শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক | ০৪:১৫ পিএম, ২০২২-০১-২৬
আগ্নেয়গিরি এবং সুনামিতে বিপর্যস্ত প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ দেশ টোঙ্গায় অত্যন্ত জরুরি সহায়তা পৌঁছে দিতে করোনা ভাইরাসে আক্রান্ত নাবিকদের নিয়ে অস্ট্রেলিয়ার একটি যুদ্ধজাহাজ বুধবার “নো-কন্টাক্ট” প্রটোকলের অধীনে টোঙ্গায় নোঙর করছে। টোঙ্গার স্বাস্থ্যমন্ত্রী সায়া পিউকালা বলেছেন, যুদ্ধজাহাজ এইচএমএএস অ্যাডিলেডের ক্রুরা এই মহাসাগরীয় দ্বীপ দেশটি সংক্রমণমুক্ত রাখতে কঠোর স্বাস্থ্য বিধি অনুসরণ করবে।
এখনো বিশ্বে যে কয়টি দেশ করোনাভাইরাস মুক্ত রয়েছে টোঙ্গা এগুলোর একটি। তিনি সাংবাদিকদের বলেন, “জাহাজটি নোঙর করবে এবং কারো কোন সংস্পর্শ ঘটবে না, কারো সঙ্গে যোগাযোগ করা হবেনা। অস্ট্রেলীয়রাই তাদের কার্গো আনলোড করবে এবং নোঙর ত্যাগ করে চলে যাবে।”
গত ১৫ জানুয়ারি অগ্ন্যুৎপাত, সুনামি এবং বিষাক্ত ধোঁয়া ও ছাইয়ে দেশটি ঢেকে যাওয়ার পরে আন্তর্জাতিক সহায়তার অংশ হিসাবে অ্যাডিলেড মোতায়েন করা হয়েছিল। জাহাজটি প্রায় ৮০ টন ত্রাণ সামগ্রী বহন করছে, যার মধ্যে রয়েছে পানি, মেডিকেল কিট এবং প্রকৌশল সরঞ্জাম।
ক্যানবেরায় মঙ্গলবার কর্মকর্তারা বলেছেন, ব্রিসবেন থেকে জাহাজটি ছাড়ার আগে সকল ক্রুর টেস্ট করা হয়, এতে সবারই নেগেটিভ আসে, পরে জাহাজে টেস্ট করা হলে ২৩ জনের করোনা শনাক্ত হয়।
পিউকালা বলেন, বুধবার নাগাদ আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ জন। জাহাজটিতে ৬০০ বেশী ক্রু রয়েছেন, সকলেই পুরোপুরি ভ্যাকসিন নিয়েছেন, অস্ট্রেলিয়ান প্রতিরক্ষা বাহিনী মঙ্গলবার বলেছে, প্রাথমিকভাবে শনাক্ত ২৩ জনের মধ্যে কোন উপসর্গ নেই অথবা তারা হালকা আক্রান্ত। জাহাজটিতে ৪০ শয্যার হসপিটাল রয়েছে, অপারেশন থিয়েটার রয়েছে, এবং গুরুতর অসুস্থ রোগীদের জন্য ওয়ার্ড রয়েছে।
পিউকালা বলেন, অ্যাডেলেডসহ আন্তর্জাতিক সকল ত্রাণ সামগ্রী কনট্রাকলেস প্রটোকল মেনে তিন দিন আইসোলেশনে পরে থাকবে, এ সময়ের মধ্যে কোন টোঙ্গান এগুলো স্পর্শ করবে না। এরপরে এসব ত্রাণ হ্যান্ডেলিং শুরু হবে।
আন্তর্জাতিক ডেস্ক : মারিউপোলে ইউক্রেনীয় সৈন্যদের শেষ দুর্গ আজভস্তালের পতন হয়েছে বলে দাবি করেছে রাশিয়া। শুক্রবার (২০ ...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বের ১১টি দেশে মাঙ্কিপক্সে আক্রান্ত অন্তত ৮০ রোগী শনাক্ত হয়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য স...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ায় ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত তিনজন প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন আরও কয়েকজন। শুক্র...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : নতুন প্রধানমন্ত্রী বেছে নিতে ভোট দিচ্ছে অস্ট্রেলিয়ার এক কোটি ৭০ লাখের বেশি মানুষ। স্থানীয় সময় শন...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ছে অতি সংক্রামক ‘মাঙ্কিপক্স’। করোনাভাইরাস মহামারির মধ্যেই নতুন ...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : চলতি বছরের জুনের মধ্যেই চীন-পাকিস্তান সীমান্তে এস-৪০০ মিসাইল সিস্টেম মোতায়েন করতে চলেছে ভারত। সম...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2022 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited