শিরোনাম
স্পোর্টস ডেস্ক | ০২:৫২ পিএম, ২০২২-০৩-১০
অ্যান্টিগা টেস্টে সমানে সমান লড়ছে ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড। ম্যাচের দ্বিতীয় দিন শেষে সাম্যাবস্থায় রয়েছে দুই দল। ইংল্যান্ডের করা ৩১১ রানের চেয়ে ১০৯ রানে পিছিয়ে রয়েছে স্বাগতিক ক্যারিবীয়রা। জনি বেয়ারস্টোর ১৪০ রানের ইনিংসের পরও ৩১১ রানের বেশি করতে পারেনি ইংল্যান্ড। জবাবে দ্বিতীয় দিন শেষে ৪ উইকেট হারিয়ে ২০২ রান করেছে ওয়েস্ট ইন্ডিজ। তাদের এগিয়ে নিচ্ছেন এনক্রুমাহ বোনার ও জেসন হোল্ডার।
বুধবার ৬ উইকেটে ২৬৮ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে ইংলিশরা। সেখান থেকে আর ৪৩ রান যোগ করতে পেরেছে তারা। ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরিতে ১৪০ রান করে আউট হন বেয়ারস্টো। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে বল হাতে সর্বোচ্চ ৪ উইকেট নেন জেডন সিলস। এছাড়া কেমার রোচ, আলজারি জোসেফ ও জেসন হোল্ডারের শিকার ২টি করে উইকেট।
পরে ব্যাট করতে নেমে দলকে শুভসূচনা এনে দেন দুই ক্যারিবীয় ওপেনার কার্লোস ব্রাথওয়েট ও জন ক্যাম্পবেল। উদ্বোধনী জুটিতে আসে ৮৩ রান। ক্যাম্পবেল আউট হন ৩৫ রান করে। মাত্র ৬২ বলে ফিফটি করেন ব্রাথওয়েট। যা তার ক্যারিয়ারের দ্রুততম টেস্ট ফিফটি। তবে ব্যক্তিগত ৫৫ রানেই আউট হয়ে যান তিনি।
এরপর শামার ব্রুকস ১৮ ও জার্মেন ব্ল্যাকউড ১১ রান করে ফিরে গেলে ৪ উইকেটে ১২৭ রানের দলে পরিণত হয় ওয়েস্ট ইন্ডিজ। সেখান থেকে আর বিপদ ঘটতে দেননি বোনার ও হোল্ডার। দিনের শেষ ভাগে ৩১.৪ ওভারের জুটিতে ৭৫ রান যোগ করেছেন এ দুজন। দিন শেষে হোল্ডার ৪৩ ও বোনার ৩৪ রানে অপরাজিত রয়েছেন।
স্পোর্টস ডেস্ক : দুবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন তারা। আবার ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা বরাবরই বিশ্বের...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : শ্বাসরুদ্ধকর সেমিফাইনাল জিতে নারী হকি বিশ্বকাপের ফাইনালে উঠে গেছে আর্জেন্টিনা। জার্মানির বিপক্...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : অবশেষে সত্যি হলো গুঞ্জন। আনুষ্ঠানিকভাবে রবার্ট লেওয়ানডস্কিকে দলে নেওয়ার ঘোষণা দিলো স্প্যানিশ জ...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : নিউজিল্যান্ডের সংগ্রহ ৩৬০ রান। জবাবে ৩৫৯ রান করে ফেলেছিল আয়ারল্যান্ড। নিউজিল্যান্ডের জয় মাত্র ১ ...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : এক সময় জিম্বাবুয়েকে ধরা হতো ক্রিকেটকের অন্যতম পরামশক্তি। অ্যান্ডি ফ্লাওয়ার, গ্র্যান্ট ফ্লাওয়ার ...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : গত বছরের সেপ্টেম্বরে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে মাঠে নেমেছিল আর্জেন্টিনা ও ব্রাজিল। কিন্তু পাঁচ ম...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2023 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited