শিরোনাম
স্পোর্টস ডেস্ক | ১২:৪৭ পিএম, ২০২২-০৩-১৩
বাংলাদেশ ও ভারতের বিপক্ষে সহজ দুই জয়ে রীতিমতো উড়ছিল স্বাগতিক নিউজিল্যান্ড। এক ঝটকায় তাদের মাটিতে নামিয়ে আনলো টুর্নামেন্টের হট ফেবারিট অস্ট্রেলিয়া। ওয়েলিংটনে নারী ওয়ানডে বিশ্বকাপের স্বাগতিকদের ১৪১ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে অসিরা।
রোববারের ম্যাচটিতে আগে ব্যাট করে এলিসা পেরির ফিফটি ও অ্যাশলে গার্ডনারের ঝড়ে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৬৯ রানের বড় সংগ্রহ দাঁড় করায় অস্ট্রেলিয়া। জবাবে অসিদের বোলিং তোপে ১২৮ রানেই গুটিয়ে গেছে নিউজিল্যান্ড।
এই জয়ের সুবাদে নারী ও পুরুষ ক্রিকেট মিলিয়ে বিশ্বের প্রথম দল হিসেবে নির্দিষ্ট কোনো প্রতিপক্ষের বিপক্ষে ১০০ ওয়ানডে জয়ের রেকর্ড গড়েছে অস্ট্রেলিয়া। কিউই নারীদের বিপক্ষে ১৩৩ ম্যাচ খেলে ১০০টিই জিতলো তারা, হেরেছে মাত্র ৩১টি।
এই রেকর্ডে দ্বিতীয় স্থানে আছে ভারতের পুরুষ ক্রিকেট দল। তারা শ্রীলঙ্কার বিপক্ষে জিতেছে ৯৩টি ওয়ানডে ম্যাচ। আর শুধু নারী ক্রিকেটের হিসেবে দুই নম্বরেও অস্ট্রেলিয়ার নারীরা। তারা ইংল্যান্ডের বিপক্ষে ৮২ ওয়ানডে খেলে জিতেছে ৫৬টিতে।
নিউজিল্যান্ডের বিপক্ষে ইতিহাসগড়া ম্যাচটিতে অসিদের নিরাপদ সংগ্রহ এনে দেওয়ার কৃতিত্ব পাবেন পেরি ও গার্ডনার। ক্যারিয়ারের ২৯তম ওয়ানডে ফিফটিতে ৮৬ বলে ৬৮ রান করেছেন তারকা অলরাউন্ডার পেরি। যেখানে ছিল ৬ চার ও ১ ছয়ের মার।
শেষ দিকে মাত্র ১৮ বলে ৪ চার ও ৪ ছয়ের মারে ৪৮ রানের টর্নেডো ইনিংস খেলেন গার্ডনার। যার সুবাদে শেষ ৫ ওভারে ৫৫ রান পায় অসিরা। এছাড়া তাহিয়া ম্যাকগ্রা ৫৬ বলে ৫৭, বেথ মুনি ৪৪ বলে ৩০ ও রাচেল হেইন্স করেন ৪৪ বলে ৩০ রান।
পরে রান তাড়া করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে নিউজিল্যান্ড। দলীয় সংগ্রহ মাত্র ৩৫ রান হতেই সাজঘরে ফিরে যান পাঁচ ব্যাটার। সেখান থেকে অ্যামি সাদারওয়েট (৪৪), লিয়া তাহুহু (২৩) ও ক্যাটে মার্টিনরা (১৯) পরাজয়ের ব্যবধান কমান।
অস্ট্রেলিয়ার পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন ডারসি ব্রাউন। আমান্দা জেড ওয়েলিংটন ও অ্যাশলে গার্ডনারের শিকার ২টি করে উইকেট। ব্যাটিংয়ে ৬৮ রানের পর বল হাতেও ১ উইকেট নিয়ে ম্যাচসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছে এলিসা পেরি।
স্পোর্টস ডেস্ক : দুবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন তারা। আবার ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা বরাবরই বিশ্বের...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : শ্বাসরুদ্ধকর সেমিফাইনাল জিতে নারী হকি বিশ্বকাপের ফাইনালে উঠে গেছে আর্জেন্টিনা। জার্মানির বিপক্...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : অবশেষে সত্যি হলো গুঞ্জন। আনুষ্ঠানিকভাবে রবার্ট লেওয়ানডস্কিকে দলে নেওয়ার ঘোষণা দিলো স্প্যানিশ জ...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : নিউজিল্যান্ডের সংগ্রহ ৩৬০ রান। জবাবে ৩৫৯ রান করে ফেলেছিল আয়ারল্যান্ড। নিউজিল্যান্ডের জয় মাত্র ১ ...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : এক সময় জিম্বাবুয়েকে ধরা হতো ক্রিকেটকের অন্যতম পরামশক্তি। অ্যান্ডি ফ্লাওয়ার, গ্র্যান্ট ফ্লাওয়ার ...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : গত বছরের সেপ্টেম্বরে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে মাঠে নেমেছিল আর্জেন্টিনা ও ব্রাজিল। কিন্তু পাঁচ ম...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2023 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited