শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ১২:৫০ পিএম, ২০২২-০২-২৩
চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (চবিসাস) নবনির্বাচিত কমিটির সদস্যরা।
মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টায় সিইউজে কার্যালয়ে শুভেচ্ছা বিনিময় করেন সংগঠনটির নেতারা। এসময় উপস্থিত ছিলেন সিইউজে সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি রতন কান্তি দেবাশীষ, যুগ্ম সম্পাদক সবুর শুভ এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক যুগ্ম মহাসচিব তপন চক্রবর্তী।
চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আলী নব-নির্বাচিত কমিটিকে অভিনন্দন জানান। তিনি বলেন, আপনাদের মধ্য থেকেই একদিন দেশসেরা সাংবাদিক গড়ে উঠবে। এখান থেকেই কেউ হয়তো বাংলাদেশে সাংবাদিকদের নেতৃত্ব দেবে। আমরাও এটাই চাই। তাই পড়ালেখার পাশাপাশি নিজের কাজটি ভালোভাবে করুন এবং নিজেকে যোগ্য করে তুলুন। সিইউজের সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয় সাংবাদিকতা কতটা চ্যালেঞ্জিং, সেটা কম-বেশি আমরা সবাই জানি। আপনারা সেই বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা করছেন। এ চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারলে একজন ভালো সাংবাদিক হিসেবে গড়ে ওঠা সম্ভব। সবসময় শিক্ষার্থীদের স্বার্থের কথা চিন্তা করবেন। আপনাদের লেখাতে যেন শিক্ষার্থীদের কথাগুলো উঠে আসে।
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক যুগ্ম মহাসচিব ও বাংলানিউজটোয়েন্টিফোর.কম এর ডেপুটি এডিটর তপন চক্রবর্তী বলেন, ২০১৮ সালে আজকের এই দিনে (২২ ফেব্রুয়ারি) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটেছিল। সে সময় চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন তাৎক্ষণিক মানববন্ধন করে প্রতিবাদ জানিয়েছে। সাংবাদিক ইউনিয়ন আপনাদের পাশেই আছে। আপনাদের যেকোনও প্রতিকূল পরিস্থিতিতে সাংবাদিক ইউনিয়নকে পাশে পাবেন। শুভেচ্ছা বিনিময়কালে আরও উপস্থিত ছিলেন চবি সাংবাদিক সমিতির নব-নির্বাচিত কমিটির সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক রায়হান উদ্দিন, সহ-সভাপতি আহমাদ সালমান সাকিব, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব এ রহমান, দফতর ও প্রচার-প্রকাশনা সম্পাদক ইমাম ইমু, কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ আজহার, চবিসাসের সাবেক সাধারণ সম্পাদক তাসনীম হাসান ও সাবেক সভাপতি সৈয়দ বাইজিদ ইমন।
নাসির আহমাদ রাসেল : ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক সমৃদ্ধির অর্জনের লক্ষ্যে একটি নতুন অর্থনৈতিক জোট...বিস্তারিত
ঢাকা অফিস :: : দেশের বিভিন্ন অঞ্চলে শনিবারও (২৮ মে) কালবৈশাখী ঝড় ও বৃষ্টি হতে পারে। অন্যদিকে কয়েকটি জেলায় তাপপ...বিস্তারিত
ঢাকা অফিস :: : র্যাগ ডে’র নামে শিক্ষাপ্রতিষ্ঠানে ডিজে পার্টি, উদ্যম নৃত্য, বুলিং, অশ্লীলতা ও নগ্নতা বন্ধে প্র...বিস্তারিত
ঢাকা অফিস :: : কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, পেঁয়াজ উৎপাদনে দেশ শুধু স্বয়ংসম্পূর্ণ নয়, আগামী কয়েক বছর...বিস্তারিত
ঢাকা অফিস :: : পবিত্র রমজানে খতম তারাবি পড়ার সময় দেশের সব মসজিদে একই পদ্ধতিতে কোরআন খতমের জন্য মসজিদের ইমাম, কমিট...বিস্তারিত
আমাদের ডেস্ক : : হিজরি বর্ষের অষ্টম মাসের নাম শাবান। এর পরের মাসই হলো- পূণ্যের বসন্তকাল পবিত্র রমজান মাস। তাই শাবা...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2023 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited