলত যে অপরাধী চক্রগুলো মানুষের বাসা থেকে চুরি-ডাকাতি করত তারাই এখন ছিনতাইয়ের উদ্দেশ্যে রাস্তায় নেমেছে।

কেননা বিধিনিষেধের কারণে গত এক মাসে শহর কিংবা গ্রামের অধিকাংশ মানুষ বাসায় থেকেছে। ফলে এসব অপরাধী চক্রের বাসা-বাড়িতে চুরি করার সুযোগ কমে গেছে। ফলে বাসা ফাঁকা না পেয়ে ছিনতাইয়ের উদ্দেশ্যে পথে নেমেছে তারা।

সূত্রমতে, গত কয়েকমাসে ওই এলাকায় ২০টিরও বেশি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। কিন্তু এর মধ্যে অধিকাংশ ভুক্তভোগী থানায় অভিযোগ করছেন না। ফলে অভিযোগের ভিত্তিতে এসব চক্রের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার সুযোগ কম পাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো। শহরের বিভিন্ন এলাকাতেও বেশ কয়েকটি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এসব ঘটনার বেশিরভাগের ক্ষেত্রেই থানায় কোনো মামলা দায়ের করা হয়নি।

কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুনিরুল গীয়াস জানান, একজনকে ছুরিকাঘাত করার দায়ে তিনজনকে আটক করা হয়েছে। 
এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

রিটেলেড নিউজ

রাষ্টীয় শোকের দিনে জেলা আওয়ামী লীগের সভায় বক্তারা জামায়াত শিবিরের উগ্র নাশকতার বিচার হবে।

রাষ্টীয় শোকের দিনে জেলা আওয়ামী লীগের সভায় বক্তারা জামায়াত শিবিরের উগ্র নাশকতার বিচার হবে।

আমাদের ডেস্ক : : কোটাবিরোধী আন্দোলনের নামে সংঘটিত সহিংসতা, নাশকতা, অগ্নিসংযোগ, লুটপাট ও সন্ত্রাসী কর্মকাণ্ডে হতাহ...বিস্তারিত


হাজী মনজুর আলম কর্তৃক পূর্ব লারপাড়া কেন্দ্রীয় জামে মসজিদে জমি দান

হাজী মনজুর আলম কর্তৃক পূর্ব লারপাড়া কেন্দ্রীয় জামে মসজিদে জমি দান

নিজস্ব প্রতিবেদক :     প্রেস বিজ্ঞপ্তি ঃ কক্সবাজারের সু পরিচিত মানবিক ব্যক্তি হাজী মন্জুর  আলমের নিজের একটি ...বিস্তারিত


চকরিয়ায় জাল দলিলে ভাইয়ের সম্পত্তি আত্মসাৎ, স্বামীর সম্পত্তি ফিরে পেতে বিধবার আকুতি 

চকরিয়ায় জাল দলিলে ভাইয়ের সম্পত্তি আত্মসাৎ, স্বামীর সম্পত্তি ফিরে পেতে বিধবার আকুতি 

চকরিয়া প্রতিনিধি: :  কক্সবাজার, প্রতিনিধি :  কক্সবাজারের চকরিয়ায় মোহাম্মদ আব্দুল গাফফার এবং মোহাম্মদ সাহাবুদ্দিন ...বিস্তারিত


টেকনাফে মাদরাসা পড়ুয়া শিশু অপহরণের শিকার

টেকনাফে মাদরাসা পড়ুয়া শিশু অপহরণের শিকার

আমাদের ডেস্ক : : কক্সবাজারের টেকনাফে ‘পূর্বশত্রুতার জেরে’ দিনে-দুপুরে ‘দুর্ঘটনায় মায়ের মাথা ফাটার’ কথা জা...বিস্তারিত


টেকনাফের খালের উপর কাউন্সিলার মুজিবের  অবৈধ মার্কেট'নির্মান

টেকনাফের খালের উপর কাউন্সিলার মুজিবের  অবৈধ মার্কেট'নির্মান

টেকনাফ প্রতিনিধি : : বঙ্গোপসাগরের মিশ্রিত নাফনদের প্রধানমুখ কক্সবাজারের টেকনাফের কায়ুখখালী খাল দখল করে মার্কেট নির্...বিস্তারিত


মিয়ানমারে সংঘাত, টেকনাফ সীমান্তে গোলাগুলির শব্দ

মিয়ানমারে সংঘাত, টেকনাফ সীমান্তে গোলাগুলির শব্দ

আমাদের ডেস্ক : : মিয়ানমারের রাখাইন রাজ্যে দেশটির সশস্ত্র বাহিনীর সঙ্গে বিদ্রোহী আরাকান আর্মির (এএ) সংঘাতের কারণে ...বিস্তারিত



সর্বপঠিত খবর

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

আমাদের ডেস্ক : : ডেস্ক রিপোর্ট :: চট্টগ্রামস্থ  লোহাগাড়ার  কৃতি সন্তান প্রিয়ম চক্রবর্তী ক্যালিফোর্নিয়ায় ...বিস্তারিত


সদরের পি এম খালী ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী কেফায়ত উল্লাহর ঈদ শুভেচ্ছা

সদরের পি এম খালী ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী কেফায়ত উল্লাহর ঈদ শুভেচ্ছা

আমাদের ডেস্ক : : সদরের পি এম খালী ইউনিয়নের বর্তমান জনপ্রিয় চেয়ারম্যান আব্দুর রহিম মাস্টারের ভাগিনা পিএমখালী ব...বিস্তারিত



সর্বশেষ খবর