শিরোনাম
স্পোর্টস ডেস্ক | ০১:৫০ পিএম, ২০২২-০২-১৩
মৌসুমের শুরু থেকেই রীতিমতো উড়ছে ম্যানচেস্টার সিটি। একের পর এক জয়ের এগিয়ে যাচ্ছে ব্যাক টু ব্যাক শিরোপার পথে। সেই ধারাবাহিকতায় শনিবার রাতে নরউইচ সিটিকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে পেপ গার্দিওলার শিষ্যরা।
এ নিয়ে টানা ১৫ ম্যাচ অপরাজিত রইলো তারা। পয়েন্ট টেবিলেও নিরাপদ দূরত্ব বজায় রাখলো দুইয়ে থাকা লিভারপুলের সঙ্গে। নরউইচের মাঠে গিয়ে পাওয়া বড় জয়ের মূল কারিগর ইংলিশ ফরোয়ার্ড রহিম স্টার্লিং। তিনি একাই করেছেন তিন গোল।
নরউইচের মাঠে খেলতে গিয়ে ম্যাচের প্রথম মিনিটেই এগিয়ে যেতে পারতো সিটিজেনরা। কিন্তু রিয়াদ মাহরেজের পাস থেকে বার্নার্দো সিলভার শট দূরের পোস্টে বাধা পেয়ে ফেরত আসে। ফলে গোলবঞ্চিত হয় ম্যান সিটি।
তবে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি তাদের। ম্যাচের বয়স ত্রিশ মিনিট পেরোতেই প্রথম গোল করেন স্টার্লিং। ডান দিক থেকে কাইল ওয়াকারের এগিয়ে দেওয়া বল ধরে কোনাকুনি শটে ঠাণ্ডা মাথার ফিনিশিংয়ে সিটিকে লিড এনে দেন এ ফরোয়ার্ড।
এই এক গোল নিয়েই বিরতিতে যায় তারা। দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান দ্বিগুণ করেন ফিল ফোডেন। জটলার মধ্য থেকে তার শট কোনোমতে গোললাইন পেরিয়ে যায়। এরপর ৭০ মিনিটের মাথায় নিজের দ্বিতীয় গোলটি করেন স্টার্লিং।
আর হ্যাটট্রিক পূরণের জন্য অপেক্ষা করতে হয় একদম ৯০ মিনিট পর্যন্ত। নির্ধারিত সময়ের শেষ মিনিটে ডি-বক্সের মধ্যে ফাউলের শিকার হন বদলি হিসেবে নামা লিয়াম ডেলাপ। স্পট কিক থেকে গোল করে নিজের হ্যাটট্রিক পূরণ করেন ইংলিশ ফরোয়ার্ড।
এ জয়ের পর ২৫ ম্যাচে ২০ জয় ও ৩ ড্রয়ে ৬৩ পয়েন্ট রয়েছে ম্যান সিটির ঝুলিতে। এক ম্যাচ কম খেলে ১৭ পয়েন্ট নিয়ে ১৮ নম্বরে রয়েছে নরউইচ সিটি। দুইয়ে থাকা লিভারপুলের সংগ্রহ ২৩ ম্যাচে ৫১ পয়েন্ট।
স্পোর্টস ডেস্ক : মৌসুমের একেবারে শেষ ম্যাচ। শেষ ম্যাচে ঘরের মাঠে রেলিগেশনের মুখোমুখি থাকা মেটজের মুখোমুখি প্যারি...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : চার ম্যাচ হাতে রেখে স্প্যানিশ লা লিগার শিরোপা নিশ্চিত করেছিল রিয়াল মাদ্রিদ। বাকি থাকা চার ম্যাচে ...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : ইতালির বিপক্ষে আসন্ন ফাইনালিসিমার জন্য চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে আর্জেন্টিনা। প্রাথমিকভাবে ঘ...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : আইপিএলের প্রথম পর্বে নিজেদের শেষ ম্যাচে ডু অর ডাই পরিস্থিতিতে পড়ে গেছে দিল্লি ক্যাপিট্যালস। আজ র...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : একটি বাউন্সার সাকিব আল হাসানের হেলমেটে লাগানোর পরই যেন উজ্জীবিত হয়ে উঠেন আসিথা ফার্নান্ডো। ঠিক ন...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) আগামী মৌসুমে কিলিয়ান এমবাপেকে ক্লাবে রাখার আশা ছেড়ে দিয়েছে। তা...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2022 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited