শিরোনাম
আমাদের ডেস্ক : | ০১:৪৬ পিএম, ২০২২-০২-১৭
গাণিতিক পারদর্শিতায় দেশসেরা শিক্ষার্থীদের খুঁজে বের করার লক্ষ্যে বাংলাদেশে এক যুগ ধরে আয়োজন করা হচ্ছে গণিত অলিম্পিয়াড। এ প্রতিযোগিতার বাছাইকৃত শিক্ষার্থীরা বিশ্বমঞ্চে প্রতিনিধিত্ব করে বাংলাদেশের।
প্রতিযোগিতায় সেরাদের একজন হতে পারা একজন শিক্ষার্থীর জীবনের অন্যতম অর্জন। মর্যাদাপূর্ণ এ প্রতিযোগিতার সর্বশেষ আসর ‘১২তম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড ২০২১’-এ চট্টগ্রাম থেকে একমাত্র প্রতিযোগী হিসেবে সেরা পাঁচে স্থান করে নিয়েছেন ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির (ইডিইউ) শিক্ষার্থী তানজিম মুশফিক আহমেদ। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের স্নাতক পর্যায়ের এ শিক্ষার্থী জাতীয় প্রতিযোগিতায় অর্জন করেছে ৫ম স্থান। এতে আনন্দিত ইডিইউর শিক্ষক, সহপাঠীরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে সকলের অভিনন্দনে আপ্লুত তানজিম ১৬ ফেব্রুয়ারি বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আসেন ইডিইউর প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান সাঈদ আল নোমানের সঙ্গে সৌজন্য সাক্ষাতে।
অনন্য এ অর্জনে তানজিমকে অভিনন্দন জানিয়ে সাঈদ আল নোমান বলেন, গণিত অলিম্পিয়াডের মতো প্রতিযোগিতায় সেরা পাঁচে স্থান পাওয়া কেবল একটি অর্জনই নয়, একইসাথে বিশেষ দায়িত্বও। মেধা ও দক্ষতাকে কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার, বিশ্বমঞ্চে তুলে ধরার দায়িত্ব। উচ্চশিক্ষাকে কেবল ডিগ্রিতে সীমাবদ্ধ না রেখে মেধা ও দক্ষতাগত উৎকর্ষতা তৈরিতে কাজ করছে আমাদের বিশ্ববিদ্যালয়। শিক্ষার্থীরাই ইডিইউর ব্র্যান্ড অ্যাম্বাসেডর। দেশে-বিদেশে নানা প্রতিযোগিতায়, চাকরি বা গবেষণাক্ষেত্রে কৃতিত্বের স্বাক্ষর রাখছে এবং দেশের মুখ উজ্জ্বল করছে ইডিইউর শিক্ষার্থীরা।
এ সময় উপস্থিত ছিলেন ইডিইউর স্কুল অব ইঞ্জিনিয়ারিংয়ের অ্যাসোসিয়েট ডিন প্রফেসর ড. মুহাম্মদ নাজিম উদ্দিন। এ অলিম্পিয়াডে ইডিইউ থেকে পাঁচজন শিক্ষার্থী অংশ নেয়। এ দলের দায়িত্বে ছিলেন ইডিইউ স্কুল অব ইঞ্জিনিয়ারিংয়ের লেকচারার মাসকি চৌধুরী সূর্য। ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি শিক্ষার্থীদের মাঝে গণিত, বিশ্লেষণী দক্ষতা, ইংরেজি, গবেষণার মতো বিষয়ে দক্ষতা গড়ে তুলতে বিশেষ জোর দিচ্ছে। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরপরই নবীন শিক্ষার্থীদের অ্যাক্সেস একাডেমির মাধ্যমে উচ্চশিক্ষার জন্য পৃথকভাবে প্রস্তুত করে তোলা হচ্ছে। ফলে শিক্ষার্থীরা এসব বিষয়ে দক্ষতার তারতম্য কাটিয়ে উঠছে বিশ্ববিদ্যালয় জীবনের প্রথম পর্যায়েই।
তানজিম মুশফিক আহমেদ তার এ অর্জনে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও ফ্যাকাল্টি মেম্বারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, শিক্ষার্থীদের পরিচর্যায় ইডিইউ নানা সুযোগ-সুবিধা প্রদান করছে। এতে বিষয়গত জ্ঞানের পাশাপাশি আরো বিভিন্ন ক্ষেত্রে শিক্ষার্থীরা বিকশিত হয়ে উঠছে। ভবিষ্যতে ইডিইউর শিক্ষার্থীরা জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে আরো উন্নত ফল বয়ে আনবে।
আমাদের ডেস্ক : : চট্টগ্রাম ও ঢাকায় ১৫টি চেক প্রতারণার মামলায় ৯টিতে সাজাপ্রাপ্ত আসামি আবদুল হককে গ্রেফতার করেছে র&zw...বিস্তারিত
আমাদের ডেস্ক : : আদালতে আত্মসমর্পণ করেছেন টেকনাফ মডেল থানার বরখাস্ত হওয়া ওসি প্রদীপ কুমার দাশের স্ত্রী চুমকি কারণ...বিস্তারিত
আমাদের ডেস্ক : : চট্টগ্রাম বন্দর ভবনের সামনে নৌ-নিরাপত্তা সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় নিরাপদ ও দুর্ঘটনাম...বিস্তারিত
আমাদের ডেস্ক : : চট্টগ্রাম আকবর শাহ এলাকায় একটি মুরগির খাদ্যের গুদামে অগ্নিকাণ্ড ঘটেছে। শনিবার (২২ মে) সকাল ৯টার দি...বিস্তারিত
আমাদের ডেস্ক : : দেশের প্রধান সমুদ্রবন্দর চট্টগ্রামে কনটেইনার ওঠানামার সরঞ্জামের বহরে যুক্ত হলো আরও দুটি কী গ্যা...বিস্তারিত
আমাদের ডেস্ক : : চট্টগ্রামের বন্দর থানাধীন নিমতলা এলাকায় নুরুল ইসলাম (৬২) নামের এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার কর...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2022 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited