শিরোনাম
আমাদের ডেস্ক : | ০৫:১০ পিএম, ২০২২-০২-১৪
বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবীর বলেছেন, সরকারের একার পক্ষে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন সম্ভব নয়। বিভিন্ন সমস্যা থাকার পরও করোনা মোকাবিলার পাশাপাশি স্বাস্থ্যখাতে রাজধানী ঢাকার তুলনায় চট্টগ্রাম এখনও পর্যন্ত সুনামের সাথে কাজ করে যাচ্ছে। স্বাস্থ্য অধিদফতরের জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনায় চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের সম্মেলন কক্ষে বেসরকারি হাসপাতালের ডাক্তার-নার্সদের নিয়ে ‘শিশুবান্ধব হাসপাতাল কর্মসূচি’ বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। সোমবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ১০টায় ডা. হাসান শাহরিয়ার কবীর এ কর্মশালা উদ্বোধন করেন। সভাপতির বক্তব্যে তিনি আরও বলেন, ডাক্তার-নার্সরা আরও আন্তরিক হলে শিশুবান্ধব হাসপাতাল ও পরবর্তীতে নারীবান্ধব হাসপাতাল গড়াসহ চট্টগ্রামে স্বাস্থ্য ব্যবস্থাপনায় ঈর্ষনীয় সাফল্য আসবে। ২০৩০ সালের মধ্যে এসডিজি অর্জনের লক্ষ্যে শিশু মৃত্যুর হার কমিয়ে সরকারি উদ্যোগের সাথে বেসরকারি খাতকে সম্পৃক্তকরণে দেশের বেসরকারি হাসপাতালগুলোকে শিশুবান্ধব হাসপাতালে রূপান্তর করতে এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে।সরকারি-বেসরকারি পর্যায়ে ডাক্তার-নার্সদের সমন্বিত উদ্যোগের ফলে সর্বত্র শিশুবান্ধব হাসপাতাল গড়া সম্ভব বলে মন্তব্য করেন তিনি। দেশের সকল বিভাগীয় ও জেলা শহরে পর্যায়ক্রমে ‘শিশুবান্ধব হাসপাতাল কর্মসূচি’ বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হবে বলেও জানান বিভাগীয় স্বাস্থ্য পরিচালক।বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যালয়ের জুনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ হোসাইনের সঞ্চালনায় কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিভাগীয় উপ-পরিচালক (স্বাস্থ্য) ডা. মো. শাখাওয়াত উল্লাহ ও সহকারী পরিচালক (প্রশাসন) ডা. সুমন বড়ুয়া।
কর্মশালার উদ্বোধনী দিনে মাতৃ ও শিশুস্বাস্থ্য বিষয়ে প্রশিক্ষণ দেন চট্টগ্রাম মেডিক্যাল কলেজের সহযোগী অধ্যাপক (শিশু) ডা. জেবীন চৌধুরী ও চট্টগ্রাম জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট ডা. রওশন আরা বেগম শিমুল। কর্মশালায় নগরের বেসরকারি পার্কভিউ হাসপাতাল, ম্যাক্স হাসপাতাল, সিএসসিআর ও ন্যাশনাল হাসপাতালের ডাক্তার-নার্সরা অংশ নেন।
আমাদের ডেস্ক : : দেশের প্রধান সমুদ্রবন্দর চট্টগ্রামে কনটেইনার ওঠানামার সরঞ্জামের বহরে যুক্ত হলো আরও দুটি কী গ্যা...বিস্তারিত
আমাদের ডেস্ক : : চট্টগ্রামের বন্দর থানাধীন নিমতলা এলাকায় নুরুল ইসলাম (৬২) নামের এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার কর...বিস্তারিত
আমাদের ডেস্ক : : ব্যাপক ক্ষোভ, নানান অনিশ্চয়তা কাটিয়ে আজ বসছে ১১৩তম ঐতিহ্যবাহী লালদীঘির আব্দুল জব্বারের বলী খেলা।...বিস্তারিত
আমাদের ডেস্ক : : ‘চট্টগ্রামের ঐতিহাসিক লালদীঘির জব্বারের বলীখেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ২৫ এপ্রিল। আগে এ খেল...বিস্তারিত
আমাদের ডেস্ক : : কক্সবাজার থেকে কুরিয়ারে আসা ইয়াবা নিয়ে চট্টগ্রামে পাচারের সময় মো. এরশাদ (২৬) নামের এক যুবককে গ্রেফ...বিস্তারিত
আমাদের ডেস্ক : : চট্টগ্রাম মহানগরীর চারটি বাজারে অভিযান চালিয়ে ২৫ প্রতিষ্ঠানকে ১ লাখ ১১ হাজার টাকা জরিমানা করেছে ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2022 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited