শিরোনাম
স্পোর্টস ডেস্ক | ০১:০৫ পিএম, ২০২২-০১-৩০
ব্যাটে বলে রীতিমত জাদু দেখালেন মঈন আলি। তাতেই ইংল্যান্ড পেলো দুর্দান্ত এক জয়। ব্রিজটাউনে ওয়েস্ট ইন্ডিজকে ৩৪ রানে হারিয়ে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতায় ফিরেছে সফরকারিরা। টস জিতে ইংল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। ১৪ ওভার পর্যন্ত সিদ্ধান্তটা ঠিকই মনে হচ্ছিল। ৩ উইকেটে ইংলিশদের রান ছিল ১০৯। এমনকি ১৭ ওভার শেষে ছিল ১৩৪। মনে হচ্ছিল, পুঁজিটা বড়জোর ১৬০-১৭০ হবে। এমন সময়ে হঠাৎ দানবীয় চেহারায় হাজির মঈন। ১৮তম ওভারে জেসন হোল্ডারকে হাঁকান চার ছক্কা। ২৩ বলে ফিফটি তুলে নেওয়া মঈন পরের ওভারেও ছক্কা মারেন দুটি। শেষ ওভারের প্রথম বলে হোল্ডারের শিকার হওয়ার আগে ২৮ বলে এক চার আর ৭ ছক্কায় ৬৩ রানের বিধ্বংসী এক ইনিংস খেলে দেন ইংলিশ অলরাউন্ডার।
এছাড়া জেসন রয় ৪২ বলে ৫২ আর জেমস ভিন্স ২৬ বলে করেন ৩৪ রান। শেষদিকে ৪ বলে ২ ছক্কায় স্যাম বিলিংসের ১৩ রানের ক্যামিওতে ৬ উইকেটে ১৯৩ রানের পাহাড় গড়ে ইংল্যান্ড। হোল্ডার ৩ উইকেট পেলেও ৪ ওভারে খরচ করেন ৪৪ রান। ১৯৪ রানের লক্ষে খেলতে নেমে ওয়েস্ট ইন্ডিজ ভালো শুরু করে। কাইল মায়ার্স আর ব্রেন্ডন কিং ৪৪ বলে গড়েন ৬৪ রানের জুটি। কিন্তু মায়ার্স (২৩ বলে ৪০) মঈন আলির শিকার হলেই খেই হারিয়ে ফেলে ক্যারিবীয়রা। এক ওভার পর মঈনের দ্বিতীয় শিকার হয়ে ব্রেন্ডন কিং সাজঘরে ফেরেন ২৭ বলে ২৬ করে। এরপর আর পেরে উঠেনি স্বাগতিকরা। পরের ব্যাটারদের মধ্যে নিকোলাস পুরান ১৬ বলে ২২ আর হোল্ডার ২৪ বলে করেন ৩৬ রান। কিন্তু ওত বড় রান তাড়ায় এমন ইনিংসগুলো কাজে আসেনি। ৫ উইকেটে ১৫৯ রানে থামে ওয়েস্ট ইন্ডিজ। দারুণ ব্যাটিংয়ের পর ২৮ রানে গুরুত্বপূর্ণ দুটি উইকেট শিকার করে ম্যাচসেরা হন মঈন আলি।
স্পোর্টস ডেস্ক : দুবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন তারা। আবার ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা বরাবরই বিশ্বের...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : শ্বাসরুদ্ধকর সেমিফাইনাল জিতে নারী হকি বিশ্বকাপের ফাইনালে উঠে গেছে আর্জেন্টিনা। জার্মানির বিপক্...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : অবশেষে সত্যি হলো গুঞ্জন। আনুষ্ঠানিকভাবে রবার্ট লেওয়ানডস্কিকে দলে নেওয়ার ঘোষণা দিলো স্প্যানিশ জ...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : নিউজিল্যান্ডের সংগ্রহ ৩৬০ রান। জবাবে ৩৫৯ রান করে ফেলেছিল আয়ারল্যান্ড। নিউজিল্যান্ডের জয় মাত্র ১ ...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : এক সময় জিম্বাবুয়েকে ধরা হতো ক্রিকেটকের অন্যতম পরামশক্তি। অ্যান্ডি ফ্লাওয়ার, গ্র্যান্ট ফ্লাওয়ার ...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : গত বছরের সেপ্টেম্বরে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে মাঠে নেমেছিল আর্জেন্টিনা ও ব্রাজিল। কিন্তু পাঁচ ম...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2023 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited