শিরোনাম
স্পোর্টস ডেস্ক | ০১:২৯ পিএম, ২০২২-০৩-১৬
প্রথমার্ধে সহজ সুযোগ নষ্ট করেন ডিফেন্ডার আয়েরমিক লাপোর্তে। ম্যাচে ম্যান সিটির ৭৯ শতাংশ বল নিজেদের নিয়ন্ত্রণে ছিল।
রুদ্ধশ্বাস পরিণতির দিকেই যাচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগ। সোমবার ম্যাঞ্চেস্টার সিটিকে রুখে দিল ক্রিস্টাল প্যালেস। পয়েন্ট টেবলে দুইয়ে থাকা লিভারপুল এখন পেপ গুয়ার্দিওয়ালার দলের থেকে পিছিয়ে মাত্র চার পয়েন্টে। ম্যান সিটির পয়েন্ট ২৯ ম্যাচে ৭০। লিভারপুলের এক ম্যাচ কম খেলে পয়েন্ট ৬৬। মহম্মদ সালাহরা বুধবার আর্সেনালকে হারালে ব্যবধান দাঁড়াবে মাত্র এক পয়েন্টের।
ক্রিস্টালের বিরুদ্ধে ম্যান সিটির তিন পয়েন্টই পাওয়ার কথা। দু’বার তাদের শট পোস্টে লাগে। প্রথমার্ধে সহজ সুযোগ নষ্ট করেন ডিফেন্ডার আয়েরমিক লাপোর্তে। ম্যাচে ম্যান সিটির ৭৯ শতাংশ বল নিজেদের নিয়ন্ত্রণে ছিল। বিপক্ষ গোলে শট ছিল ১৮টি! তার পরেও বিস্ময়কর ভাবে জেতেনি ম্যান সিটি।
তিন সপ্তাহ আগেও ম্যান সিটি টেবলে শীর্ষে ছিল দ্বিতীয় স্থানে থাকা দলের থেকে ১৩ পয়েন্ট এগিয়ে। লিভারপুল ছিল তিনে। এই মুহূর্তে অ্যানফিল্ডের ক্লাবের সবচেয়ে বড় সুবিধে, একটা ম্যাচ কম খেলা। হতে পারে এপ্রিলে সালাহদের সঙ্গে রাহিম স্টার্লিংদের দ্বৈরথেই এ বারের লিগের মীমাংসা হয়ে যাবে।
ম্যাচের ৩০ মিনিটে জোয়াও ক্যানসেলোর শট পোস্টে প্রতিহত হয়ে লাপোর্তের কাছে এসেছিল। যে শট বাইরে মারেন তিনি। দ্বিতীয়ার্ধে কেভিন দ্য ব্রুইনের একটা শটও পোস্টে লেগে বেরিয়ে যায়। রিয়াদ মাহরেজ়, বের্নার্দো সিলভা থেকে জ্যাক গ্রিলিশ, গোল নষ্টের কেউ পিছিয়ে ছিলেন না। প্রসঙ্গত এ বারের লিগে সোমবারই দ্বিতীয় বার কোনও ম্যাচে গোল করতে পারল না ম্যান সিটি। সেটা গত অক্টোবরে ক্রিস্টাল প্যালেসের কাছেই ০-২ হারের পরে প্রথম বার।
ম্যাচের পরে ম্যান সিটি তারকা বের্নাদো সিলভা বলেছেন, ‘‘শুধু মাত্র গোল করতে না পারার জন্যই তিন পয়েন্ট পেলাম না। তবে এখনও ন’টি ম্যাচ আছে। লিভারপুলের থেকে আমরা ভাল জায়গাতেও আছি। সেটাও কম নয়। ভুলে যাবেন না, ওদের এতিহাদে আমাদের সঙ্গেও খেলতে হবে।’’ যোগ করেন, ‘‘প্রিমিয়ার লিগে কোনও ক্লাবকে হারানোই সহজ নয়। আর ড্রয়ের থেকে জয় সবসময়ই ভাল। খুবই ভাল হত যদি লিভারপুলের থেকে ছ’পয়েন্টেই এগিয়ে থাকতে পারতাম। তবে যা হয়নি, তা নিয়ে এখন আর ভাবতে চাই না।’’
পেপ গুয়ার্দিওলার মন্তব্য, ‘‘ফুটবলে ভাগ্য বলে কিছু থাকতে পারে না। জিততে হলে গোল করতেই হত। সেটাই পারিনি। এমনিতে আমি দলের খেলায় হতাশ নই। গোলের সুযোগ তৈরি করাও বড় ব্যাপার। যেটা ছেলেরা প্রথম থেকে শেষ পর্যন্ত করেছে। আর আমরা এখনও এক নম্বরেই আছি।’’ শেষ পর্যন্ত দৌড়ে কে জেতে, সেটাই এখন দেখার।
আমাদের ডেস্ক : : ভোরে বঙ্গবন্ধু স্টেডিয়ামে হওয়ার কথা ছিল ক্রিকেটারদের ফিটনেস পরীক্ষা। কিন্তু সকাল থেকে গুড়ি গুড়ি ...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর বেশ কিছুদিন ফাঁকা সময়ই কেটেছে বাংলাদেশের ক্রিকেটে। ফের শুরু হতে যাচ...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : পাকিস্তান সফরকে কেন্দ্র করে ঘোষিত বাংলাদেশ ‘এ’ দলে তারকা ক্রিকেটারদের ছড়াছড়ি। দলে আছেন মুশফি...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ ফুটবলের প্রথম আসর অনুষ্ঠিত হয়েছিলো ১৯৩০ সালে। ২০৩০ সালে বিশ্বকাপের ১শ বছর পূর্ণ হবে। বি...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ এ’ দলের সঙ্গেই পাকিস্তান সফরে যেতে পারেন জাতীয় দলের দুই অভিজ্ঞ ব্যাটার মুশফিক...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : ৪ ͯ ১০০ মিটার ফ্রিস্টাইল রিলেতে কাল যুক্তরাষ্ট্রকে প্যারিস গেমসে প্রথম স্বর্ণপদক উপহার দিয়েছে যু...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2024 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited