শিরোনাম
আমাদের ডেস্ক : | ১১:২৯ এএম, ২০২২-০৩-০৮
কিংবদন্তী সংগীতশিল্পী লতা মঙ্গেশকর ও সন্ধ্যা মুখোপাধ্যায় আর ভারতের খ্যাতনামা গায়ক, সুরকার ও সংগীত পরিচালক বাপ্পি লাহিড়ী স্মরণে চট্টগ্রামে অনুষ্ঠিত হলো সংগীত সন্ধ্যা।
সোমবার (৭ মার্চ) সন্ধ্যায় নগরীর থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে তিন শিল্পীর স্মরণ অনুষ্ঠানের আয়োজন করে চট্টগ্রামস্থ ভারতীয় সহকারী হাইকমিশন। অনুষ্ঠানে শিল্পীদের গাওয়া গানে তাদেরকে স্মরণ করা হয়। সাথে ছিল আবৃত্তি ও নৃত্য।
১৯৫১ সালে মুক্তি পাওয়া হিন্দি ‘সাজা’ চলচ্চিত্রে লতা মঙ্গেশকরের গাওয়া কালজয়ী গান ‘তুম না জানে কিস জাহান মে কো গেয়া’ গেয়ে অনুষ্ঠানের সূচনা করেন শিল্পী মন্দিরা চৌধুরী। ‘আজ ফির জানে কি তামান্না’ গানটি শোনান ডা. অনিন্দিতা চৌধুরী। ১৯৬৫ সালে মুক্তি পাওয়া ‘গাইড’ সিনেমায় গানটি গেয়েছিলেন লতা। ১৯৬৪ সালের ‘ও কৌন থি’ চলচ্চিত্রে গাওয়া ‘লাগ জা গলে’ গানটি করেন শিল্পী আশাবরী ইরাবান এবং ‘ও প্রজাপতি প্রজাপতি পাখনা মেলো’ গানটি করেন শিল্পী সেঁওতি বড়ুয়া। লতাকে স্মরণের পর ওড়িশি অ্যান্ড টেগোর ড্যান্স মুভমেন্ট সেন্টারের নৃত্য শিল্পীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় নৃত্য। আবৃতি পরিবেশন করেন প্রমা আবৃত্তি সংগঠনের সদস্যরা।
এরপর গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের বাংলা গান ‘মধুমালতী ডাকে আয়’ শোনান শিল্পী গার্গী দত্ত। ‘মায়াবতী মেঘে এলো’ শোনান মন্দিরা চৌধুরী, ‘শুধু গানের দিন শোনান জান্নাতুল ফেরদৌস সামিহা এবং ডা. অনিন্দিতা চৌধুরী শোনান হয়তো কিছু নাহি পাব’।
বাপ্পী লাহিড়ীর গাওয়া ‘ইয়াদ আরা হে’, ‘আই অ্যাম অ্যা ডিসকো ড্যান্সার’, ‘আমার এই জীবন মরণ’ এবং বাংলা-হিন্দি মিশ্রণে ‘চিরদিনই আমি যে তোমার/ দিল মে হো তুম...’- গানগুলো গেয়ে শোনান সংগীতশিল্পী প্রীতম ভট্টাচার্য। ১৯৭১ সালের সাতই মার্চ বঙ্গবন্ধুর সেই ঐতিহাসিক ভাষণকে স্মরণ করে জাতির জনকের প্রতি শ্রদ্ধা জানিয়ে ‘শোনো একটি মুজিবরের থেকে...’ গানটিও পরিবেশন করেন প্রীতম ভট্টাচার্য। তিন শিল্পীর প্রতি শ্রদ্ধা জানিয়ে বাংলাদেশে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার রাজীব রঞ্জন বলেন, ‘তিন জন কিংবদন্তী শিল্পী এ বছর আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন। আমরা গানের মধ্য দিয়ে তাদের স্মরণ করছি। তিন শিল্পীই হাজার বছর ধরে আমাদের মাঝে বেঁচে থাকবেন। তাদের গানের মধ্য দিয়ে তারা দর্শক-শ্রোতাদের মধ্যে বেঁচে থাকবেন। ’ আবৃত্তিশিল্পী রাশেদ হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড.শিরিণ আখতার, মিসেস সুস্মিতা রঞ্জন, ফাস্ট সেক্রেটারি উদত ঝা, রাশিয়ান কনসুল্যান্ট জেনারেল স্থপতি আশিক ইমরান।
আমাদের ডেস্ক : : বাংলাদেশের আকাশ আজ দেশদ্রোহী, জুলুমবাজ,লুটেরা মাফিয়ার কালো মেঘে ছেয়ে গেছে। রাজনীতিকে ঢাল হিসেবে ...বিস্তারিত
আমাদের ডেস্ক : : চট্টগ্রাম ও ঢাকায় ১৫টি চেক প্রতারণার মামলায় ৯টিতে সাজাপ্রাপ্ত আসামি আবদুল হককে গ্রেফতার করেছে র&zw...বিস্তারিত
আমাদের ডেস্ক : : আদালতে আত্মসমর্পণ করেছেন টেকনাফ মডেল থানার বরখাস্ত হওয়া ওসি প্রদীপ কুমার দাশের স্ত্রী চুমকি কারণ...বিস্তারিত
আমাদের ডেস্ক : : চট্টগ্রাম বন্দর ভবনের সামনে নৌ-নিরাপত্তা সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় নিরাপদ ও দুর্ঘটনাম...বিস্তারিত
আমাদের ডেস্ক : : চট্টগ্রাম আকবর শাহ এলাকায় একটি মুরগির খাদ্যের গুদামে অগ্নিকাণ্ড ঘটেছে। শনিবার (২২ মে) সকাল ৯টার দি...বিস্তারিত
আমাদের ডেস্ক : : দেশের প্রধান সমুদ্রবন্দর চট্টগ্রামে কনটেইনার ওঠানামার সরঞ্জামের বহরে যুক্ত হলো আরও দুটি কী গ্যা...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2023 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited