চট্টগ্রাম   শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪  

শিরোনাম

ঝড় তুললেন ডু প্লেসি-ডেলপোর্ট, ফিরেই সপ্রতিভ লিটন 

স্পোর্টস ডেস্ক    |    ০২:৪৫ পিএম, ২০২২-০১-৩১

ঝড় তুললেন ডু প্লেসি-ডেলপোর্ট, ফিরেই সপ্রতিভ লিটন 

নাসুম আহমেদের স্ট্যাম্পের ওপর করা ডেলিভারিটি বাজে বলার সুযোগ ছিল না। কিন্তু সেটিতেই বলের পিচে পৌঁছে মাথা নিচু রেখে ঠিক বোলারের মাথার ওপর দিয়ে চালিয়ে দিলেন লিটন দাস। যার গন্তব্য হলো সোজা সীমানার ওপারে। প্রায় তিন মাস পরে টি-টোয়েন্টি খেলতে নেমে এই শটটিই ছিল লিটনের ফেরার বার্তা। ওপেনিংয়ে নামা লিটনের সপ্রতিভ ব্যাটিংয়ের পাশাপাশি শেষ দিকে ঝড় তুললেন দুই বিদেশি ফাফ ডু প্লেসি ও ক্যামেরন ডেলপোর্ট। 
এ তিনজনের চল্লিশোর্ধ্ব রানের ইনিংসে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৮৩ রানের বড় সংগ্রহ দাঁড় করিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ানস। ম্যাচ জিততে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে করতে হবে ১৮৪ রান।

ব্যক্তিগত কারণে ছুটি নেওয়ায় প্রথম দুই ম্যাচ খেলেননি লিটন। আজকের ম্যাচ দিয়ে মাঠে ফিরেই তার ব্যাট থেকে এলো ৩৪ বলে ৫ চার ও ১ ছয়ের মারে ৪৭ রানের ইনিংস। তিন নম্বরে নেমে ডু প্লেসি অপরাজিত রইলেন ৫৫ বলে ৮৩ রানে। আর শেষ ওভারে শরিফুল ইসলামের ওপর সাইক্লোন চালানো ডেলপোর্ট খেলেছেন ২৩ বলে ৫১ রানের বিধ্বংসী ইনিংস। অধিনায়কত্ব পরিবর্তন নিয়ে চরম নাটকীয়তার পর প্রথম ম্যাচে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় চট্টগ্রাম। আগে বোলিং করতে নেমে দ্বিতীয় ওভারেই দলকে সাফল্য এনে দেন বাঁহাতি স্পিনার নাসুম।

তার করা ইনিংসের দ্বিতীয় ওভারে কভার দিয়ে আলগা শট করে সাব্বির রহমানের হাতে ধরা পড়েন ১ রান করা কুমিল্লার তরুণ ওপেনার মাহমুদুল হাসান জয়।
তবে দ্বিতীয় উইকেট জুটিতে ইনিংসের গতিপথ ঠিক করে দেন লিটন দাস ও ফাফ ডু প্লেসি। এ দুজন মিলে ৫৫ বলে যোগ করেন ৮০ রান। লিটনের দৃষ্টিনন্দন ব্যাটিংয়ের পাশাপাশি সোজা ব্যাটে দারুণ কিছু শট খেলেন ডু প্লেসি। তাদের ইতিবাচক ব্যাটিংয়ে প্রথম পাওয়ার প্লে'তে ৫২ রান পায় কুমিল্লা।

প্রায় অপ্রতিরোধ্য হয়ে ওঠা এই জুটিও ভাঙেন প্রথম উইকেট নেওয়া নাসুম। ফিফটির দ্বারপ্রান্তে পৌঁছে যাওয়া লিটন লং অফ বাউন্ডারিতে ধরা পড়েন সাব্বিরের হাতে। ফলে সমাপ্তি ঘটে তার ৫ চার ও ১ ছয়ের মারে খেলা ৪৭ রানের ইনিংস। এরপর হতাশ করেন অধিনায়ক ইমরুল কায়েস। বেনি হাওয়েলের বলে বোল্ড হওয়ার আগে ১ রান করেন তিনি। অল্প সময়ের ব্যবধানে লিটন-ইমরুল ফিরলেও কুমিল্লার ইনিংসে আর বিপদ বাড়তে দেননি ডু প্লেসি ও ডেলপোর্ট। এ দুজন মিলে শেষের ৮.৫ ওভারে গড়েন ৯৭ রানের অবিচ্ছিন্ন জুটি।

দুই তরুণ বাঁহাতি পেসার শরিফুল ও মৃত্যুঞ্জয়ের ওপর দিয়েই বেশি যায় ডু প্লেসি-ডেলপোর্টের ঝড়। এ দুজনের করা শেষ তিন ওভার থেকেই আসে ৫২ রান। শরিফুলের করা ১৮তম ওভারে একটি করে চার-ছয়ের মারে খরচ হয় ১৫ রান, পরের ওভারে মৃত্যুঞ্জয়ও হজম করেন একটি করে চার-ছয়। ইনিংসের ১৯ ওভার শেষে ডু প্লেসির রান ছিল ৮৩, সম্ভাবনা ছিল সেঞ্চুরির। তবে শেষ ওভারে স্ট্রাইকে ছিলেন ডেলপোর্ট, এক বলও খেলার সুযোগ পাননি ডু প্লেসি।
শরিফুলের সেই ওভারে চারটি চার ও এক ছয়ের মারে একাই ২৩ রান করেন ডেলপোর্ট। যার সুবাদে মাত্র ২২ বলে পূরণ হয় ফিফটি। শেষ পর্যন্ত ২৩ বলে ৫১ রানে অপরাজিত থাকেন ডেলপোর্ট আর ডু প্লেসি খেলেন ৫৫ বলে ৮৩ রানের ইনিংস। চট্টগ্রামের পক্ষে আরও একবার হাইস্কোরিং ইনিংসে কিপটে বোলিং করে ৪ ওভারে মাত্র ২৩ রান খরচায় ২ উইকেট নেন নাসুম।

রিটেলেড নিউজ

জয় দিয়ে শ্রীলংকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরু করতে চায় টাইগাররা

জয় দিয়ে শ্রীলংকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরু করতে চায় টাইগাররা

স্পোর্টস ডেস্ক : সংক্ষিপ্ত ফরম্যাটে সাফল্যের ধারা অব্যাহত রাখতে আগামীকাল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শ...বিস্তারিত


সাকিবের নতুন ঠিকানা শেখ জামাল

সাকিবের নতুন ঠিকানা শেখ জামাল

স্পোর্টস ডেস্ক : গত আসরে মোহামেডানের হয়ে ঢাকা প্রিমিয়ার লিগে খেলেছিলেন সাকিব আল হাসান। এবার তার ঠিকানা বদলে গেছে। ...বিস্তারিত


অবসর ভেঙ্গে দলের ফেরার সম্ভাবনা উড়িয়ে দিলেন এগুয়েরো

অবসর ভেঙ্গে দলের ফেরার সম্ভাবনা উড়িয়ে দিলেন এগুয়েরো

আমাদের ডেস্ক : : আর্জেন্টাইন ক্লাব ইন্ডিপেন্ডেন্টের সাথে অনুশীলনের বিষয়টি অস্বীকার করেছেন সার্জিও এগুয়েরো। আর্...বিস্তারিত


আমরা ১৮ মাস আগের চেয়ে ভালো দল : ম্যাককালাম

আমরা ১৮ মাস আগের চেয়ে ভালো দল : ম্যাককালাম

আমাদের ডেস্ক : : ভারতের কাছে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ হারলেও, নিজেদেরকে খারাপ দল ভাবতে রাজি নন ইংল্যান্ডের প্রধান ...বিস্তারিত


আইপিএল শেষ শামির, অনিশ্চিত টি-টোয়েন্টি বিশ্বকাপেও

আইপিএল শেষ শামির, অনিশ্চিত টি-টোয়েন্টি বিশ্বকাপেও

স্পোর্টস ডেস্ক : গত নভেম্বরে ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপের পর আর মাঠে নামা হয়নি মোহাম্মদ শামির। গোড়ালির ইনজু...বিস্তারিত


টি-২০ বিশ্বকাপের ব্যর্থতা খুঁজতে লারাকে দায়িত্ব দিলো ক্যারিবীয়রা

টি-২০ বিশ্বকাপের ব্যর্থতা খুঁজতে লারাকে দায়িত্ব দিলো ক্যারিবীয়রা

স্পোর্টস ডেস্ক : দুবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন তারা। আবার ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা বরাবরই বিশ্বের...বিস্তারিত



সর্বপঠিত খবর

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

আমাদের ডেস্ক : : ডেস্ক রিপোর্ট :: চট্টগ্রামস্থ  লোহাগাড়ার  কৃতি সন্তান প্রিয়ম চক্রবর্তী ক্যালিফোর্নিয়ায় ...বিস্তারিত


সদরের পি এম খালী ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী কেফায়ত উল্লাহর ঈদ শুভেচ্ছা

সদরের পি এম খালী ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী কেফায়ত উল্লাহর ঈদ শুভেচ্ছা

আমাদের ডেস্ক : : সদরের পি এম খালী ইউনিয়নের বর্তমান জনপ্রিয় চেয়ারম্যান আব্দুর রহিম মাস্টারের ভাগিনা পিএমখালী ব...বিস্তারিত



সর্বশেষ খবর