শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক | ০৫:০০ পিএম, ২০২২-০২-১৬
ভারতের ত্রিপুরা রাজ্যের গোমতী নদীতে ১০টি জেটি নির্মাণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিগগির ৪০ কিলোমিটার দীর্ঘ এই জলপথের ড্রেজিংয়ের কাজও শুরু করা হবে। কেন্দ্রীয় সরকারের কাছ থেকে এজন্য প্রায় ২৫ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বুধবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা জানান। তিনি বলেন, সোনামুড়ার কাছে শ্রীমন্তপুরের ইনল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্ট টার্মিনালের উন্নত পরিকাঠামো ও সংস্কারের জন্য ইনল্যান্ড ওয়াটারওয়েজ অথরিটি অব ইন্ডিয়া ও ল্যান্ডপোর্টস অথরিটি অব ইন্ডিয়াসহ ত্রিপুরা সরকারের পরিবহণ দপ্তরের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। ভারত সরকারের বন্দর মন্ত্রী সর্বানন্দ সনোয়ালের উপস্থিতিতেই এটি স্বাক্ষরিত হয়।
রাজ্য সরকারের অতিথিশালার কনফারেন্স হলে এর আগেই মঙ্গলবার রাতে সমঝোতা স্মারক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শুরুতেই সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা এই সমঝোতা স্মারক স্বাক্ষর করেন এবং চুক্তিপত্র বিনিময় করেন। সে সময় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবও উপস্থিত ছিলেন। এরপরই মুখ্যমন্ত্রী বলেন, সোনামুড়া থেকে বাংলাদেশের দাউদকান্দি পর্যন্ত গোমতী নদীতে জলপথ চালু হয়ে গেলে রাজ্যের পরিকাঠামো উন্নয়ন অনেকটাই সহজ হবে। এতে সোনামুড়া থেকে কুমিল্লা পর্যন্ত নৌ-যোগাযোগ চালু হবে। তিনি বলেন, হলদিয়া বন্দরের মাধ্যমে ত্রিপুরায় স্টিল, সিমেন্টসহ অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী আনতে এখন খরচ পড়ে অনেক বেশি। এক্ষেত্রে জলপথে পরিবহন খরচ কয়েক গুণ কমে আসবে।
মুখ্যমন্ত্রী আরও বলেন, রাজ্যের হাওড়া, দেও এসব নদীতেও ড্রেজিংয়ের মাধ্যমে নাব্যতা বাড়িয়ে আগামী দিনগুলোতে জলপথের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থাকে আরও উন্নত করতে কেন্দ্রীয় সরকারের কাছে ইতিমধ্যেই প্রস্তাবও পাঠানো হয়েছে। তিনি জানান, চট্টগ্রাম বন্দর চালু হলে মৈত্রী সেতুর মধ্য দিয়ে প্রকৃত পক্ষেই ত্রিপুরা উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোর জন্য করিডোর হয়ে উঠবে। এদিকে মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) সমঝোতা স্বাক্ষর অনুষ্ঠানের পর কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সনোয়াল বলেন, জনগণের কাছে চিকিৎসা পরিষেবার সুযোগ বেশি করে পৌঁছে দেওয়ার বিষয়ে আয়ুষের ক্ষেত্রেও গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর ঐকান্তিক চেষ্টায় আয়ুষ শুধু দেশের মধ্যে সীমাবদ্ধ না থেকে এখন বিদেশেও অনেক বেশি গুরুত্ব পাচ্ছে।
ত্রিপুরার ক্ষেত্রে আয়ুষে বিশেষ সম্ভাবনার কথা তুলে ধরে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, রাজ্যে আরও ৫০টি আয়ুষ হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টার স্থাপনের জন্য কেন্দ্রীয় সরকার প্রস্তুত রয়েছে। এছাড়াও ত্রিপুরা রাজ্যে ১৫ কোটি টাকা ব্যয়ে ৫০ শয্যার আরও একটি আয়ুষ হাসপাতাল স্থাপন করার কথাও ঘোষণা করেন তিনি। কেন্দ্রীয় মন্ত্রী আরও বলেন, উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোর সার্বিক উন্নয়নে প্রধানমন্ত্রী বিশেষ গুরুত্ব দিয়েছেন। সেজন্য ত্রিপুরার বিকাশেও বিশেষ নজর দিয়েছে কেন্দ্রীয় সরকার। রাজ্য সরকারের তরফ থেকে কেন্দ্রীয় সরকারকে যে সকল প্রস্তাব দেওয়া হচ্ছে সেগুলো অত্যন্ত আন্তরিকতার সঙ্গে বিবেচনা করা হবে। সমঝোতা স্বাক্ষর অনুষ্ঠানে গোমতী নদীতে ড্রেজিংয়ের জন্য কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে দুই হাজার ৪৮৩ কোটি টাকা বরাদ্দ করায় কেন্দ্রীয় মন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন রাজ্যের পরিবহণ মন্ত্রী প্রণজি সিং রায়। পাশাপাশি ত্রিপুরায় পর্যটন শিল্পের বড় সম্ভাবনার কথাও উল্লেখ করেন তিনি।
আন্তর্জাতিক ডেস্ক : ডিপথেরিয়া রোগে আক্রান্ত হয়ে পাকিস্তানে ৩৯ জন শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থ...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন প্রথমবারের মতো তার মেয়েকে প্রকাশ্যে আনলেন। শুক্রবার (১৮ নভেম...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর ৭৪টি অস্ত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের অর্থনৈতিক মন্দা কাটিয়ে উঠতে দেশটিকে ৯০০ কোটি ডলার অর্থ সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে চী...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : সুদানের দক্ষিণ-পূর্ব ব্লু নাইল রাজ্যে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর দুটি গ্রুপের সংঘর্ষে অন্তত ৩৩ জন নিহত হয়...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : গ্রিসের উত্তরাঞ্চলের শহর কাভালার কাছে একটি কার্গো প্লেন বিধ্বস্ত হয়েছে বলে জানা গেছে। ইউক্রেনের ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2023 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited