শিরোনাম
স্পোর্টস ডেস্ক | ১১:৩৭ এএম, ২০২২-০৩-০৬
লা লিগায় টানা তৃতীয় জয় তুলে নিল রিয়াল মাদ্রিদ। সর্বশেষ রিয়াল সোসিয়েদাদকে বড় ব্যবধানে হারিয়ে শীর্ষস্থান আরও মজবুত করেছে কার্লো আনচেলত্তির দল।
শনিবার রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে ৪-১ গোলে জিতেছে লস ব্ল্যাঙ্কোসরা। একটি করে গোল করেছেন কামাভিঙ্গা, লুকা মদ্রিচ, করিম বেনজেমা ও মার্কো আসেনসিও। তবে ম্যাচের প্রথম গোলটি এসেছিল সোসিয়েদাদের মিকেল ওয়ারজালের পা থেকে।
রক্ষণের ভুলে শুরুর ১০ মিনিটেই পিছিয়ে পড়ে রিয়াল মাদ্রিদ। পেনাল্টি থেকে গোল করে সোসিয়েদাদকে এগিয়ে নেন ওয়ারজাবাল। গোল হজমের পর ম্যাচে ফিরতে মরিয়া রিয়াল এদুয়ার্দো কামাভিঙ্গার গোলে সমতা ফেরায়। ৪০তম মিনিটে পোস্টের ৩৫ গজ দূর থেকে দূরপাল্লার শটে লক্ষ্যভেদ করেন কামাভিঙ্গা। এর তিন মিনিট বাদেই ব্যবধান বাড়ান লুকা মদ্রিচ। ২৫ গজ দূর থেকে বাম পায়ের বাঁকানো শটে দুরের পোস্টের উপরের দিকে বল জালে জড়ান এই ক্রোয়েশিয়ান মিডফিল্ডার।
দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়ায় রিয়াল। ৭৬তম মিনিটে ভিনিসিয়ুস জুনিয়রকে বক্সের ভেতর ফাউল করার পেনাল্টি পায় আনচেলত্তির দল। পেনাল্টি থেকে স্বাগতিকদের তৃতীয় গোল এনে দেন বেনজেমা। ৭৯তম মিনিটে সোসিয়েদাদের কফিনে শেষ পেরেক ঠুকে দেন বদলি নামা আসেনসিও। এই নিয়ে ২৭ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে শীর্ষ অবস্থান আরো মজবুত করল রিয়াল। সমান ম্যাচে ৫৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে সেভিয়া এবং ৪৪ পয়েন্ট নিয়ে ষষ্ঠ অবস্থানে সোসিয়েদাদ। ২৫ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে বার্সেলোনা।
স্পোর্টস ডেস্ক : দুবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন তারা। আবার ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা বরাবরই বিশ্বের...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : শ্বাসরুদ্ধকর সেমিফাইনাল জিতে নারী হকি বিশ্বকাপের ফাইনালে উঠে গেছে আর্জেন্টিনা। জার্মানির বিপক্...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : অবশেষে সত্যি হলো গুঞ্জন। আনুষ্ঠানিকভাবে রবার্ট লেওয়ানডস্কিকে দলে নেওয়ার ঘোষণা দিলো স্প্যানিশ জ...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : নিউজিল্যান্ডের সংগ্রহ ৩৬০ রান। জবাবে ৩৫৯ রান করে ফেলেছিল আয়ারল্যান্ড। নিউজিল্যান্ডের জয় মাত্র ১ ...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : এক সময় জিম্বাবুয়েকে ধরা হতো ক্রিকেটকের অন্যতম পরামশক্তি। অ্যান্ডি ফ্লাওয়ার, গ্র্যান্ট ফ্লাওয়ার ...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : গত বছরের সেপ্টেম্বরে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে মাঠে নেমেছিল আর্জেন্টিনা ও ব্রাজিল। কিন্তু পাঁচ ম...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2023 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited