শিরোনাম
স্পোর্টস ডেস্ক | ১২:০৪ পিএম, ২০২২-০১-২৯
ইংল্যান্ড-আফগানিস্তানের পর সেমিফাইনালে নাম লিখলো অস্ট্রেলিয়া। পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলকে রীতিমত বিধ্বস্ত করে সেমিতে উঠলো অস্ট্রেলিয়ান যুবারা। পাকিস্তানকে তারা হারিয়েছে ১১৯ রানের বিশাল ব্যবধানে। অ্যান্টিগার নর্থ সাউন্ডে স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে অনুষ্ঠিত তৃতীয় কোয়ার্টার ফাইনালে অস্ট্রেলিয়ার করা ২৭৬ রানের জবাবে পাকিস্তান অলআউট হয়ে যায় মাত্র ১৫৭ রানে। টস জিতে অস্ট্রেলিয়াকেই প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানান পাকিস্তান যুবাদের অধিনায়ক কাসিম আকরাম। ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতেই ম্যাচের নিয়ন্ত্রন নেয় অস্ট্রেলিয়া। ক্যাম্পবেল কেলাওয়ে এবং টিগ উইলি মিলে গড়েন ৮৬ রানের জুটি। ক্যাম্পবেল কিলাওয়ে আউট হন ৪৭ রান করে।
তিনি আউট হওয়ার পর শতাধিক রানের জুটি গড়েন টিগ উইলি এবং কোরি মিলার। টিগ উইলি খেলেন ৭১ রানের ইনিংস। কোরি মিলার খেলেন ৬৪ রানের ইনিংস। ১০১ রানের জুটি গড়ে বিচ্ছিন্ন হন এ দু’জন। এরপর অধিনায়ক কুপার কনোলি ৩৩ রান, এইডেন কাহিল ১৮ এবং উইলিয়াম সালজম্যান করেন ২৫ রান। শেষ পর্যন্ত ৭ উইকেট হারিয়ে ২৭৬ রান সংগ্রহ করে অস্ট্রেলিয়ান যুবারা। জবাব দিতে নেমে প্রথম থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে শুরু করে পাকিস্তান। মেহরান মুমতাজ করেন সর্বোচ্চ ২৯ রান। আবদুল ফাসিহ করেন ২৮ এবং ইরফান খান করেন ২৭ রান। ৩৫.১ ওভারে অলআউট হওয়ার আগে পাকিস্তান স্কোরবোর্ডে জমা করে মাত্র ১৫৭ রান। অস্ট্রেলিয়ার হয়ে ৩ উইকেট নেন উইলিয়াম সালজম্যান। ২টি করে উইকেট নেন জ্যাক সিনফিল্ড এবং টম হুইটনি। ১টি করে উইকেট নেন জ্যাক নিসবেট এবং এইডেন কাহিল।
স্পোর্টস ডেস্ক : দুবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন তারা। আবার ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা বরাবরই বিশ্বের...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : শ্বাসরুদ্ধকর সেমিফাইনাল জিতে নারী হকি বিশ্বকাপের ফাইনালে উঠে গেছে আর্জেন্টিনা। জার্মানির বিপক্...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : অবশেষে সত্যি হলো গুঞ্জন। আনুষ্ঠানিকভাবে রবার্ট লেওয়ানডস্কিকে দলে নেওয়ার ঘোষণা দিলো স্প্যানিশ জ...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : নিউজিল্যান্ডের সংগ্রহ ৩৬০ রান। জবাবে ৩৫৯ রান করে ফেলেছিল আয়ারল্যান্ড। নিউজিল্যান্ডের জয় মাত্র ১ ...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : এক সময় জিম্বাবুয়েকে ধরা হতো ক্রিকেটকের অন্যতম পরামশক্তি। অ্যান্ডি ফ্লাওয়ার, গ্র্যান্ট ফ্লাওয়ার ...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : গত বছরের সেপ্টেম্বরে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে মাঠে নেমেছিল আর্জেন্টিনা ও ব্রাজিল। কিন্তু পাঁচ ম...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2023 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited