শিরোনাম
শহিদুল করিম শহিদ, কক্সবাজার : | ১১:৫২ পিএম, ২০২১-০৪-২৪
শহিদুল করিম শহিদঃ
কক্সবাজার সদরের ঝিলংজা চান্দের পাড়া স্বনামধন্য সংগঠন হিলফুল ফুযুল (শান্তি সংঘ) উদ্যোগে গত (২৩ এপ্রিল'২১ শুক্রবার) বিকালে দক্ষিণ চান্দেরপাড়া জামে মসজিদ কনফারেন্স রুমে ইফতার মাহফিল, হাফেজ সম্বর্ধনা ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বলেন, পবিত্র কোরআনের হাফেজ ভাইয়েরা রাতের আরামের ঘুমকে হারাম করে, দিনকে দিন রাতকে রাত মনে না করে অক্লান্ত পরিশ্রম করে পবিত্র কোরআনের ত্রিশটি পাড়া অন্তরে ধরে রেখেছেন।
তারা পবিত্র কোরআনের হাফিজ এবং মহান আল্লাহ তয়ালার প্রিয় বন্ধু।
তাদের সাথে কোন অবস্থাতে শত্রুতা পোষণ করা ঠিক নহে। সব সময় তাদের সাথে ঘনিষ্ঠতা রাখা উচিত।
প্রিয় হাফেজ ভাইদের সম্বর্ধিত ও মূল্যবান উপহার প্রদানে চান্দের পাড়ার হিলফুল ফুযুল শান্তি সংঘের দায়িত্বশীল ভাইদের প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন জানান তিনি।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ঝিলংজা চেয়ারম্যান টিপু সুলতান চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন, ঝিলংজা ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য মাওলানা ফজলুল করিম, সিটি কলেজের প্রভাষক আবুল আলা শিবলী, মাওলানা সিরাজুল হক, পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক তারেক মোহাম্মদ ফয়েজ উল্লাহ, বিশিষ্ট শিক্ষাবিদ গিয়াস উদ্দিন, বিশিষ্ট ছাত্রনেতা হাসান মহাম্মদ ইয়াসিন, মৌ. নুরুল আলম,
দক্ষিণ চান্দেরপাড়া রহম বিবি জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মাহবুবুল আলম, ছাত্রনেতা সাহাবুল হুদা ছিদ্দিকী, সমাজ সেবক জালাল আহমদ, হাসান পারভেজ, মীর কাসেম, হাফেজ আব্দুল মন্নান, রহম বিবি জামে মসজিদের পেশ ইমাম হাফেজ শহিদুল ইসলাম।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি বক্তব্যে বলেন যারা হেদায়াত প্রত্যাশা করে এবং এর জন্য চেষ্টা করে, মহান আল্লাহ তাআলা তাদের উদ্দেশ্যে কোরআনের তিলাওয়াত, বুঝা, হিফয করা, এর বিষয় বস্তু গভীরভাবে চিন্তা করে হৃদয়ংগম করা ও তার নির্দেশ অনুযায়ী আমল করা খুব সহজ করে দিয়েছেন। কোরআনের পাখি হাফেজ ভাইদের সুন্দর ভবিষ্যৎ ও সহি কুরআন তেলাওয়াত ও রক্ষণাবেক্ষণসহ জীবন চলার পথে বিভিন্ন দিকনির্দেশনা দেন।
অনুষ্ঠান পরিচালনা করেন আবদুল্লাহ আল নোমান
সম্বর্ধিত চান্দের পাড়া এলাকার ১২জন কোরআনে হাফেজ উপস্থিত ছিলেন, তারা হলেন হাফেজ আবদুল মন্নান, হাফেজ জসিম উদ্দিন, হাফেজ সালমান শহিদ হুজাইফ, হাফেজ এরফানুল করিম, হাফেজ আবু সালেহ মো: নায়েম, হাফেজ তৌহিদুল ইসলাম, হাফেজ ফরহাদ উদ্দিন, হাফেজ ফাহাদ বিন আবদুল্লাহ, হাফেজ ফজল করিম, হাফেজ জায়েদুল ইসলাম, হাফেজ মোহাম্মদ ফাহিম, হাফেজ রফিক আলম প্রমুখ।
টেকনাফ প্রতিনিধি : : টেকনাফে ২৪০ লিটার সয়াবিন তেল ও ২০০ কেজি চিনি অবৈধভাবে মজুতের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় নুর কবির (২...বিস্তারিত
টেকনাফ প্রতিনিধি : : কক্সবাজারের টেকনাফে অস্ত্র ও হত্যা মামলার দুই রোহিঙ্গা আসামিকে গ্রেফতার করেছেন আর্মড পুলিশ ব্যা...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : করোনা মহামারিতে দুই বছর বন্ধ থাকার পর উৎসাহ-উদ্দীপনা আর বিশৃঙ্খলার মধ্য দিয়ে শেষ হয়েছে ঐতিহ্যবাহ...বিস্তারিত
টেকনাফ প্রতিনিধি : : নাফ নদীতে অভিযান চালিয়ে এক কেজি ক্রিস্টাল মেথ (আইস) ও ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে টেকনাফ ব্যাটা...বিস্তারিত
টেকনাফ প্রতিনিধি : : কক্সবাজারের টেকনাফ থেকে অপহৃত শফিকুল আলমকে (৪২) উদ্ধার করেছে র্যাব। সোমবার (২৫ এপ্রিল) নোয়াখালীপ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার সরকারি কলেজের সামনে চলমান উন্নয়ন কাজের পাশে মাটি ফাটলের ভেতর থেকে হঠাৎ আগুনের লাভার মত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2022 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited